জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংলগ্ন অবৈধ বাসস্ট্যান্ড অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে আয়োজিত মানববন্ধন থেকে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।

আরো পড়ুন:

ছাত্রীদের ‌‌‘যৌনকর্মী’ বলা ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার

জুনিয়র বৃত্তি পরীক্ষায় অষ্টম শ্রেণির ২৫ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে

শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের সামনে অবৈধভাবে গড়ে ওঠা বাসস্ট্যান্ড শুধু শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়নি, বরং শিক্ষার্থীদের সময় ও চলাচলের স্বাধীনতাও ক্ষতিগ্রস্ত করছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই বাসস্ট্যান্ড সরিয়ে নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জবি শাখার মুখ্য সংগঠক ফেরদৌস শেখ বলেন, “ক্যাম্পাসের সামনে এমন অবস্থা যে, নতুন কেউ এলে বিশ্ববিদ্যালয়কে বাসস্ট্যান্ড ভেবে বসবে। আমরা বারবার সরানোর দাবি জানালেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি। এবার আমরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। এর মধ্যে সমাধান না হলে আমরা রায় সাহেব বাজার মোড়ে আন্দোলনে নামব।”

বাগছাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সদস্য সচিব কিশোর সাম্য বলেন, “বিশ্ববিদ্যালয়ে নিরাপদে আসা-যাওয়ার নিশ্চয়তা রাষ্ট্র দিতে পারছে না। ক্যাম্পাসের সামনে মৃত্যু ফাঁদ তৈরি করে রাখা হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে সময় নষ্ট হচ্ছে। বাসগুলো বিশ্ববিদ্যালয়ের বাসকেও সাইড দেয় না। এটা শিক্ষার্থীদের জন্য হুমকি এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করছে। আমরা অবিলম্বে এই অবৈধ বাসস্ট্যান্ড সরানোর দাবি জানাই।”

ঢাকা/লিমন/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা, আপনার আসনে কে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পেয়েছেন, তার তালিকা প্রকাশ করেছে দলটি। জাতীয় সংসদের আসন ৩০০টি। এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসন জোট শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো পড়ুন:

ঢাকায় বিএনপির মনোনয়ন পেলেন যারা

ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন মির্জা আব্বাস

দেখে নিন আপনার আসনে বিএনপির প্রার্থী কে

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ