অক্ষয়-প্রিয়াঙ্কা কেন একসঙ্গে কাজ করেন না?
Published: 19th, September 2025 GMT
বলিউডের জনপ্রিয় তারকা জুটি অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়া। ২০০৩ সালে বলিউডে পা রাখেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপর বলিউডের সবচেয়ে জনপ্রিয় অনস্ক্রিন জুটিগুলোর একটি হয়ে ওঠেন প্রিয়াঙ্কা-অক্ষয়।
রোমান্টিক-ড্রামা ঘরানারা ‘আন্দাজ’, থ্রিলার ঘরানার ‘এতরাজ’, পারিবারিক গল্পের ‘ওয়াক্ত: দ্য রেস অ্যাগেইনস্ট টাইম’, ‘মুঝসে শাদি করোগে’ সিনেমায় এ জুটির রসায়ন আলাদাভাবে নজর কাড়ে। এ জুটির রসায়ন দর্শকরা যেমন পছন্দ করতেন, তেমনি নির্মাতারাও বিশ্বাস করতেন তারা বক্স অফিসে সফলতা ও স্মরণীয় অভিনয়—দুটো দিতেই সক্ষম। কিন্তু প্রিয়াঙ্কার সঙ্গে অক্ষয়ের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
আরো পড়ুন:
অভিনেতা হবে কুকুরের মতো, পূজা ভাটের নির্যাতন প্রসঙ্গে মুজাম্মেল
তারকাখচিত প্রিমিয়ারে শাহরুখ পুত্রের বিদেশি প্রেমিকা
প্রিয়াঙ্কা-অক্ষয়ের সিনেমার সাফল্যের পর দুই তারকার মাঝে প্রেমের সম্পর্ক রয়েছে—এমন গুজব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অক্ষয়ের স্ত্রী সাবেক বলিউড তারকা টুইঙ্কেল খান্না তাদের প্রেমকাহিনি শুনে রাগে ফেটে পড়েন; বাড়ি ছেড়ে যাওয়ার হুমকি দেন। বর্ষীয়ান সাংবাদিক পূজা সামন্তের মতে, নির্মাতা সুনীল দর্শন একবার বলেছিলেন—“অক্ষয়ের পরিবার এই গুজবগুলো নিয়ে অস্বস্তিতে ছিলেন। ফলে, প্রিয়াঙ্কার সঙ্গে আর কাজ না করার সিদ্ধান্ত নেন অক্ষয়, যার ফলে তাদের একসঙ্গে কাজ কমে যায়।”
পূজা সামন্ত বলেন, “আমি যখন সুনীল দর্শনের সাক্ষাৎকার নিয়েছিলাম ‘আন্দাজ টু’ সিনেমা নিয়ে। তখন তিনি বলেছিলেন যে, ‘অক্ষয় কুমার প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে আর কাজ করতে চান না। কারণ তাদের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে তার পরিবার আপত্তি জানিয়েছিল।’ তাই সে এগোয়নি। সে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে আর সিনেমা করেনি, খুব কমই করেছে।”
পরিচালক সুনীল দর্শন নির্মিত সিনেমা ‘বরসাত’। এটি ২০০৫ সালে মুক্তি পায়। সিনেমাটিতে অক্ষয়-প্রিয়াঙ্কাকে একসঙ্গে কাস্ট করতে নিষেধ করেছিলেন ‘খিলাড়ি’খ্যাত তারকা। এ বিষয়ে পরিচালক সুনীল দর্শন জানান, ‘বরসাত’ সিনেমার সময় অক্ষয় তাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন, প্রিয়াঙ্কা অথবা তাকে যেন বেছে নেওয়া হয়। সর্বশেষ সিনেমাটিতে অভিনয় করেননি অক্ষয়।
পরবর্তীতে ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন অক্ষয় কুমার। সেখানে নির্মাতা সুনীলের বক্তব্যগুলোকে অস্বীকার করেন অক্ষয়। এ অভিনেতা জানান, প্রিয়াঙ্কার সঙ্গে তার কোনো সমস্যা নেই। সঠিক সুযোগ আসলে আবারো প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করতে প্রস্তুত তিনি। বিষয়টি নিশ্চিত হতে প্রিয়াঙ্কাকে ফোন করারও প্রস্তাব দেন অক্ষয় কুমার। যদিও সেই অনুষ্ঠান থেকে প্রিয়াঙ্কাকে ফোন করা হয়নি।
অক্ষয় কুমার অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘জলি এলএলবি থ্রি’। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মুক্তি পাবে এটি। সুভাষ কাপুর নির্মিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন—আরশাদ ওয়ার্সি, হুমা কুরেশি, অমৃতা রাও প্রমুখ। তাছাড়া ‘ভূত বাংলা’ সিনেমার কাজ শেষ করেছেন। এখন অন্য একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন অক্ষয়।
প্রিয়াঙ্কা চোপড়ার হাতে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে ‘জাজমেন্ট ডে’ নামে একটি হলিউড সিনেমার শুটিং করছেন। ‘প্রিন্স অব টলিউড’খ্যাত জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুর ‘এসএসএমবি২৯’ সিনেমায় দেখা যাবে প্রিয়াঙ্কাকে। এটি পরিচালনা করছেন এসএস রাজামৌলি। তাছাড়া ‘কৃষ ফোর’ সিনেমায় অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শাহরুখের অজানা এই সাত তথ্য জানেন?
বলিউড বাদশা শাহরুখ খান। অভিনয় গুণে কোটি কোটি ভক্তের হৃদয়ে দোলা দিয়েছেন তিনি। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে যশ-খ্যাতি যেমন পেয়েছেন, তেমনি আয় করেছেন মোটা অঙ্কের অর্থও। রবিবার (২ নভেম্বর) ৬০ বছর পূর্ণ করে একষট্টিতে পা দেবেন এই তারকা। চলুন, বিশেষ এই দিনে শাহরুখ খানের অজানা সাতটি তথ্য জেনে নিই—
এক. ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন শাহরুখ খান। রোমান্টিক ঘরানার এ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন তিনি। সিনেমাটিতে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন শাহরুখ। কিন্তু সিনেমাটিতে শাহরুখ খানের চরিত্রে অভিনয় করার কথা ছিল তারকা পুত্র আরমান কোহলির। অভিজ্ঞ পরিচালক রাজ কুমার কোহলির রাগী ছেলে আরমান সিনেমাটির একটি শিডিউল শেষ করে পরিচালক রাজ কানওয়ারের সঙ্গে ঝগড়া করে সেট ছেড়ে চলে যান। প্রযোজকরা তখন তড়িঘড়ি করে একটি নতুন মুখ খুঁজতে থাকেন, যে চরিত্রটির সঙ্গে মানানসই। তারপর আরমানের চরিত্রটি রূপায়নের সুযোগ পান নবাগত শাহরুখ খান।
আরো পড়ুন:
পাকিস্তানের সন্ত্রাসী তালিকায় সালমান খান কেন?
নেচে প্রেমের গুঞ্জন উসকে দিলেন শাহরুখকন্যা
দুই. দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা কমল হাসানের ‘হে রাম’ সিনেমায় শাহরুখের চরিত্রের নাম ছিল আমজাদ খান। ‘শোলে’ সিনেমায় গব্বর সিংয়ের চরিত্রে অভিনয় করেন আমজাদ খান। তার নাম অনুসারে ‘হে রাম’ সিনেমার আমজাদ চরিত্রের নামকরণ করা হয়। কারণ কমল হাসান ও আমজাদ খানের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিলেন। এই সিনেমায় অভিনয়ের জন্য এক টাকাও পারিশ্রমিক নেননি শাহরুখ। এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেছিলেন—“কমল হাসানের মতো অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে কেউ টাকা নেয় না।”
তিন. শাহরুখ ও আমির খান কখনো একসঙ্গে কোনো সিনেমায় কাজ করেননি। তবে আমির খানের কাজিন মনসুর আলীর ‘জোশ’ সিনেমায় একসঙ্গে কাজ করার বিষয়টি প্রায় চূড়ান্ত হয়েছিল। মনসুর চেয়েছিলেন, সিনেমার গল্পে আমির খান ঐশ্বরিয়ার প্রেমিক চরিত্রে অভিনয় করুক। কিন্তু আমির চেয়েছিলেন, ঐশ্বরিয়ার জমজ ভাইয়ের চরিত্র। কিন্তু তা হয়নি। ফলে কাজটি ছেড়ে দেন আমির খান। সর্বশেষ পরিচালকের নির্ধারিত চরিত্রে (ম্যাক্স ডিয়াস অর্থাৎ ঐশ্বরিয়ার ভাই) অভিনয় করেন শাহরুখ খান।
চার. শাহরুখ খান প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে ছিলেন। সর্বশেষ ‘আর্মি’ সিনেমায় সেই সুযোগ হয়। যদিও সিনেমাটিতে ক্যামিও চরিত্রে (মেজর অর্জুন) অভিনয়ের সুযোগ পান, তারপরও এটি লুফে নেন শাহরুখ খান।
পাঁচ. ‘কয়লা’ সিনেমায় শঙ্কর চরিত্রে অভিনয় করেন শাহরুখ। চরিত্রটি ছিল বোবার। প্রথমে তার কোনো সংলাপই ছিল না। কিন্তু এ নিয়ে চলচ্চিত্র পরিবেশকরা আপত্তি জানান। তারা প্রশ্ন তুলেন—‘সুপারস্টারের মুখে একটি কথাও থাকবে না?’ তাই পরিচালক-প্রযোজক রাকেশ রোশান বাধ্য হয়ে স্বপ্নদৃশ্যে শাহরুখের কিছু সংলাপ যোগ করে দেন।
ছয়. বলিউড বাদশা শাহরুখ খান তার সব সহ-অভিনয়শিল্পীদেরই ভালোবাসেন। কিন্তু তার প্রিয় হলেন রাখি গুলজার। ‘করন অর্জুন’ সিনেমায় শাহরুখের মায়ের চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। শাহরুখ তাকে নিজের মায়ের মতোই ভালোবাসেন।
সাত. শাহরুখ খান অনেকবার নিজের নাম ভূমিকায় অভিনয় করেছেন। ১৯৯৮ সালে ‘আচানাক’ সিনেমায় প্রথমবার শাহরুখ চরিত্রে অভিনয় করেন। যদিও গোবিন্দ অভিনীত সিনেমাটিতে শাহরুখের ক্যামিও চরিত্র ছিল। এর দুই বছর পর এম. এফ. হোসেনের ‘গজ গামিনি’ সিনেমায় নিজের চরিত্রে অভিনয় করেন। এটিও ক্যামিও চরিত্র ছিল।
১৯৯৫ সালে শাহরুখ খানের সাংবাদিক বন্ধু সমর খান, শাহরুখের উপর একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন। তাতে শাহরুখ খান নিজের নামে অভিনয় করেন। ২০০৯ সালে জোয়া আখতারের ‘লাক বাই চান্স’, ২০১১ সালে নবাগত পরিচালক সাহিল সাংঘার ‘লাভ ব্রেকআপস জিন্দেগি’, ২০১০ সালে মকরন্দ দেশপান্ডের শাহরুখ বোলা ‘খুবসুরত হ্যায় তু’ সিনেমায় শাহরুখ নিজের নাম নিয়েই পর্দায় হাজির হন।
তথ্যসূত্র: বলিউড হাঙ্গামা
ঢাকা/শান্ত