নবীগঞ্জে ১৫ হাজার ঘনফুট সাদা বালু জব্দ
Published: 28th, August 2025 GMT
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে তোলা ১৫ হাজার ঘনফুট সাদা বালু (বিট বালু) জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার দীঘলবাগ ও ইনাতগঞ্জ ইউনিয়নের নদী এলাকায় অভিযান চালিয়ে ওই বালু জব্দ করা হয়। তবে ঘটনাস্থলে বালু উত্তোলনকারীদের পাওয়া যায়নি।
আরো পড়ুন:
মানিকগঞ্জে আইসক্রিমে কৃত্রিম রঙ, কারখানায় জরিমানা
গুদামে ভেজাল পণ্য মজুত, দুই লাখ টাকা জরিমানা
অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.
ইউএনও মো. রুহুল আমীন বলেন, “বালু উত্তোলনকারীরা আগেই পালিয়ে যান। তারা বালু তুলে বিক্রির জন্য স্তুপ করে রেখেছিলেন। এ বিষয়ে নজরদারি অব্যাহত থাকবে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। মূল হোতাদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জে কুশিয়ারা নদী থেকে দীর্ঘদিন ধরে সাদা বালু লুট হচ্ছে। প্রতিদিন দীঘলবাক, দুর্গাপুর, পাহাড়পুর ও পারকুল এলাকায় নদীর প্রায় ১০-১৫টি স্পট থেকে ড্রেজার মেশিনে বালু তোলা হয়। নদী থেকে তোলা বালু নদীর তীর ও কৃষিজমিতে স্তুপ করে রাখা হয়। এতে ব্যাপক নদীভাঙন দেখা দিচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি ও আশপাশের বাড়িঘর।
ঢাকা/মামুন/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা, আপনার আসনে কে
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পেয়েছেন, তার তালিকা প্রকাশ করেছে দলটি। জাতীয় সংসদের আসন ৩০০টি। এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসন জোট শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:
ঢাকায় বিএনপির মনোনয়ন পেলেন যারা
ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন মির্জা আব্বাস
দেখে নিন আপনার আসনে বিএনপির প্রার্থী কে
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ