ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২৩ সালে। তবে সেটাও নামমাত্র। সভাপতি নাঈমুর রহমান ও সাধারণ সম্পাদক দেবব্রত পালসহ পুরো কমিটিই নির্বাচিত হয়েছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

কোয়াবের নির্বাচন মানেই অবশ্য এমন। ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে সব সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায়ই নির্বাচিত হয়ে আসছে কমিটি। সর্বশেষ সভাপতি আর সাধারণ সম্পাদক তো দায়িত্বে ছিলেন ১৪ বছর! তবে অবশেষে কোয়াব আবারও নির্বাচনের পথে যাচ্ছে। আগামী ৪ সেপ্টেম্বর হবে বহুপ্রতীক্ষিত সেই নির্বাচন।

আরও পড়ুনকেন সিরাজদের কাছে ক্ষমা চাইলেন শশী থারুর২ ঘণ্টা আগে

গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর গত মার্চে নাঈমুর ও দেবব্রত দায়িত্ব থেকে সরে দাঁড়ালে ১৩ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একাডেমি ভবনে কোয়াবের এক সভা শেষে কমিটির আহ্বায়ক সেলিম শাহেদ নির্বাচনের তারিখ ঘোষণা করেন। সভায় কমিটির সদস্যরা ছাড়াও ছিলেন বর্তমান জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন, মুমিনুল হক, নুরুল হাসান, তাইজুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, এনামুল হকসহ আরও অনেকে।
 
কোয়াবের নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে আজকের সভায়। বিসিবি পরিচালক ও সাবেক ক্রিকেটার ইফতেখার রহমানকে প্রধান নির্বাচন কমিশনার করে গঠিত নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির আহমেদ ও জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। হাবিবুল বাশার নির্বাচন কমিশনে আহ্বায়ক কমিটির প্রতিনিধিত্ব করবেন।

কোয়াবের আজকের বৈঠকে ছিলেন বর্তমান ক্রিকেটাররা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সদস য

এছাড়াও পড়ুন:

অভিনেত্রীর সাত মাসের শিশুকে নিয়ে ট্রল, সাইবার সেলে মামলা

টেলিভিশনের জনপ্রিয় বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যের সাত মাসের সন্তানকে ঘিরে সাইবার বুলিংয়ের ঘটনা সামনে এসেছে। সদ্যোজাত পুত্রসন্তান জয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজার হাজার কুরুচিপূর্ণ মন্তব্য, বিদ্রূপ, এমনকি বর্ণবিদ্বেষমূলক ট্রল করা হয়েছে। আর তাতেই ক্ষুব্ধ ও মর্মাহত হয়ে সাইবার সেলে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন দেবলীনা।
দেবলীনা ও তাঁর স্বামী শাহবাজ শেখের একমাত্র সন্তান জয়। জন্মের পর থেকেই ইনস্টাগ্রামে জয়কে নিয়ে বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করতেন দেবলীনা। তবে সম্প্রতি ছেলের গায়ের রং নিয়ে তাঁকে টার্গেট করে ভয়ানক বর্ণবাদী মন্তব্য করতে শুরু করেন অনেকে। ইনস্টাগ্রামের বিভিন্ন পোস্টে ছোট্ট জয়কে উদ্দেশ করে ব্যবহার করা হয় অশালীন ও কুরুচিপূর্ণ শব্দ।

স্বাভাবিকভাবে একজন মা হিসেবে এই অন্যায্য আচরণ আর সহ্য করতে পারেননি দেবলীনা। তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কিছু নেতিবাচক মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করেন এবং জানান, ইতিমধ্যেই তিনি সাইবার ক্রাইম সেলে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন। দেবলীনার ভাষায়, তাঁর সন্তানের উদ্দেশে দুই হাজারের বেশি বিরূপ মন্তব্য করা হয়েছে।

ইনস্টাগ্রাম ও ফেসবুকে এ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য

সম্পর্কিত নিবন্ধ