চট্টগ্রাম পর্বের শেষ দিন: রংপুরের সামনে দুর্বল রাজশাহী
Published: 23rd, January 2025 GMT
সিলেটের পর বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষ হওয়ার পথে। বৃহস্পতিবার রংপুর রাইডার্স ও দুর্বার রাজশাহী এবং খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ দিয়ে শেষ হবে চট্টগ্রামের বিপিএল।
দুপুর দেড়টায় মাঠে নেমেছে রংপুর রাইডার্স ও দুর্বার রাজশাহী। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স। দুই দল এবারই প্রথম মুখোমুখি হচ্ছে।
টেবিল টপার রংপুর বিপিএলে ছুটছে দুর্বার গতিতে। অন্যদিকে নামেই কেবল দুর্বার রাজশাহী। আদতে ‘দুর্বল’ রাজশাহী ভালো করতে পারছে না কিছুতেই।
আরো পড়ুন:
আশা জাগিয়ে খুলনার হার, প্লে’অফের আরও কাছে বরিশাল
তামিম-মালানের গোল্ডেন ডাক, বিপর্যয়ের পর লড়াকু পুঁজি বরিশালের
নয় ম্যাচে মাত্র তিন জয় রাজশাহীর। অন্যদিকে রংপুর আট ম্যাচে আটতেই জিতে সবার আগে নিশ্চিত করেছে প্লে অফ। তাদের এখন লড়াইটা শীর্ষ এক-দুইয়ে থাকার।
সিলেটের মতো চট্টগ্রামে তেমন রান উৎসব হয়নি। তবে খেলা হয়েছে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ। কেননা এই মাঠের সীমানা ছিল আদর্শ ক্রিকেট মাঠে। সিলেটে মাঠের সীমানা ছিল একেবারেই ছোট। যা নিয়ে হয়েছিল প্রবল সমালোচনা।
সিলেটের বাউন্ডারির সীমানা দুই পাশে ছিল কেবল ৫৮-৬০ মিটার। সোজাসুজি ৬০-৬৩ মিটার। অথচ ক্রিকেট মাঠের আদর্শ সীমানা সোজাসুজি ৭০-৭২ মিটার। দুই পাশে ৬৫-৭০ মিটার। চট্টগ্রামের বাউন্ডারি ছিল একই রকম। সোজাসুজি ৭০ মিটার। পূর্ব পাশে ৬৯ মিটার। পশ্চিম পাশে ৬৭ মিটার।
শেষ দিনে ব্যাট-বলের উত্তাপ কতটা ছড়ায় সেটাই দেখার।
দুর্বার রাজশাহী একাদশ: তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, মোহাম্মদ হারিস, ইয়াসির আলী, আকবর আলী, রায়ান বার্ল, সানজামুল ইসলাম, মেহরব হাসান, সাব্বির হোসেন, মোহর শেখ ও শফিউল ইসলাম।
রংপুর রাইডার্স একাদশ: কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী, সাইফ হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, ইরফান শুক্কুর, নাহিদ রানা, রাকিবুল হাসান, ইফতেখার আহমেদ, খুশদীল শাহ, স্টিভেন টেইলর ও আকিফ জাভেদ।
চট্টগ্রাম/ইয়াসিন/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আক্কেলপুরের পেট্রলপাম্প থেকে চুরি যাওয়া ট্রাক পাওয়া গেল জয়পুরহাট শহরে
জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের একটি পেট্রলপাম্প থেকে চুরি হওয়ার এক দিন পর পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল–সংলগ্ন একটি পেট্রলপাম্পের সামনের সড়ক থেকে এটি উদ্ধার করা হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত মঙ্গলবার গভীর রাতে আক্কেলপুরে পৌর শহরের চার মাথা মোড়ের একটি পেট্রলপাম্প থেকে ট্রাকটি চুরি হয়। পরে গতকাল বুধবার বিষয়টি টের পান মালিক।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, আক্কেলপুরের ওই পেট্রলপাম্পে দীর্ঘদিন ধরে ট্রাক ও বাস রাখেন চালকেরা। গত মঙ্গলবার রাতে মেসার্স রেখা পরিবহন নামের একটি ট্রাক সেখানে রাখেন চালক হাসান আলী। গতকাল সকালে তিনি দেখেন, ট্রাকটি আর সেখানে নেই। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে ট্রাকটি চুরি করে নিয়ে যাচ্ছেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।
এ ঘটনায় ট্রাকটির মালিক মশিউর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেন। আজ সকালে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল এলাকায় উদয় পেট্রলপাম্পের সামনের সড়কে পরিত্যক্ত অবস্থায় ওই ট্রাক দেখতে পাওয়া যায়। মালিক সেখানে গিয়ে ট্রাকটি শনাক্ত করলে আক্কেলপুর থানা-পুলিশ সেটি জব্দ করে থানায় নিয়ে যায়।
মশিউর রহমান বলেন, ‘কে বা কারা আমার চুরি হওয়া ট্রাকটি জয়পুরহাট শহরের উদয় পেট্রলপাম্পের সামনে ফেলে রেখে চলে গেছে। পুলিশ গিয়ে ট্রাকটি নিয়ে গেছে।’