‘ছাত্রদলের হামলায়’ পণ্ড স্বেচ্ছাসেবী সংগঠনের অনুষ্ঠান
Published: 25th, January 2025 GMT
যশোরের বাঘারপাড়া উপজেলায় ছাত্রদলের নেতাকর্মীর হামলায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পণ্ড হওয়ার অভিযোগ উঠেছে। এতে আহত হয়েছেন তিনজন। শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। মারধর ও হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, বিকেলে বাঘারপাড়া উপজেলা পরিষদ চত্বরে ‘বাঘারপাড়া সমাজকল্যাণ ক্লাব’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে কেক কাটা ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণের আয়োজন রাখা হয়। এতে প্রধান অতিথি থাকার কথা ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন সরকারের।
ক্লাব সভাপতি নাফিস খান লিটনের অভিযোগ, অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাফিস ইকবাল ঈসার নেতৃত্বে ছাত্রদলের ১৫-২০ নেতাকর্মী সেখানে হামলা চালায়। এতে সংগঠনটির তিন সদস্য আহত হন। তারা একটি মোটরসাইকেলও ভাঙচুর করেছে।
লিটন জানান, হামলায় আহত তিনজন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে মৌখিকভাবে জানানো হয়েছে। মামলার প্রস্তুতিও চলছে।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাফিস ইকবাল ঈসা বলেন, ‘হামলার ঘটনা শুনেছি। তবে ছাত্রদলের কোনো নেতা সেখানে উপস্থিত ছিলেন না। এমনকি আমিও কয়েক দিন যশোরের বাইরে। হামলার ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত নয়।’
বাঘারপাড়া থানার ওসি আব্দুল আলীম জানান, ঘটনা শুনে পুলিশ তাৎক্ষণিক ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় রাত পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও শোভন সরকার বলেন, অনুষ্ঠানে যাওয়ার আগে আমার কাছে খবর আসে, বিশৃঙ্খলা হচ্ছে। এ সময় আমি আমার কার্যালয়েই ছিলাম। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে পরিবেশ শান্ত করে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ছ ত রদল র ন ত কর উপজ ল
এছাড়াও পড়ুন:
কুড়িগ্রামে সারের দাবিতে সড়কে কৃষকদের বিক্ষোভ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন কৃষকরা। এসময় তারা উপজেলা কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করেন।
রবিাবর (১৪ সেপ্টেম্বর) দুপুরে ২টার দিকে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করেন কৃষকরা। একপর্যায়ে তারা ভূরুঙ্গামারী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার তৌহিদকে অবরুদ্ধ করেন। বিকেল ৫টার দিকে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্রের আশ্বাসে অবরোধ তুলে নেন কৃষকরা।
আরো পড়ুন:
বাগেরহাটে হরতাল কর্মসূচিতে পরিবর্তন
ফরিদপুরে মহাসড়ক ও রেলপথ অবরোধ, ভোগান্তি চরমে
আন্দোলনরত কৃষকরা জানান, তীব্র সার সংকট দেখা দিয়েছে। রোপা আমন ধানে সার দিতে না পেরে ক্ষতির মুখে পড়ছেন তারা।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, কৃষকরা বিকেল ৫টার দিকে অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ইউএনও দীপ জন মিত্র জানান, কৃষকরা কেন সার পাচ্ছেন না, সেটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/বাদশাহ/মাসুদ