বিশ্বকাপে বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার জেসি
Published: 11th, September 2025 GMT
নারী ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে। প্রথমবারের মতো আসরের প্রতিটি ম্যাচ পরিচালনা করবেন কেবল নারীরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রকাশিত আইসিসির অফিসিয়াল তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি। তিনি হবেন বিশ্বকাপে দায়িত্ব পাওয়া বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার।
আইসিসির চেয়ারম্যান জয় শাহ একে নারী ক্রিকেটের অগ্রযাত্রায় যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন। তার ভাষায়, “অল-উইমেন ম্যাচ অফিসিয়াল প্যানেল অন্তর্ভুক্তি কেবল নারীদের সাফল্যের পথ প্রশস্ত করবে না, বরং ক্রীড়াঙ্গনে লিঙ্গসমতার প্রতিচ্ছবিও তুলে ধরবে।”
আরো পড়ুন:
পাকিস্তান নারীদের বিশ্বকাপের দল ঘোষণা, জায়গা পেলেন নতুন মুখ
বদলে গেল নারী ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু
আগে কমনওয়েলথ গেমস ও দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে কেবল নারীদের দিয়েই ম্যাচ পরিচালনা হয়েছে। তবে ওয়ানডে বিশ্বকাপে এবারই প্রথম। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত এই আসর শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর, চলবে ২ নভেম্বর পর্যন্ত। রাজনৈতিক কারণে পাকিস্তান দল তাদের ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কলম্বোতে।
৩৪ বছর বয়সী সাথিরা বাংলাদেশের নারী ক্রিকেটের অন্যতম পথিকৃৎ। সাবেক অলরাউন্ডার হিসেবে খেলেছেন দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি। পরে খেলোয়াড়ি জীবন শেষে পা রাখেন কোচিং এবং আম্পায়ারিংয়ে। অল্প সময়েই নিজের যোগ্যতায় জায়গা করে নেন আন্তর্জাতিক অঙ্গনে। এরই মধ্যে তিনি নারী ক্রিকেটে ৮টি ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টিতে মাঠ ও টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয়, সম্প্রতি বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে ছেলেদের ম্যাচেও ছিলেন টিভি আম্পায়ার।
এবারের নারী বিশ্বকাপে প্রাইজমানিতেও বৈপ্লবিক পরিবর্তন এনেছে আইসিসি। নারীদের চ্যাম্পিয়নশিপের অর্থ পুরস্কার পুরুষদের সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের তুলনায় আরও বেশি ধরা হয়েছে।
৮ দলের এই টুর্নামেন্টে ৩৩ দিনে মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয়বারের মতো বাংলাদেশ নারী দলও লড়াইয়ে নামছে বিশ্বকাপে। আর মাঠে থেকে নজর কাড়বেন বাংলাদেশের ইতিহাস গড়া নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন র ট ট য় ন ট ব শ বক প ব শ বক প আম প য় র
এছাড়াও পড়ুন:
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।
কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে প্রাথমিকভাবে বিএনপি নেতা ফজলুর রহমানের নাম ঘোষণা করেছে দলটি।
মির্জা ফখরুল বলেন, ‘‘আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে ভোটের মাঠে লড়বেন অ্যাডভোকেট ফজলুর রহমান। তবে, ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে।’’
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা/রাজীব