এই অভিনেতা আর কেউ নন, আব্বাস। পশ্চিমবঙ্গের হাওড়ায় জন্ম হয়েছিল মির্জা আব্বাস আলীর। কলেজে পড়ার সময়, ১৯৯৪ সাল নাগাদ মডেলিং শুরু করেন। ১৯৯৬ সালে তিনি তামিল চলচ্চিত্র ‘কাধাল দেশম’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন, যা বাণিজ্যিক সাফল্য পায়, একই সঙ্গে সমালোচকদের মন জিতে নেয়। ঝুলিতে আসে একের পর এক ছবির অফার।

এরপর তেলেগু, তামিলে কয়েকটি জনপ্রিয় ছবিতে অভিনয় করেন। রাহুল রায়ের মতো ‘ওয়ান ফিল্ম ওয়ান্ডার’ ছিলেন না এই অভিনেতা। এই সব ছবিই দক্ষিণের বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। কমল হাসান ও শাহরুখ খান অভিনীত ‘হে রাম’-এ ছোট্ট একটি চরিত্রে অভিনয় করার পর আব্বাস সবচেয়ে বড় ব্রেক পান।

‘কান্ডুকোন্ডেইন কান্ডুকোন্ডেইন’ সিনেমার পোস্টার। আইএমডিবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৪ জুলাই থেকে শুরু হয়ে এ বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা ৩ অগাস্ট পর্যন্ত চলবে। ১০ থেকে ২১ অগাস্ট পর্যন্ত চলবে পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

কমিশন জানিয়েছে- পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হবে।

সম্পর্কিত নিবন্ধ