অভ্যুত্থানই সরকারের ম্যান্ডেট: এবি পার্টি
Published: 21st, January 2025 GMT
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, কেউ কেউ প্রশ্ন করেন এই সরকারের ম্যান্ডেট কী? সুস্পষ্টভাবে বলতে চাই অভ্যুত্থান নিজেই স্বতন্ত্র ম্যান্ডেট। জনগণ একটি অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার গঠন করেছে, যার ফলে এটি জনগণেরই সরকার।
মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে দলীয় মূল্যায়ন জানাতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
নির্বাচন কবে হতে পারে প্রশ্নে মজিবুর রহমান মঞ্জু বলেছেন, এবি পার্টি প্রথম নির্বাচনের সময়সীমা দুই বছরের কথা বলেছিল। ঘুরে ফিরে এখন সেই বিষয়টিই আলোচিত হচ্ছে।
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে বলেন, দ্বিকক্ষের আইনসভার জন্য বাংলাদেশ এখনও প্রস্তুত কি না ভাবতে হবে। অতীতের সরকারগুলো যত কমিশন গঠন করেছিলো, তার রিপোর্ট কখনো জনগণের সামনে আসেনি। এই প্রথম সরকার প্রতিবেদন জনগণের সামনে এসেছে। সংবিধানের মূলনীতিতে স্বাধীনতার ঘোষণাপত্রের আলোকে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারকে যুক্ত করায় কমিশনকে ধন্যবাদ।
সংবাদ সম্মেলনে বলা হয়, উন্নত রাষ্ট্রেও দ্বিকক্ষ সংসদে আইন পাসে জটিলতায় পড়তে হয়। তাই কক্ষ না করে, সংসদের নারীদের সংরক্ষিত ৫০ আসনের পাশাপাশি আরও ৫০ আসন পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও বিভিন্ন পেশাজীবীদের জন্য সংরক্ষিতের প্রস্তাব করেছিল এবি পার্টি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সরক র
এছাড়াও পড়ুন:
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবকে নিয়ে বাবুলের গণসংযোগ ও ৩১ দফার লিফলেট
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপ রেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।
রোববার (২ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আবু জাফর আহাম্মেদ বাবুলের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান হাবিব।
এদিন আবু জাফর আহাম্মেদ বাবুলের নেতৃত্বে শহরের মন্ডলপাড়া, বাবুরাইল, বেপারীপাড়া, দেওভোগ, আখড়া, জিউস পুকুর, নন্দীপাড়া, বোয়ালিয়া খালসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করা হয়।
এসময় বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণকালে আবু জাফর আহাম্মেদ বাবুল বাবুরাইলে একটি ক্রীড়া সংগঠনের ক্লাব উদ্বোধন করেন।
এরপর নাসিকের সাবেক প্যানেল মেয়র ওবায়েদ উল্লাহর বাসায় গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। লিফলেট বিতরণকালে হাবিবুর রহমান হাবিব বলেন, বাবুল ভাই আমার অত্যন্ত প্রিয়।
আমি আশা করি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব দিক বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নিবেন। জনগণ যাকে চাইবে যার ভেতরে দোষ ত্রুটি নেই এমন লোককে মনোনয়ন দেয়া হবে।
এবারের নির্বাচনে আমাদের বিরুদ্ধ ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করে জনগণকে নিয়ে যিনি পাশ করতে পারবে তাকে মনোনয়ন দেয়া হবে।
বাবুল ভাই আপনাদের নিয়ে কাজ করছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টিতেও আছেন। আশা করি দল তাকে মূল্যায়ন করবে।