ভোটার হালনাগাদের ৬ শর্ত পূরণে বিড়ম্বনায় স্থানীয়রা
Published: 26th, January 2025 GMT
ভোটার হালনাগাদের ছয়টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এসব শর্ত পূরণে নানামুখী সমস্যায় পড়তে হচ্ছে ভোটারদের। এর মধ্যে প্রাসঙ্গিক ক্ষেত্রে কাবিননামার শর্ত পূরণে সবচেয়ে বেশি বিড়ম্বনার কথা জানিয়েছেন ভোটার ও গণনাকারীরা।
নির্বাচন কমিশন কর্তৃক নতুন ভোটার হওয়ার জন্য বেঁধে দেওয়া শর্তগুলো হলো– জন্ম নিবন্ধনের ফটোকপি, মা-বাবার আইডি কার্ডের ফটোকপি, শিক্ষাগত সনদের ফটোকপি (ছাত্রছাত্রীদের ক্ষেত্রে), বিদ্যুৎ বিলের কপি, কাবিননামার ফটোকপি (বিবাহিতদের জন্য প্রযোজ্য) ও নাগরিক সনদ।
ভোট গণনাকারীরা জানান, সারাদেশের ন্যায় তাহিরপুর উপজেলায় জানুয়ারির ২০ তারিখ থেকে ভোট হালনাগাদকরণের কাজ শুরু হয়েছে। চলবে ফেব্রুয়ারির ৩ তারিখ পর্যন্ত। উপজেলায় এ বছর ৭টি ইউনিয়নে ভোট হালনাগাদ করতে ১৭ জন সুপারভাইজার এবং ৭৬ জন ভোট গণনাকারী নিয়োগ দিয়েছে উপজেলা নির্বাচন অফিস। ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন সুপারভাইজার
ও গণনাকারীরা। শর্ত হিসেবে জুড়ে দেওয়া ৬টির
মধ্যে বিশেষ করে কাবিননামার কপি দিতে ভোটাররা হয়রানির শিকার হচ্ছেন। এতে করে সমস্যায় পড়তে হচ্ছে তথ্য সংগ্রহকারীদেরও।
ভাটি তাহিরপুর গ্রামের নারী ভোটার জোহা আক্তার জানান, তাঁর বাবার বাড়ি জামালগঞ্জ উপজেলায়।
তিনি ভোটার হতে গিয়ে প্রয়োজনীয় সব কাগজপত্র মেলাতে পারলেও কাবিননামা আনার জন্য যেতে হবে
সেই জামালগঞ্জে।
ঠাকুরহাটি গ্রামের মান্না মিয়া জানান, তিনি ভোটার হতে গিয়ে তাঁর নাগরিক সনদপত্র পাওয়ার জন্য তিন দিন ধরে ইউনিয়ন পরিষদে ঘোরাঘুরি করছেন। ইউনিয়ন পরিষদে সচিব না থাকার কারণে তিনি নাগরিক সনদপত্র সংগ্রহ করতে পারছেন না।
ভোট গণনাকারী তাহিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসেন আহমদ জানান, বিগত সময়ে ভোট হালনাগাদ করতে ভোটারদের শুধু নাম-ঠিকানা, অনেক ক্ষেত্রে আইডি কার্ড দেখেই তালিকায় নাম তোলা হয়েছে। এ বছর ভোট হালনাগাদ করতে ৬টি শর্ত আরোপ করায় ভোটারদের নানামুখী বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
তাহিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ভোটার হালনাগাদ করতে ৬ শর্তের মধ্যে শিক্ষা সনদের ক্ষেত্রে যারা এসএসসি পাস করেছে তাদের বেলায় সনদ প্রয়োজন হবে। যারা পাস করেননি তাদের বেলায় প্রযোজ্য নয়। কাবিননামার বিষয়ে তিনি জানান, অনেক ক্ষেত্রে ভোটারের বাবা-মায়ের ঠিকানা অন্য উপজেলাতে হয়। ভোটার হতে চায় তাহিরপুর উপজেলাতে। সে ক্ষেত্রে কাগজপত্র মেলানোর জন্য কাবিননামা চাওয়া হয়; অন্যদের বেলায় কাবিননামা প্রয়োজন হবে না।
উৎস: Samakal
কীওয়ার্ড: ক ব নন ম র গণন ক র র জন য উপজ ল
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইটি অফিসার পদে নিয়োগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) আইটি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (QAC) অধীনে এই নিয়োগ দেওয়া হবে।
পদের নাম: আইটি অফিসারপদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম সিজিপিএ–৩.০০ (৪.০০ স্কেলে)–সহ চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। একাডেমিক জীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকা যাবে না।
প্রাসঙ্গিক ক্ষেত্রে (যেমন কোয়ালিটি অ্যাসিওরেন্স, একাডেমিক প্রশাসন, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন বা ডেটা অ্যানালাইসিস) স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে পূর্ণকালীন তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুনপ্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ৪১ মিনিট আগেবয়সসীমাসর্বোচ্চ ৪০ বছর।
বেতন–ভাতাআলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
আবেদন প্রক্রিয়াআগ্রহী প্রার্থীদের স্বাক্ষরিত আবেদনপত্রের সঙ্গে বিস্তারিত সিভি, সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে জমা দিতে হবে।
আরও পড়ুনইউরোপে পাইলটদের বেতন কোন দেশে কত ৮ ঘণ্টা আগেআবেদনের ঠিকানা
পরিচালক,
ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ),
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।
আবেদনের শেষ তারিখ১৩ নভেম্বর ২০২৫