মঞ্চে দাঁড়ানো বলিউডের তারকা দম্পতি গুরমিত চৌধুরী ও দেবিনা ব্যানার্জি। লাল শাড়িতে বধূ সেজেছেন দেবিনা। অন্যদিকে বরের সাজে গুরমিত। মঞ্চে দাঁড়িয়ে কথা বলছেন তারা। হঠাৎ স্ত্রী দেবিনার পা ছুঁয়ে আশীর্বাদ নেন গুরমিত। আর দেবিনাও হাস্যোজ্জ্বল মুখে স্বামীকে আশীর্বাদ করেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।  

দ্য ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, শুরু হতে যাচ্ছে টিভি রিয়েলিটি শো ‘পতি পত্নীতে আউর পাঙ্গা’। এ শোয়ে অংম নেবেন গুরমিত-দেবিনা। বৃহস্পতিবার (৩১ জুলাই) মুম্বাইয়ে এ শোয়ের লঞ্চিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মঞ্চে স্ত্রীর পা ছুঁয়ে আশীর্বাদ নেন গুরমিত। 

গুরমিত-দেবিনার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। একজন লেখেন, “দারুণ মুহূর্ত।” কেউ কেউ গুরমিতকে সবুজ পতাকাধারী স্বামী বলে মন্তব্য করেছেন।  

আরো পড়ুন:

শাহরুখের স্বপ্নপূরণ: যারা পেলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার

সিনেমার গল্পকেও হার মানায় মীনা কুমারীর জীবন

টিভি অনুষ্ঠান ‘রামায়ণ’-এ প্রথম একসঙ্গে অভিনয় করেন দেবিনা-গুরমিত। এতে তারা রাম ও সীতা চরিত্রে অভিনয় করেন। এ দুটি চরিত্র তাদের ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। এ সময়ে সম্পর্কে জড়ান তারা। দীর্ঘ ৬ বছর চুটিয়ে প্রেম করার পর ২০১১ সালে বিয়ে করেন গুরমিত-দেবিনা। 

অনেক দিন ধরেই সন্তানের অপেক্ষায় ছিলেন এই তারকা দম্পতি। দীর্ঘ দিন বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হয়েছেন তারা। সর্বশেষ ২০২২ সালের ৩ এপ্রিল কন্যা সন্তানের মা হন দেবিনা। প্রথম সন্তানের বয়স সাড়ে ৪ মাস পূর্ণ হওয়ার আগেই দ্বিতীয় সন্তান আগমনের খবর দিয়ে দারুণ কটাক্ষের শিকার হয়েছিলেন ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় এই অভিনেত্রী। সব বাধা-বিপত্তি কাটিয়ে ২০২২ সালের ১১ নভেম্বর দ্বিতীয় সন্তানের মুখ দেখেন দেবিনা।

শুধু ছোট পর্দা নয়, ‘ওজাহ তুম হো’, ‘পল্টন’-এর মতো সিনেমায়ও অভিনয় করেছেন গুরমিত। অন্যদিকে হিন্দি ভাষার ‘খামোশিয়ান’, ‘ইন্ডিয়ান বাবু’, তেলেগু ভাষার ‘সিক্স’সহ বেশ কিছু সিনেমায় কাজ করেছেন দেবিনা।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক

এছাড়াও পড়ুন:

জায়েদ ভাই মেয়েদের ফেভারিট: নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া মানেই গ্ল্যামার, মেধা আর মজার মিশ্রণ। দুই বাংলায় সমানতালে কাজের পাশাপাশি গানেও বাজিমাত করেছেন। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ভিন্ন কারণে। চিত্রনায়ক জায়েদ খানের টক শোতে অতিথি হয়েছেন এই অভিনেত্রী। 

সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানা সম্মেলনে অংশ নেন ফারিয়া। গালা নাইটে নিজের ঝলমলে পারফরম্যান্সে মাতিয়ে তোলেন সবাইকে। সেই সফরের মজার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে সহকর্মী জায়েদ খানের গোপন তথ্য ফাঁস করেন এই অভিনেত্রী।  

আরো পড়ুন:

গ্রেপ্তারের পর প্রথম মুখ খুললেন নুসরাত ফারিয়া

বিয়ে ভাঙার পর হতাশা কাটাতে ওষুধ খেতেন নুসরাত ফারিয়া

ফারিয়া বলেন, “জায়েদ ভাই মিষ্টি মনের মানুষ। দিন দিন তো অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন! এত ওয়ার্কআউট করছেন যে, এখন বাংলাদেশের অর্ধেক মেয়েরই ফেভারিট উনি!” 

জায়েদ খানের প্রশংসা করে ফারিয়া বলেন, “আগে তো ছিলেনই, এখন অনেক ফিট হয়ে গেছেন। ওনার সাথে কাজ করা মানে সারাক্ষণ হাসিখুশি থাকা। কারো মন খারাপ থাকলেও উনার সাথে কথা বললেই ভালো হয়ে যায়।” 

কানাডা সফরের আরেক টুকরো গল্পও জানান ফারিয়া। তার ভাষায়, “একদিন উনি বললেন, ‘চলো মন্ট্রিয়ালে হাঁটতে হাঁটতে শুটটা করে ফেলি।’ আমি ভাবলাম মজা করছেন, কিন্তু উনি সত্যিই শুট শুরু করলেন। ওই ফান পার্টগুলো কিন্তু আপনাদের দেখানো হয়নি, এডিটেই কেটে দিয়েছে!”

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ