নির্বাচন কার্যক্রম সবার আগে শুরু করেছে জামায়াত: আমীর হামজা
Published: 25th, August 2025 GMT
কুষ্টিয়া সদর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মুফতি আমীর হামজা বলেছেন, দেশে নির্বাচনের সকল কার্যক্রম সবচেয়ে আগে শুরু করেছে জামায়াতে ইসলামী। অন্য কোনো রাজনৈতিক দল এখনো এভাবে কার্যক্রম শুরু করতে পারেনি।
সোমবার (২৫ আগস্ট) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ট্রলি, হুইলচেয়ার ও চিকিৎসা সরঞ্জাম প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমাীর হামজা বলেন, “বিভিন্ন জায়গায় গুজব ছড়ানো হচ্ছে যে, জামায়াতে ইসলামী নির্বাচন পিছিয়ে দিতে চায়। অথচ সত্য হলো— দেশের নির্বাচনি কার্যক্রম জামায়াতই প্রথম শুরু করেছে। আমরা অন্য দলগুলোকেও আহ্বান করছি, মাঠে নেমে কাজ শুরু করুন।”
তিনি আরো বলেন, “পিআর পদ্ধতি শুধু জামায়াতের নয়, দেশের অধিকাংশ রাজনৈতিক দলই এ পদ্ধতি বাস্তবায়নের পক্ষে। পৃথিবীর ৯১টি দেশে এ পদ্ধতি চালু আছে এবং তারা এর সুফল পাচ্ছে। আমরা আশা করছি, যারা দায়িত্বে আছেন তারা বিষয়টি বিবেচনায় নেবেন।”
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা.
ঢাকা/কাঞ্চন/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫