‘আমরা সবাই ফিলিস্তিনি’ স্লোগানে প্রকম্পিত সিডনির হারবার ব্রিজ
Published: 3rd, August 2025 GMT
সিডনির ঐতিহাসিক হারবার ব্রিজে বৃষ্টির মধ্যেই হাজার হাজার বিক্ষোভকারী মিছিল করেছে। বিক্ষোভকারীরা সমস্বরে ‘আমরা সবাই ফিলিস্তিনি’ স্লোগান দিয়েছেন। তারা যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় শান্তি ও ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়েছেন।
প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধে গাজায় ৬০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। সরকার ও মানবিক সংস্থাগুলা জানিয়েছে, খাদ্যের ঘাটতি ব্যাপকভাবে দুর্ভিক্ষের দিকে পরিচালিত করছে।
‘মার্চ ফর হিউম্যানিটি’ নামে ডাকা এই মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন ক্ষুধার প্রতীক হিসেবে হাঁড়ি-পাতিল বহন করেছিলেন।
ষাটোর্ধ বয়সী ডগ বলেন, “যথেষ্ট হয়েছে। যখন সারা বিশ্বের মানুষ একত্রিত হয়ে কথা বলে, তখন মন্দকে পরাভূত করা সম্ভব।”
মিছিলে বয়স্ক থেকে শুরু করে শিশুদের নিয়ে পুরো পরিবারের সদস্যরা পর্যন্ত ছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে অন্যতম ছিলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। অনেকেই ছাতা বহন করেছিলেন। কেউ কেউ ফিলিস্তিনি পতাকা উড়িয়ে স্লোগান দিয়েছিলেন ‘আমরা সবাই ফিলিস্তিনি।’
নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, ৯০ হাজার লোক উপস্থিত ছিল, যা প্রত্যাশার চেয়ে অনেক বেশি। বিক্ষোভ মিছিলের সংগঠক প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ সিডনি, একটি ফেসবুক পোস্টে জানিয়েছে, প্রায় তিন লাখ লোক মিছিলে অংশ নিয়ে থাকতে পারে।
নিউ সাউথ ওয়েলস পুলিশ এবং রাজ্যের প্রধানমন্ত্রী গত সপ্তাহে শহরের সেতুতে মিছিলটি আটকানোর চেষ্টা করেছিলেন। তবে শনিবার রাজ্যের সুপ্রিম কোর্ট মিছিল আয়োজনের পক্ষে রায় দিয়েছে।
ভারপ্রাপ্ত ডেপুটি পুলিশ কমিশনার পিটার ম্যাককেনা জানিয়েছেন, এক হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছিল এবং জনতার সংখ্যার কারণে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছিল। তবে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মাইক্রোসফটের ফ্রি অনলাইন কোর্স : ডেটা সায়েন্স–এআইসহ নানা বিষয়ে শেখার সুযোগ
ঘরে বসেই দক্ষতা বাড়াতে শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে মাইক্রোসফট। এই অনলাইন কোর্সগুলো edX প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হয়েছে। বিশ্বের যেকোনো প্রান্তের শিক্ষার্থী বা পেশাজীবীরা কোর্সগুলোতে অংশ নিতে পারবেন।
২০২৫ সালের এই প্রোগ্রামে ৬০টির বেশি অনলাইন কোর্স রয়েছে, যা বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধির সুযোগ দেবে। দ্রুত পরিবর্তনশীল চাকরির বাজারে নিজেকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে সাহায্য করবে এসব কোর্স। একই সঙ্গে শিক্ষার্থীরা Microsoft AI Skills Fest-এ অংশ নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সম্পর্কিত বিশেষায়িত কোর্সও করতে পারবেন।
মাইক্রোসফটের লক্ষ্য হলো আজকের চাকরির বাজারে চাহিদাসম্পন্ন প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতা গড়ে তুলতে সহায়তা করা। এই কোর্সগুলো শিক্ষার্থীরা নিজের সুবিধামতো সময়ে শিখতে পারবেন। এখানে থাকছে ক্লাউড কম্পিউটিং, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং সাইবার সিকিউরিটিসহ নানা বিষয়ে হাতে–কলমে শেখার সুযোগ।
বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার সুযোগ
মাইক্রোসফটের অভিজ্ঞ বিশেষজ্ঞরা এই কোর্সগুলো তৈরি ও পরিচালনা করেন। ফলে অংশগ্রহণকারীরা বাস্তব জীবনের জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে পারবেন। যাঁরা প্রযুক্তির জগতে নতুন, তাঁরা বিগিনার লেভেলের কোর্স দিয়ে শুরু করতে পারবেন। আর যাঁরা অভিজ্ঞ, তাঁদের জন্য রয়েছে ইন্টারমিডিয়েট লেভেলের কোর্স। এ ছাড়া অংশগ্রহণকারীরা নিজেদের নতুন অ্যাপ্লিকেশন, ডিজিটাল সেবা এবং উদ্ভাবনী সমাধান ডিজাইন করার দক্ষতা অর্জন করতে পারবেন।
কোর্স কাঠামো ও সার্টিফিকেট
মাইক্রোসফটের এই অনলাইন কোর্সগুলো ফ্রি অডিট ট্র্যাকের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে করা যাবে। তবে যাঁরা শিখে একটি অফিশিয়াল ভেরিফায়েড সার্টিফিকেট পেতে চান, তাঁরা নামমাত্র ফি দিয়ে সার্টিফিকেট নিতে পারবেন, যা চাকরি বা ক্যারিয়ারে বাড়তি গুরুত্ব দেবে।
এটি একটি MOOC (Massive Open Online Course) উদ্যোগ, যা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফ্রি অনলাইন কোর্স ২০২৫-এর মতো বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
মাইক্রোসফটের কোর্স এখন করা যায় ঘরে বসেই