বন্দরে প্রতারনা ও অর্থ আত্মসাত মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আওলাদ হোসেন প্রদীপ (৪৮) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আওলাদ হোসেন প্রদীপ বন্দর  থানার ফরাজিকান্দা ঢালীবাড়ি এলাকার আমান উল্লাহ ঢালী মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃত প্রতারক আওলাদ হোসেন ঢালীকে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী ৬নং আদালতে দায়েরকৃত ৩৪৪/২০২৪ইং নং পিটিশন মামলার ওয়ারেন্টে বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত বুধবার (২৯ জানুয়ারী)  রাতে বন্দর থানার ফরাজিকান্দা এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


পিটিশন মামলার  তথ্যসূত্রে জানা গেছে, বন্দর থানার ফরাজিকান্দা এলাকার হাজী সামসুদ্দিন মিয়ার ছেলে ব্যবসায়ী আমিনুল ইসলাম গত ১৯/২/২০২৪ ইং সালে একই থানার ফরাজিকান্দা ঢালিবাড়ি এলাকার আমান উল্লাহ ঢালী ছেলে আওলাদ হোসেন ওরফে প্রদীপ ঢালী নিকট থেকে বন্দর থানাধীন মদনগঞ্জ 'ম' খন্ড যৌজাস্থিত। সি.

এস-১৪৬, এস,এ-৪০৯ ও আর,এস-৮০৬নং খতিয়ানের এস,এ-১৮২ ও আর, এল-৫৫১নং দাগের ৪ শতাংশ নাল জমি ২৪ লাখ টাকা মূল্য র্নিধারন করে নগদ ৪ লাখ প্রদান করে  একটি বায়না দলিল করে।  পরে ১২/০৪/২০২৪ইং, ০১/০৫/২০২৪ইং ০৮/০৬/২০১৪ইং,০৫/১১/২০২৪ইংসহ সর্বশেষ১৫/১১/২০২৪ইং তারিখে আমার নিকট থেকে আরো ১৮ লাখ টাকাসহ সর্বমোট ২২ লাখ টাকা হাতিয়ে নিয়ে জায়গা রেজিস্ট্রি করে না দিয়ে প্রতারনার মাধ্যমে ২২ লাখ টাকা আত্মসাত করে। এ ঘটনায় বিজ্ঞ আদালতে একটি পিটিশন মামলা দায়ের করলে পুলিশ গত বুধবার রাতে ফরাজিকান্দা ঢালীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রতারক আওলাদ হোসেন ওরফে প্রদীপ ঢালীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

নতুন বাংলাদেশ গড়তে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এ জন্য তিনি শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবসমূহ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

আজ বৃহস্পতিবার মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাদের প্রথম কাজ হলো শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আশু করণীয় নিয়ে যাত্রা শুরু করা। এরপর পর্যায়ক্রমে প্রতিটি সুপারিশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে।’

‘শ্রমিক মালিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে’ স্লোগানকে সামনে রেখে এবারের মে দিবস পালিত হচ্ছে। বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পাঁচ শ্রমিকের পরিবারের হাতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক তুলে দেন।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহম্মদ প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হাংবোর একটি ভিডিও বার্তা প্রচার করা হয়।

সম্পর্কিত নিবন্ধ