ডাকসু নির্বাচন: বন্ধ থাকা ই-লাইব্রেরি চালুর দাবি সাদিক কায়েমের
Published: 25th, August 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস অনুষদের শিক্ষার্থীদের গত ৩ বছর ধরে বন্ধ হওয়া আধুনিক ই-লাইব্রেরি পুনরায় চালু করার দাবি জানিয়েছেন ডাকসুর ভিপি প্রার্থী মো. আবু সাদিক কায়েম।
রবিবার (২৪ আগস্ট) রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি।
আরো পড়ুন:
ডাকসু নির্বাচন: ভিপি প্রার্থী আবিদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
ডাকসু নির্বাচন: ভোটারদের তথ্যের গোপনীয়তা রক্ষায় হাইকোর্টে রিট
পোস্টে তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার। অনুষদের ৬০০০ শিক্ষার্থীর একমাত্র আধুনিক লাইব্রেরিটি গত ৩ বছর ধরে কথিত সংস্কারের নামে বন্ধ করে রাখা হয়েছে।”
সাদিক কায়েম লেখেন, “জুলাই গেলো, নতুন ভিসি-প্রোভিসি-ডিন আসলো, এফবিএস শিক্ষার্থীদের লাইব্রেরি সমস্যার কার্যকর কোনো সমাধান হলো না। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে জেনেছি, তারা বিভিন্ন সময়, বিশেষ করে পরীক্ষার সময় কমনরুম, ক্যাফেটেরিয়া, সিড়িতে বসে পড়তে বাধ্য হন। ডিন ও কর্মকর্তাদের অব্যবস্থাপনাকে দায়ী করছেন শিক্ষার্থীরা।”
দাবি জানিয়ে তিনি বলেন, “আমরা স্পষ্ট ভাষায় দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে এফবিএস ই-লাইব্রেরিকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে সংস্কার কাজ সম্পন্ন করে পুনরায় চালু করতে হবে। একই সাথে ই-লাইব্রেরিকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে পরিচালনার উপযুক্ত অবকাঠামো, প্রযুক্তি এবং দক্ষ ও আন্তরিক জনবল নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রত্যেকটি ফ্যাকাল্টিতেই ই-লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে এবং ছাত্রদের জন্য এর এক্সেসিবিলিটি সহজলভ্য করতে হবে।”
ঢাকা/সৌরভ/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন মির্জা আব্বাস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।
আরো পড়ুন:
যে আসন থেকে লড়বেন তারেক রহমান
২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, ৩টি আসনে লড়বেন খালেদা জিয়া
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা চূড়ান্ত করা হয়।
এ সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ঢাকা-৮ আসনের সম্ভ্যাব্য প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।”
মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচন প্রায় ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।”
বিএনপি মহাসচিব বলেন, “দিনাজপুর-৩ থেকে আগামী নির্বাচনে অংশ নেবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকেও লড়বেন তিনি।”
সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ