বন্দরে প্রতারনা ও অর্থ আত্মসাত মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আওলাদ হোসেন প্রদীপ (৪৮) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আওলাদ হোসেন প্রদীপ বন্দর  থানার ফরাজিকান্দা ঢালীবাড়ি এলাকার আমান উল্লাহ ঢালী মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃত প্রতারক আওলাদ হোসেন ঢালীকে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী ৬নং আদালতে দায়েরকৃত ৩৪৪/২০২৪ইং নং পিটিশন মামলার ওয়ারেন্টে বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত বুধবার (২৯ জানুয়ারী)  রাতে বন্দর থানার ফরাজিকান্দা এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


পিটিশন মামলার  তথ্যসূত্রে জানা গেছে, বন্দর থানার ফরাজিকান্দা এলাকার হাজী সামসুদ্দিন মিয়ার ছেলে ব্যবসায়ী আমিনুল ইসলাম গত ১৯/২/২০২৪ ইং সালে একই থানার ফরাজিকান্দা ঢালিবাড়ি এলাকার আমান উল্লাহ ঢালী ছেলে আওলাদ হোসেন ওরফে প্রদীপ ঢালী নিকট থেকে বন্দর থানাধীন মদনগঞ্জ 'ম' খন্ড যৌজাস্থিত। সি.

এস-১৪৬, এস,এ-৪০৯ ও আর,এস-৮০৬নং খতিয়ানের এস,এ-১৮২ ও আর, এল-৫৫১নং দাগের ৪ শতাংশ নাল জমি ২৪ লাখ টাকা মূল্য র্নিধারন করে নগদ ৪ লাখ প্রদান করে  একটি বায়না দলিল করে।  পরে ১২/০৪/২০২৪ইং, ০১/০৫/২০২৪ইং ০৮/০৬/২০১৪ইং,০৫/১১/২০২৪ইংসহ সর্বশেষ১৫/১১/২০২৪ইং তারিখে আমার নিকট থেকে আরো ১৮ লাখ টাকাসহ সর্বমোট ২২ লাখ টাকা হাতিয়ে নিয়ে জায়গা রেজিস্ট্রি করে না দিয়ে প্রতারনার মাধ্যমে ২২ লাখ টাকা আত্মসাত করে। এ ঘটনায় বিজ্ঞ আদালতে একটি পিটিশন মামলা দায়ের করলে পুলিশ গত বুধবার রাতে ফরাজিকান্দা ঢালীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রতারক আওলাদ হোসেন ওরফে প্রদীপ ঢালীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

১১ নাটক নিয়ে শিল্পকলায় চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’

জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ১১ দলের ১১টি নতুন প্রযোজনা নিয়ে শিল্পকলা একাডেমিতে চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’। জাতীয় নাট্যশালায় গত ৩১ জুলাই শুরু হওয়া এই নাট্যোৎসব চলবে ৮ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ উৎসবে নাট্যরূপে উঠে আসছে ইতিহাস, আন্দোলন ও সময়ের গল্প।
উৎসবের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’। তীরন্দাজ রেপার্টরি প্রযোজিত নাটকটির রচনা ও নির্দেশনায় দীপক সুমন। গতকালই ছিল এ নাটকের উদ্বোধনী প্রদর্শনী। সাপ্তাহিক ছুটির দিনে মঞ্চস্থ নতুন এ নাটক নিয়ে আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃষ্টি উপেক্ষা করে উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি ছিল। দর্শকদের অনেকেই বলছেন, এই নাটকে যেন এক নাগরিকের নির্জনতা, এক প্রেমিকের না-পাওয়া, এক বিপ্লবীর বিষণ্নতা আর এক সাধারণ মানুষের অসহায়তা একসূত্রে বাঁধা পড়েছে।

জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন ছিল। ছবি:শিল্পকলা একাডেমি

সম্পর্কিত নিবন্ধ