জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংলগ্ন অবৈধ বাসস্ট্যান্ড অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে আয়োজিত মানববন্ধন থেকে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।

আরো পড়ুন:

ছাত্রীদের ‌‌‘যৌনকর্মী’ বলা ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার

জুনিয়র বৃত্তি পরীক্ষায় অষ্টম শ্রেণির ২৫ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে

শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের সামনে অবৈধভাবে গড়ে ওঠা বাসস্ট্যান্ড শুধু শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়নি, বরং শিক্ষার্থীদের সময় ও চলাচলের স্বাধীনতাও ক্ষতিগ্রস্ত করছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই বাসস্ট্যান্ড সরিয়ে নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জবি শাখার মুখ্য সংগঠক ফেরদৌস শেখ বলেন, “ক্যাম্পাসের সামনে এমন অবস্থা যে, নতুন কেউ এলে বিশ্ববিদ্যালয়কে বাসস্ট্যান্ড ভেবে বসবে। আমরা বারবার সরানোর দাবি জানালেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি। এবার আমরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। এর মধ্যে সমাধান না হলে আমরা রায় সাহেব বাজার মোড়ে আন্দোলনে নামব।”

বাগছাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সদস্য সচিব কিশোর সাম্য বলেন, “বিশ্ববিদ্যালয়ে নিরাপদে আসা-যাওয়ার নিশ্চয়তা রাষ্ট্র দিতে পারছে না। ক্যাম্পাসের সামনে মৃত্যু ফাঁদ তৈরি করে রাখা হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে সময় নষ্ট হচ্ছে। বাসগুলো বিশ্ববিদ্যালয়ের বাসকেও সাইড দেয় না। এটা শিক্ষার্থীদের জন্য হুমকি এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করছে। আমরা অবিলম্বে এই অবৈধ বাসস্ট্যান্ড সরানোর দাবি জানাই।”

ঢাকা/লিমন/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ