গাজীপুরে বিচারকের বাসায় চুরি, আটক ৩
Published: 20th, October 2025 GMT
গাজীপুর মহানগরীর প্রাণকেন্দ্র আজিম উদ্দিন কলেজ রোডে সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকায় অতিরিক্ত দায়রা জজ আবু ইব্রাহীমের বাসভবন ‘গোধুলী’ থেকে বেশকিছু মালামাল চুরি হয়েছে।
গত শনিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে এ চুরির ঘটনায় সোমবার (২০ অক্টোবর) সকালে আদালতের নাজির বিল্লাল হোসেন পাটোওয়ারী বাদী হয়ে জিএমপি সদর মেট্রো থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করেছে।
মামলার এজাহারে বলা হয়েছে, গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন পূর্ব জয়দেবপুর সাকিনস্থ আজিম উদ্দিন কলেজ রোড সংলগ্ন সরকারি বাসভবন (গোধুলী) বাংলোতে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত মহানগর দায়রা জজ বাস করেন। সাপ্তাহিক ছুটির কারণে তিনি গত শনিবার বাসভবনে ছিলেন না। এ সুযোগে রাত সাড়ে ১১টা থেকে রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার মধ্যে গোধুলীর বারান্দার মূল ফটক ভেঙে অজ্ঞাত চোরেরা ভিতরে ঢোকে। তারা ওই বাংলো বাড়ির এসি, বৈদ্যুতিক তার, দুটি বাথরুমের বিভিন্ন ফিটিংস, তিনটি তরকারি কাটার চাকু, তিনটি সিরামিকের প্লেট, তিনটি বেসিনের পানির ট্যাপ, আলমারিতে থাকা কাপড় ও ব্যাগ, একটি প্রেসার কুকার, একটি রাইস কুকার, একটি ওভেন, একটি টর্চলাইট, বিভিন্ন ধরনের প্লাস্টিকের পানির পাইপ প্রভৃতি চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া দ্রব্যাদির মোট দাম ১ লাখ ১ হাজার ৫৫০ টাকা।
এজাহারে আরো উল্লেখ করা হয়, গত রবিবার সকাল পৌনে ১১টার দিকে অফিস সহায়ক আল আমিন ফকির ও অফিস সহায়ক আনিস গিয়ে দেখেন যে, গোধূলীর প্রধান ফটক ভাঙা। তখন অফিস সহায়কদ্বয় বিষয়টি বিচারককে জানান। পরে বিচারক বাসায় গিয়ে তা প্রত্যক্ষ করেন।
মামলার বাদী আদালতের নাজির বিল্লাল হোসেন পাটোওয়ারী বলেছেন, চুরির ঘটনায় গাজীপুর সদর মেট্রো থানায় অজ্ঞাতদের আসামি করে এটি মামলা দায়ের করা হয়েছে।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেছেন, চুরির ঘটনায় মামলা দায়ের করার পর অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা/রেজাউল/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দিল্লিতে সংসদ সদস্যদের বাসভবনে আগুন
ভারতের রাজধানী দিল্লিতে সংসদ সদস্যদের বাসভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় সময় শনিবার দুপুর ১টা ২০ মিনিটে দিল্লির বিডি মার্গের সংসদ সদস্যদের ব্রহ্মপুত্র আবাসনে আগুন লাগে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।
অগ্নিনির্বাপণ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দুপুর ২টা ১০ মিনিট নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে। গৃহস্থালির কোনো জিনিস থেকে এই আগুন ছড়িয়েছে বলে অনুমান করা হচ্ছে।
দিল্লি দমকল বিভাগের এডিও ভূপেন্দ্র বলেন, “দুপুর ১টা ২২ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গে ১৪টি ইঞ্জিন সেখানে পাঠানো হয়। আবাসনের নীচের তলায় আগুন লেগেছিল। সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের তীব্রতা বেশি থাকায় উপরের তলাও কিছু অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। কেউ হতাহত হননি।”
সংসদ ভবন থেকে ২০০ মিটার দূরে রয়েছে এই আবাসনটি। ২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বহুতলটির উদ্বোধন করেন।
তৃণমূল সংসদ সদস্য সাকেত গোখেল আগুন লাগার ঘটনাটি সম্পর্কে এক্স হ্যান্ডলে লিখেছেন, “দিল্লির বিডি মার্গের ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই বহুতলে রাজ্যসভার সদস্যরা থাকেন। সংসদ ভবন থেকে ২০০ মিটার দূরে এই অ্যাপার্টমেন্ট।”
ঢাকা/শাহেদ