নারী ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে। প্রথমবারের মতো আসরের প্রতিটি ম্যাচ পরিচালনা করবেন কেবল নারীরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রকাশিত আইসিসির অফিসিয়াল তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি। তিনি হবেন বিশ্বকাপে দায়িত্ব পাওয়া বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার।

আইসিসির চেয়ারম্যান জয় শাহ একে নারী ক্রিকেটের অগ্রযাত্রায় যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন। তার ভাষায়, “অল-উইমেন ম্যাচ অফিসিয়াল প্যানেল অন্তর্ভুক্তি কেবল নারীদের সাফল্যের পথ প্রশস্ত করবে না, বরং ক্রীড়াঙ্গনে লিঙ্গসমতার প্রতিচ্ছবিও তুলে ধরবে।”

আরো পড়ুন:

পাকিস্তান নারীদের বিশ্বকাপের দল ঘোষণা, জায়গা পেলেন নতুন মুখ

বদলে গেল নারী ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু

আগে কমনওয়েলথ গেমস ও দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে কেবল নারীদের দিয়েই ম্যাচ পরিচালনা হয়েছে। তবে ওয়ানডে বিশ্বকাপে এবারই প্রথম। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত এই আসর শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর, চলবে ২ নভেম্বর পর্যন্ত। রাজনৈতিক কারণে পাকিস্তান দল তাদের ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কলম্বোতে।

৩৪ বছর বয়সী সাথিরা বাংলাদেশের নারী ক্রিকেটের অন্যতম পথিকৃৎ। সাবেক অলরাউন্ডার হিসেবে খেলেছেন দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি। পরে খেলোয়াড়ি জীবন শেষে পা রাখেন কোচিং এবং আম্পায়ারিংয়ে। অল্প সময়েই নিজের যোগ্যতায় জায়গা করে নেন আন্তর্জাতিক অঙ্গনে। এরই মধ্যে তিনি নারী ক্রিকেটে ৮টি ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টিতে মাঠ ও টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয়, সম্প্রতি বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে ছেলেদের ম্যাচেও ছিলেন টিভি আম্পায়ার।

এবারের নারী বিশ্বকাপে প্রাইজমানিতেও বৈপ্লবিক পরিবর্তন এনেছে আইসিসি। নারীদের চ্যাম্পিয়নশিপের অর্থ পুরস্কার পুরুষদের সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের তুলনায় আরও বেশি ধরা হয়েছে।

৮ দলের এই টুর্নামেন্টে ৩৩ দিনে মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয়বারের মতো বাংলাদেশ নারী দলও লড়াইয়ে নামছে বিশ্বকাপে। আর মাঠে থেকে নজর কাড়বেন বাংলাদেশের ইতিহাস গড়া নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন র ট ট য় ন ট ব শ বক প ব শ বক প আম প য় র

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ