অক্ষয়-প্রিয়াঙ্কা কেন একসঙ্গে কাজ করেন না?
Published: 19th, September 2025 GMT
বলিউডের জনপ্রিয় তারকা জুটি অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়া। ২০০৩ সালে বলিউডে পা রাখেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপর বলিউডের সবচেয়ে জনপ্রিয় অনস্ক্রিন জুটিগুলোর একটি হয়ে ওঠেন প্রিয়াঙ্কা-অক্ষয়।
রোমান্টিক-ড্রামা ঘরানারা ‘আন্দাজ’, থ্রিলার ঘরানার ‘এতরাজ’, পারিবারিক গল্পের ‘ওয়াক্ত: দ্য রেস অ্যাগেইনস্ট টাইম’, ‘মুঝসে শাদি করোগে’ সিনেমায় এ জুটির রসায়ন আলাদাভাবে নজর কাড়ে। এ জুটির রসায়ন দর্শকরা যেমন পছন্দ করতেন, তেমনি নির্মাতারাও বিশ্বাস করতেন তারা বক্স অফিসে সফলতা ও স্মরণীয় অভিনয়—দুটো দিতেই সক্ষম। কিন্তু প্রিয়াঙ্কার সঙ্গে অক্ষয়ের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
আরো পড়ুন:
অভিনেতা হবে কুকুরের মতো, পূজা ভাটের নির্যাতন প্রসঙ্গে মুজাম্মেল
তারকাখচিত প্রিমিয়ারে শাহরুখ পুত্রের বিদেশি প্রেমিকা
প্রিয়াঙ্কা-অক্ষয়ের সিনেমার সাফল্যের পর দুই তারকার মাঝে প্রেমের সম্পর্ক রয়েছে—এমন গুজব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অক্ষয়ের স্ত্রী সাবেক বলিউড তারকা টুইঙ্কেল খান্না তাদের প্রেমকাহিনি শুনে রাগে ফেটে পড়েন; বাড়ি ছেড়ে যাওয়ার হুমকি দেন। বর্ষীয়ান সাংবাদিক পূজা সামন্তের মতে, নির্মাতা সুনীল দর্শন একবার বলেছিলেন—“অক্ষয়ের পরিবার এই গুজবগুলো নিয়ে অস্বস্তিতে ছিলেন। ফলে, প্রিয়াঙ্কার সঙ্গে আর কাজ না করার সিদ্ধান্ত নেন অক্ষয়, যার ফলে তাদের একসঙ্গে কাজ কমে যায়।”
পূজা সামন্ত বলেন, “আমি যখন সুনীল দর্শনের সাক্ষাৎকার নিয়েছিলাম ‘আন্দাজ টু’ সিনেমা নিয়ে। তখন তিনি বলেছিলেন যে, ‘অক্ষয় কুমার প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে আর কাজ করতে চান না। কারণ তাদের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে তার পরিবার আপত্তি জানিয়েছিল।’ তাই সে এগোয়নি। সে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে আর সিনেমা করেনি, খুব কমই করেছে।”
পরিচালক সুনীল দর্শন নির্মিত সিনেমা ‘বরসাত’। এটি ২০০৫ সালে মুক্তি পায়। সিনেমাটিতে অক্ষয়-প্রিয়াঙ্কাকে একসঙ্গে কাস্ট করতে নিষেধ করেছিলেন ‘খিলাড়ি’খ্যাত তারকা। এ বিষয়ে পরিচালক সুনীল দর্শন জানান, ‘বরসাত’ সিনেমার সময় অক্ষয় তাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন, প্রিয়াঙ্কা অথবা তাকে যেন বেছে নেওয়া হয়। সর্বশেষ সিনেমাটিতে অভিনয় করেননি অক্ষয়।
পরবর্তীতে ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন অক্ষয় কুমার। সেখানে নির্মাতা সুনীলের বক্তব্যগুলোকে অস্বীকার করেন অক্ষয়। এ অভিনেতা জানান, প্রিয়াঙ্কার সঙ্গে তার কোনো সমস্যা নেই। সঠিক সুযোগ আসলে আবারো প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করতে প্রস্তুত তিনি। বিষয়টি নিশ্চিত হতে প্রিয়াঙ্কাকে ফোন করারও প্রস্তাব দেন অক্ষয় কুমার। যদিও সেই অনুষ্ঠান থেকে প্রিয়াঙ্কাকে ফোন করা হয়নি।
অক্ষয় কুমার অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘জলি এলএলবি থ্রি’। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মুক্তি পাবে এটি। সুভাষ কাপুর নির্মিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন—আরশাদ ওয়ার্সি, হুমা কুরেশি, অমৃতা রাও প্রমুখ। তাছাড়া ‘ভূত বাংলা’ সিনেমার কাজ শেষ করেছেন। এখন অন্য একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন অক্ষয়।
প্রিয়াঙ্কা চোপড়ার হাতে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে ‘জাজমেন্ট ডে’ নামে একটি হলিউড সিনেমার শুটিং করছেন। ‘প্রিন্স অব টলিউড’খ্যাত জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুর ‘এসএসএমবি২৯’ সিনেমায় দেখা যাবে প্রিয়াঙ্কাকে। এটি পরিচালনা করছেন এসএস রাজামৌলি। তাছাড়া ‘কৃষ ফোর’ সিনেমায় অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
যে ১০ কারণে স্বামী–স্ত্রীর মধ্যে বেশি ঝগড়া হয়
একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েই বিয়ে করেন দুজন ব্যক্তি; কিন্তু একসঙ্গে থাকতে শুরু করার পর সবচেয়ে আপন এই মানুষের সঙ্গেও নানা কারণে তৈরি হয় মতবিরোধ। এক কথা, দুই কথায় বাধে ঝগড়া। বয়োজ্যেষ্ঠদের মতে, স্বামী–স্ত্রীর ঝগড়া আসলে এক জায়গায় রাখা দুটি বাসনের ঠোকাঠুকির মতো। এগুলো জীবনেরই অংশ; কিন্তু এই ঠোকাঠুকি বাড়তে দিলেই বিপত্তি। তাই দাম্পত্য জীবনে ঝগড়া কমিয়ে আনতে চাইলে প্রথমে মতবিরোধের কারণগুলো খুঁজে বের করতে হবে। বিশ্বজুড়ে কী কারণে দাম্পত্যে ঝগড়া হয় বেশি, চলুন আগে সেটিই জেনে নেওয়া যাক।
১. বোঝাপড়ার অভাবনাবিলা ও রাফি (ছদ্মনাম) দুজনেই চাকরিজীবী। কর্মস্থল থেকে বাসায় ফিরে ক্লান্ত নাবিলা আশা করেন, স্বামী তাঁর কাছে জানতে চাইবেন সারা দিন কেমন কাটল। কিন্তু তা না করে চুপচাপ নিজের মনে ফোন স্ক্রল করেন রাফি।
স্বামীর এমন আচরণে কষ্ট পান নাবিলা। অন্যদিকে রাফি ভাবেন, সারা দিন কাজের পর স্ত্রীর হয়তো কথা বলতে ইচ্ছা করছে না, ও একটু নিজের মতো থাকুক। দুজনের চাওয়া ভিন্ন। এভাবে নিজের প্রত্যাশার কথা না জানিয়ে দিনের পর দিন কাটাতে থাকলে মনের ভেতর ক্ষোভ জমা হতে থাকে।
আবার বাসার বাড়তি বিল নিয়ে রাফি যখন চিন্তিত, সেটিকে পাত্তা না দিয়ে হেসে উড়িয়ে দিলেন নাবিলা। এভাবে অপর পক্ষকে কষ্ট দিতে না চেয়েও কষ্ট দিচ্ছেন তাঁরা। দাম্পত্য কলহ নিয়ে ৪০ বছরের বেশি সময় ধরে গবেষণা করা মার্কিন মনোবিজ্ঞানী জন গটম্যান জানান, ৬৯ শতাংশ বৈবাহিক দ্বন্দ্বের কারণ পারস্পরিক বোঝাপড়ার অভাব।
আরও পড়ুনধনীদের ৮টি অভ্যাস, যা মধ্যবিত্তদের চোখে ধরা পড়ে না১৬ সেপ্টেম্বর ২০২৫২. অর্থনৈতিক হিসাবএকজন বাইরে খেতে ভালোবাসেন, অন্যজন সঞ্চয়ে বিশ্বাসী। আর এতেই বাধে বিপত্তি। এ ছাড়া দুজনেই আয় করলে কে কোন খাতে ব্যয় করবেন, তা নিয়েও ঝগড়া করেন দম্পতিরা। দীর্ঘদিন ধরে দাম্পত্য বিচ্ছেদ নিয়ে পরামর্শ দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম।
অভিজ্ঞতার আলোকে এই আইনজীবী বলেন, ‘কেউ নিজের শখ পূরণ করতে গিয়ে অন্যের দিকটা ভাবছেন না, কেউ আবার নিজের ইচ্ছা–অনিচ্ছায় ক্রমাগত ছাড় দিয়েই যাচ্ছেন। সংসারে বারবার একপক্ষীয় অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া হলে যিনি ছাড় দিচ্ছেন, তাঁর মনে অসন্তুষ্টি তৈরি হয়, যা একসময় বড় ঝগড়ায় রূপ নেয়।’
এ ছাড়া ছোটখাটো অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে গিয়েও ঝগড়া করেন দম্পতিরা। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের গবেষণা বলছে, টাকাপয়সা নিয়ে ঝগড়া করা দম্পতিদের ৩০ শতাংশই সম্পর্কে খুশি থাকেন না।
৩. সময় না দেওয়াসঙ্গীকে সময় না দিলে দ্বন্দ্ব বাড়ে