তোফাজ্জল হত্যাকাণ্ড আবরারের ঘটনাকেও হার মানায়
Published: 24th, January 2025 GMT
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ইসলামী ছাত্রশিবিরের কর্মী সন্দেহে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এর দায়ে বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড এবং পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বুয়েটের কয়েকশ’ গজ দূরেই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। একই ধরনের হত্যাকাণ্ড ঘটেছে সেখানে। মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। তোফাজ্জলকে কীভাবে হত্যা করা হয়েছে, তা উঠে এসেছে পুলিশের তদন্তে।
পুলিশ জানিয়েছে, তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা যেন আবরার হত্যাকাণ্ডকেও হার মানায়। তোফাজ্জলকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন ঢাবির কয়েকজন শিক্ষার্থী। তাদেরকেও ফাঁসাতে চেয়েছিলেন অভিযুক্তরা।
গত ১৮ সেপ্টেম্বর রাত পৌনে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন ১৯ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ। মামলাটি তদন্ত করে গত ৩০ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক মো.
আরো পড়ুন:
সন্ত্রাসীদের গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত
ফরিদপুরে চোখ তুলে নিয়ে যুবদল নেতাকে পিটিয়ে হত্যা
চার্জশিটভুক্ত আসামিরা হলেন—ঢাবির ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জালাল মিয়া; মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া; পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মো. মোত্তাকিন সাকিন; ভূগোল বিভাগের আল হোসেন সাজ্জাদ; ওই হলের আবাসিক শিক্ষার্থী আহসান উল্লাহ, ওয়াজিবুল আলম, ফিরোজ কবির, আব্দুস সামাদ, শাকিব রায়হান, ইয়াসিন আলী, ইয়ামুজ্জামান ইয়াম, ফজলে রাব্বি, শাহরিয়ার কবির শোভন, মেহেদী হাসান ইমরান, রাতুল হাসান, সুলতান মিয়া, নাসির উদ্দিন, মোবাশ্বের বিল্লাহ, শিশির আহমেদ, মহসিন উদ্দিন এবং আব্দুল্লাহহিল ক্বাফি। তাদের মধ্যে প্রথম ছয় জন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আগামী ২ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য রয়েছে।
চার্জশিটে তদন্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান উল্লেখ করেছেন, গত বছরের ১৮ সেপ্টেম্বর দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের মাঠে ক্রিকেট খেলা হয়। এ সময় ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থীদের ছয়টি মোবাইল ফোন চুরি হয়। এরপর সন্ধ্যায় ওই মাঠে ফুটবল খেলা শুরু হয়। খেলা পরিচালনা করছিলেন সুলতান মিয়া। ওই দিন রাত পৌনে ৮টার দিকে সুলতান মিয়ার পাশে বসেন তোফাজ্জল হোসেন। সুলতান মিয়া তাকে চোর হিসেবে সন্দেহ করেন।
একপর্যায়ে সুলতান মিয়া ক্ষিপ্ত হয়ে তোফাজ্জলকে ঘুষি ও লাথি মারেন। খেলার মাঠে থাকা ওয়াজিবুল, মেহেদী হাসান ইমরান, ইয়ামুজ্জামান ওরফে ইয়াম সেখানে জড়ো হন। তারা তোফাজ্জলকে ধরে ফজলুল হক মুসলিম হলের মূল ভবনের অতিথি কক্ষে নিয়ে যান।
ওই কক্ষে তোফাজ্জলকে এলোপাথারি চড়-থাপ্পড় মারেন সুলতান মিয়া, ইয়ামুজ্জামান ও মেহেদী হাসান ইমরান। কিছুক্ষণ পর সুমন মিয়া অতিথি কক্ষে এসে তোফাজ্জলকে এলোপাথারি চড়-থাপ্পড় মারেন। ভিকটিম খুবই ক্ষুধার্ত থাকায় কিল-ঘুষি খাওয়ার পরও আসামিদের কাছে ভাত খেতে চান। ওয়াজিবুল আলম, সুমন মিয়া ও ইয়ামুজ্জামান তাকে ফজলুল হক মুসলিম হলের ক্যান্টিনে নিয়ে ভাত খাওয়ান।
ভাত খাওয়ার সময় ক্যান্টিনে সামাদ হোসেন, মোত্তাকিন সাকিন শাহ, সাকিব রায়হান, রাতুল হাসান, ফিরোজ কবির, ফজলে রাব্বি ও নাছির উদ্দিন আসেন। তারা ক্যান্টিনে নিজেদের মধ্যে পরামর্শ করেন। তোফাজ্জলকে ভাত খাওয়ানোর পর ওয়াজিবুল, সুমন, সামাদ হোসেন, মোত্তাকিন, সাকিব রায়হান, ফজলে রাব্বি, ফিরোজ কবির, রাতুল হাসান, নাছির উদ্দিন তাকে ক্যান্টিন থেকে ফজলুল হক মুসলিম হলের দক্ষিণ ভবনের (এক্সটেনশন ভবন) অতিথি কক্ষে নিয়ে যান। সেখানে নেওয়ার পর দক্ষিণ এক্সটেনশন ভবন থেকে রাতুল হাসান স্ট্যাম্প নিয়ে দৌড়ে অতিথি কক্ষে আসেন। ইয়াম ও সাকিব রায়হান হলের সামনের মাঠ থেকে বাঁশের লাঠি নিয়ে সেখানে আসেন। মোত্তাকিন তোফাজ্জলের কাছ থেকে তার আত্মীয়-স্বজনের মোবাইল নম্বর চান। তোফাজ্জল তার ভাবি ও মামার নম্বর দেন।
মোত্তাকিন তোফাজ্জলের মামা আব্দুর রব মিয়ার সঙ্গে কথা বলেন। রব মিয়া জানান, তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে প্রকৃতির, তবে চোর নন।
মোত্তাকিন তার মোবাইল চুরি বাবদ ৩৫ হাজার টাকা দাবি করেন। আব্দুর রব মিয়া তা দিতে অস্বীকার করেন। এতে আসামিরা তোফাজ্জলের ওপর ক্ষিপ্ত হন এবং নিজেদের মধ্যে শলা-পরামর্শ করেন। মোত্তাকিন স্ট্যাম্প দিয়ে তোফাজ্জলের কাঁধে ও পিঠে বেধড়কভাবে পিটিয়ে গুরুতর জখম করেন। ইয়ামুজ্জামান বাঁশের লাঠি দিয়ে আঘাত করেন। সাকিব রায়হান বাঁশের লাঠি দিয়ে তোফাজ্জলের পায়ে ও উরুতে আঘাত করে রক্তাক্ত জখম করেন। সামাদ হোসেন ইয়ামুজ্জামানের কাছ থেকে বাঁশের লাঠি নিয়ে তোফাজ্জলের পায়ে ও উরুতে বেধড়ক পিটিয়ে জখম করেন। ফিরোজ কবির, ফজলে রাব্বি, রাতুল হাসান ও মেহেদী হাসান ইমরান স্ট্যাম্প দিয়ে হাতে, পায়ে ও পিঠে আঘাত করেন। নাসির উদ্দিনের মোবাইল ফোন চুরি হওয়ায় তিনিও তোফাজ্জলকে কাঠের লাঠি দিয়ে আঘাত করেন। খবর পেয়ে ইয়াছিন গাইন, মোবাচ্ছির বিল্লাহ, মহসিন উদ্দিন সাফি, শিশির আহমেদ ও মোবাশ্বের বিল্লাহ অতিথি কক্ষে আসেন। ইয়াছিন, মোবাচ্ছির, মহসিন, শিশির আহমেদ ও মোবাশ্বের বিল্লাহ স্ট্যাম্প দিয়ে তোফাজ্জলকে মারপিট করেন। সুমন মিয়া চড়-থাপ্পড় মারেন।
গণপিটুনির সংবাদ পেয়ে ওই হলের হাউজ টিউটর ড. জহির রায়হান, ড. মাহবুব আলম, ড. শফিউল আলম ও ড. আলমগীর হোসেন অতিথি কক্ষে এসে শিক্ষার্থীদের নিবৃত্ত করার চেষ্টা করেন। তবে, তারা হাউজ টিউটরের নিষেধ শোনেননি।
তদন্ত কর্মকর্তা জানান, তোফাজ্জল মার-পিটে নিস্তেজ হয়ে পড়েন। আসামিরা তাকে আবার ফজলুল হক মুসলিম হলের মূল ভবনের অতিথি কক্ষে নিয়ে যান। সেখানে নতুন করে তাদের সঙ্গে যোগ দেন জালাল মিয়া, আহসান উল্লাহ, সাজ্জাদ হোসেন, মেহেদী হাসান ইমরান, শাহরিয়া কবির শোভন ও আব্দুল্লাহিল কাফি। আসামিরা নিজেদের মধ্যে পরামর্শ করেন। জালালকে পেয়ে সবাই তোফাজ্জলকে মারার জন্য আরো উৎসাহ পান। জালাল মিয়া স্ট্যাম্প দিয়ে তোফাজ্জলের পায়ে, উরুতে, কোমরে ও পিঠে এলোপাথারি মারেন। তোফাজ্জলের ডান হাতের ওপর পা দিয়ে চাপ দিয়ে দাঁড়িয়ে থাকেন জালাল। তার এক হাতে রশি বেঁধে জানালার সঙ্গে লাগিয়ে স্ট্যাম্প দিয়ে বেদম পেটানো হয়। আহসান উল্লাহ স্ট্যাম্প দিয়ে মারপিট করে হাঁটুসহ সারা শরীর রক্তাক্ত করেন। সাজ্জাদ হোসেন বাইরে থেকে গাছের ডাল ভেঙে নিয়ে আসেন। ডাল দিয়ে সারা শরীরে পেটানো হয়। জালাল ও সাজ্জাদ স্ট্যাম্প ভিকটিমের হাতের ওপর রেখে পা দিয়ে চাপ দেন। তোফাজ্জলের পায়ে রক্ত বের হলে আসামিরা কাপড় দিয়ে পা বাঁধেন। মুত্তাকিন ও সাকিন বিল্লাহ স্ট্যাম্প দিয়ে কাঁধে ও পিঠে বেধড়ক পেটান। ওয়াজিবুল আলম, শাহরিয়ার কবির শোভন ও আব্দুল্লাহিল কাফি চড়-থাপ্পড় ও লাখি মারেন। সুমন মিয়া কাচি দিয়ে তোফাজ্জলের মাথার চুল কেটে দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের গাড়ি ফজলুল হক মুসলিম হলে আসলে হাউজ টিউটর ড. জহির রায়হান ও ড. মাহবুব আলম, ড. শফিউল আলম ও ড. আলমগীর হোসেন তোফাজ্জলকে চিকিৎসার জন্য গাড়িতে তুলে দিতে বলেন। তবে আসামিরা তাকে গাড়িতে না দিয়ে সময়ক্ষেপণ করেন। তোফাজ্জল অচেতন হয়ে পড়লে মোত্তাকিন, সাজ্জাদ হোসেন, ওয়াজিবুল আলম ও সুমন মিয়াসহ হাউজ টিউটর ড. জহির রায়হান ও ড. মাহবুব আলম ও ড. আলমগীর হোসেন তাকে প্রক্টরিয়াল টিমের গাড়িতে করে শাহবাগ থানায় নিয়ে যান। থানা পুলিশ ভিকটিমের অবস্থা খুবই খারাপ দেখে চিকিৎসার পরামর্শ দেয়। আসামিরা তোফাজ্জলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
আসামিরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তোফাজ্জল হোসেনকে বেধরকভাবে পিটিয়ে হত্যা করেছেন বলে চার্জশিটে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা।
এদিকে, ওয়াজিবুল আলম, মোত্তাকিন সাকিন, সাজ্জাদ হোসেন ও সুমন মিয়া আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রকি, সাকলাইন, রাশেদ কামাল অনিক, রোবটিক সোহাগ, পারভেজ, আশরাফ মুন্সি, আবু রায়হান ও রিয়াদের নাম বলেন। তবে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি।
এ বিষয়ে চার্জশিটে তদন্ত কর্মকর্তা বলেছেন, ঘটনার দিন রাশেদ কামাল অনিক তোফাজ্জলকে উত্তেজিত ছাত্রদের হাত থেকে রক্ষা করার জন্য হলের অতিথি কক্ষে নিয়ে যান। তোফাজ্জল ক্ষুধার্ত থাকায় রকি তাকে ভাত খাওয়ানোর জন্য ক্যান্টিনে নিয়ে যান। ঘটনার পরের দিন ১৯ সেপ্টেম্বর থানায় মামলা হলে দুপুর ২টার সময় আবু রায়হান, রোবটিক সোহাগ, পারভেজ ফজলুল হক মুসলিম হলের বাইরের দুটি গেট বন্ধ করে দেন যেন কোনো অপরাধী পালাতে না পারেন এবং রকি, সাকলাইন, আশরাফ, রিয়াদ বিশ্ববিদ্যালয়ের তদন্ত টিমের কাছে ওয়াজিবুল আলম, মোত্তাকিন সাকিন, সাজ্জাদ হোসেন ও সুমন মিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দেন। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে রাশেদ কামাল অনিক, রকি, সাকলাইন, রোবটিক সোহাগ, পারভেজ, আশরাফ মুন্সি, আবু রায়হান ও রিয়াদের নামে অভিযোগ করেন বলে তদন্তে জানা গেছে। এজন্য রাশেদ কামাল অনিক, রকি, সাকলাইন, রোবটিক সোহাগ, পারভেজ, আশরাফ মুন্সি, আবু রায়হান ও রিয়াদকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১৮ সেপ্টেম্বর রাত পৌনে ৮টায় এক যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের গেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র তাকে আটক করে প্রথমে ফজলুল হক মুসলিম হলের মূল ভবনের অতিথি কক্ষে নিয়ে যান। মোবাইল ফোন চুরির অভিযোগ করে তারা ওই যুবককে এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারেন। জিজ্ঞাসাবাদে ওই যুবক তার নাম তোফাজ্জল বলে জানান। তোফাজ্জল মানসিক রোগী বুঝতে পেরে তাকে হলের ক্যান্টিনে নিয়ে খাবার খাওয়ানো হয়। এরপর তাকে হলের দক্ষিণ ভবনের গেস্ট রুমে নিয়ে জানালার সঙ্গে হাত বেঁধে স্ট্যাম্প, হকিস্টিক ও লাঠি দিয়ে উচ্ছৃঙ্খল কিছু ছাত্র বেধড়ক মারধর করলে তিনি অচেতন হয়ে পড়েন। তোফাজ্জলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে।
এর কয়েকদিন পর ২৫ সেপ্টেম্বর ফজলুল হক মুসলিম হলে প্রভোস্ট অধ্যাপক শাহ মুহাম্মদ মাসুমসহ ১৫ জনের বিরুদ্ধে নিহতের ফুফাতো বোন মোসা. আসমা আক্তার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালতে মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ ঘটনায় বিশ্ববিদ্যায় কর্তৃপক্ষের দায়ের করা মামলার সঙ্গে এ মামলা একইসঙ্গে তদন্তের নির্দেশ দেন।
এ মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জালাল মিয়া, সুমন মিয়া, ফিরোজ কবির, আবদুস সামাদ, মোত্তাকিন সাকিন শাহ, আল হোসাইন সাজ্জাদ, ওয়াজিবুল আলম, আহসান উল্লাহ, ফজলে রাব্বি, ইয়ামুস জামান, রাশেদ কামাল অনিক, শাহরিয়ার কবির শোভন, মেহেদী হাসান ইমরান ও মো. সুলতানকে আসামি করা হয়।
ঢাকা/মামুন/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হ স ন ইমর ন ত ফ জ জলক স মন ম য় কর ছ ন র জন য ত কর ন র শ কর ভবন র আলম ও আশর ফ
এছাড়াও পড়ুন:
মাসিক না হওয়ার কারণ
মেনোপজের আগে মাসিক বন্ধ হয়ে যাওয়ার কারণ
গর্ভধারণ ও স্তন্যদান।
জন্মনিয়ন্ত্রণের জন্য পিল কিংবা অন্যান্য দীর্ঘমেয়াদি পদ্ধতি ব্যবহার।
অতিরিক্ত কম বা বেশি ওজন, অতিরিক্ত ভারী ব্যায়াম কিংবা অতিরিক্ত মানসিক চাপ।
থাইরয়েড হরমোনের ঘাটতি কিংবা আধিক্য, পলিসিস্টিক ওভারি সিনড্রোম কিংবা অন্য যেসব রোগের কারণে হরমোনের তারতম্য হয়।
ডিম্বাশয়ের টিউমার কিংবা ডিম্বাশয় বা জরায়ুতে কোনো অস্ত্রোপচার।
উচ্চ রক্তচাপ, অ্যালার্জি, বিষণ্নতা এবং অন্যান্য মানসিক সমস্যায় ব্যবহৃত ওষুধ।
কেমোথেরাপি, রেডিওথেরাপি।
ডিঅ্যান্ডসির (ডায়ালেশন ও কিউরেটেজ নামের একটি অস্ত্রোপচারপদ্ধতি) মাধ্যমে গর্ভপাত।
আরও পড়ুনমাসিকের সময় তলপেটে ব্যথা হয় কেন? ২৩ এপ্রিল ২০২৫কৈশোরে মাসিক শুরু না হওয়ার কারণনির্দিষ্ট বয়সে পৌঁছেও যাঁর মাসিক শুরু হয়নি, তাঁর জন্য কারণটা হতে পারে জিনগত। নারীর জন্য প্রয়োজনীয় হরমোনগুলোকে নিয়ন্ত্রণ করে যেসব গ্রন্থি, সেসবের অস্বাভবিকতাও থাকতে পারে কারও কারও ক্ষেত্রে। যোনিপথ বা অন্যান্য প্রজনন অঙ্গের গঠনগত ত্রুটিও থাকতে পারে।
কত দিন মাসিক না হওয়া অস্বাভাবিকদু–এক মাস যদি মাসিক না হয়, তাতে ভয়ের কিছু নেই। কত দিন মাসিক না হওয়া অস্বাভাবিক, অর্থাৎ কখন নেবেন চিকিৎসকের পরামর্শ, জেনে নেওয়া যাক।
১৪ বছর বয়সে পৌঁছেও যদি কারও মাসিক শুরু না হয় এবং বয়ঃসন্ধির অন্য কোনো চিহ্নও না দেখা যায়।
বয়ঃসন্ধির অন্যান্য চিহ্ন থাকলে অবশ্য ১৬ বছর পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে। এ ক্ষেত্রে ১৬ বছরে পৌঁছে মাসিক না হলে বিষয়টিকে অস্বাভাবিক ধরে নিতে হবে।
যাঁর নিয়মিত মাসিক হয়, তাঁর যদি অন্তত তিন মাস মাসিক বন্ধ থাকে, তাহলে সেটির কারণ খুঁজতে হবে।
যাঁর মাসিক অনিয়মিত, তাঁর ক্ষেত্রে অন্তত ছয় মাস মাসিক বন্ধ থাকলে সেটিকে অস্বাভাবিকভাবে মাসিক বন্ধ হওয়া বলে ধরে নিতে হবে।
আরও পড়ুনঅনিয়মিত মাসিক কেন হয়২৫ জুলাই ২০২৩যদি থাকে অস্বাভাবিকতাএকজন নারীর সুস্থতার জন্য নিয়মিত মাসিক হওয়া খুবই জরুরি। যদি মাসিকে অস্বাভাবিকতা দেখা দেয়, অস্বাভাবিকভাবে মাসিক বন্ধ থাকে কিংবা অনিয়মিত মাসিক হয়, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কারণটা খুঁজে বের করবেন। সে অনুযায়ীই হবে চিকিৎসা।
কারও মাসিক বন্ধ থাকার চিকিৎসার ক্ষেত্রে জীবনধারার পরিবর্তন গুরুত্বপূর্ণ। কারও প্রয়োজন হরমোন থেরাপি। অল্প কিছু ক্ষেত্রে সার্জারি বা শল্যচিকিৎসার প্রয়োজন হতে পারে।
আরও পড়ুনমেয়েকে মাসিক সম্পর্কে কীভাবে জানাবেন০৫ সেপ্টেম্বর ২০২৩