নারী ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে। প্রথমবারের মতো আসরের প্রতিটি ম্যাচ পরিচালনা করবেন কেবল নারীরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রকাশিত আইসিসির অফিসিয়াল তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি। তিনি হবেন বিশ্বকাপে দায়িত্ব পাওয়া বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার।

আইসিসির চেয়ারম্যান জয় শাহ একে নারী ক্রিকেটের অগ্রযাত্রায় যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন। তার ভাষায়, “অল-উইমেন ম্যাচ অফিসিয়াল প্যানেল অন্তর্ভুক্তি কেবল নারীদের সাফল্যের পথ প্রশস্ত করবে না, বরং ক্রীড়াঙ্গনে লিঙ্গসমতার প্রতিচ্ছবিও তুলে ধরবে।”

আরো পড়ুন:

পাকিস্তান নারীদের বিশ্বকাপের দল ঘোষণা, জায়গা পেলেন নতুন মুখ

বদলে গেল নারী ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু

আগে কমনওয়েলথ গেমস ও দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে কেবল নারীদের দিয়েই ম্যাচ পরিচালনা হয়েছে। তবে ওয়ানডে বিশ্বকাপে এবারই প্রথম। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত এই আসর শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর, চলবে ২ নভেম্বর পর্যন্ত। রাজনৈতিক কারণে পাকিস্তান দল তাদের ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কলম্বোতে।

৩৪ বছর বয়সী সাথিরা বাংলাদেশের নারী ক্রিকেটের অন্যতম পথিকৃৎ। সাবেক অলরাউন্ডার হিসেবে খেলেছেন দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি। পরে খেলোয়াড়ি জীবন শেষে পা রাখেন কোচিং এবং আম্পায়ারিংয়ে। অল্প সময়েই নিজের যোগ্যতায় জায়গা করে নেন আন্তর্জাতিক অঙ্গনে। এরই মধ্যে তিনি নারী ক্রিকেটে ৮টি ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টিতে মাঠ ও টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয়, সম্প্রতি বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে ছেলেদের ম্যাচেও ছিলেন টিভি আম্পায়ার।

এবারের নারী বিশ্বকাপে প্রাইজমানিতেও বৈপ্লবিক পরিবর্তন এনেছে আইসিসি। নারীদের চ্যাম্পিয়নশিপের অর্থ পুরস্কার পুরুষদের সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের তুলনায় আরও বেশি ধরা হয়েছে।

৮ দলের এই টুর্নামেন্টে ৩৩ দিনে মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয়বারের মতো বাংলাদেশ নারী দলও লড়াইয়ে নামছে বিশ্বকাপে। আর মাঠে থেকে নজর কাড়বেন বাংলাদেশের ইতিহাস গড়া নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন র ট ট য় ন ট ব শ বক প ব শ বক প আম প য় র

এছাড়াও পড়ুন:

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, ‘‘বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এই অবস্থা বজায় থাকলে খুব ভালোভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে।’’

সোমবার (৩ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার ও উপজেলা প্রকৌশলী আসিফ উল্লাহ।

ঢাকা/রতন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ