কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে উপজেলা যুবদলের সদস্য সচিবসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের কালীপুর চরে সংঘর্ষ হয়।

এ ঘটনায় আজ সন্ধ্যায় অষ্টগ্রাম থানায় আহতের এক স্বজন অভিযোগ দায়ের করেন। পুলিশ এ ঘটনায় জড়িত তিন জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাউসারুল আলমের পরিবার কালীপুর চরের প্রায় চার একর জমি লিজ নিয়ে ৪০ বছর ভোগদখল করে আসছেন। সম্প্রতি এ জমি জোর করে দখলে নেওয়ার চেষ্টা করেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সাঈদ আহমেদ ও তার লোকজন। আজ সকালে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সালিশ হওয়ার কথা ছিল। সালিশে কাউসারুল আলমের পক্ষ হাজির হলেও সাঈদের লোকজন চলে যায় জমি দখল করতে। এতে কাউসারুল আলম পক্ষের লোকজন বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উপজেলা যুবদলের সদস্য সচিব আলী রহমানসহ উভয়পক্ষে অন্তত ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন:

সিলেটে তুচ্ছ ঘটনায় দু’ গ্রামের মধ্যে সংঘর্ষ

বাসাইলে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৫

তিনি আরো জানান, এ ঘটনায় আহতের স্বজনের অভিযোগ পেয়েছেন। তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।
 

ঢাকা/রুমন/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ স ঘর ষ উপজ ল ঘটন য়

এছাড়াও পড়ুন:

গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বাড়িতে ককটেল বিস্ফোরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আমল মাসঊদের বাড়িতে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার গভীর রাতে বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকায় তাঁর বাড়ির দরজার সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক প্রথম আলোকে বলেন, তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে তিনটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। তবে কে বা কারা এটি করেছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এ বিষয়ে লিখিত অভিযোগও কেউ করেনি। তাঁরা দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করছেন।

এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইফতিখারুল আমল মাসঊদের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি। তবে ঘটনার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, ‘ফ্যাসিবাদী অপশক্তির জুলুম-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। কোনো রক্তচক্ষুর ভয়ংকর হুমকি অন্যায়ের প্রতিবাদ করা থেকে বিরত রাখতে পারেনি। তবে তারা কখনো বাড়ি পর্যন্ত আসার ঔদ্ধত্য দেখাতে পারেনি। কিন্তু আজ আমার বাড়ির দরজায় গভীর রাতের অন্ধকারে হামলার সাহস দেখিয়েছে কাপুরুষের দল! এরা কারা? এদের শিকড়সহ উৎপাটনের দাবি জানাই।’

এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান ফেসবুকে লিখেছেন, ‘তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভেবেছিলাম বাড়ির গেটে কিংবা গেটের বাইরে। কিন্তু গিয়ে দেখলাম একেবারে বাড়িতে হামলা হয়েছে। গতকালই ওনার অসুস্থ বাবা হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় এসেছেন। জানি না শেষ কবে একজন শিক্ষকের বাড়িতে রাতের আঁধারে এভাবে সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা শঙ্কিত, স্তম্ভিত।’

এদিকে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে এ সমাবেশের আয়োজন চলছে।

সম্পর্কিত নিবন্ধ