যুক্তরাষ্ট্রে জনবহুল এলাকায় বিমান বিধ্বস্ত, হতাহতের শঙ্কা
Published: 1st, February 2025 GMT
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ছয়জন আরোহী নিয়ে একটি ছোট বিমান জনবহুল এলাকায় বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় বিমানটির সব আরোহী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বাড়িঘর ও যানবাহনে আগুন ধরে যাওয়ায় অনেকে আহত হয়েছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার একটি আবাসিক এলাকায় এয়ার অ্যাম্বুলেন্স বা রোগী বহনকারী বিমান বিধ্বস্ত হয়ে বিস্ফোরণে আগুন ধরে যায়।
আরো পড়ুন:
কুখ্যাত গুয়ানতানামো বন্দিশালা সম্প্রসারণে ট্রাম্পের নির্দেশ, টার্গেট অভিবাসী
যুক্তরাষ্ট্রে বিমান-হেলিকপ্টার সংঘর্ষ, ১৯ মরদেহ উদ্ধার
মেডিকেল বিমান সংস্থা জেট রেসকিউ এয়ার অ্যাম্বুলেন্স রয়টার্স ও অন্যান্য মার্কিন সংবাদমাধ্যমকে জানিয়েছে, বিমানটিতে চারজন ক্রু সদস্য, একজন শিশু রোগী ও রোগীর সহকারী ছিলেন।
সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, এই মুহূর্তে কেউ বেঁচে আছে কি না আমরা নিশ্চিত করতে পারছি না।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো দুর্ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে এটিকে ‘ভয়াবহ বিমান বিপর্যয়’ বলে অভিহিত করেছেন।
পেনসিলভানিয়া শহরের ঘনবসতিপূর্ণ অঞ্চলে অবস্থিত তিনতলা শপিং সেন্টার রুজভেল্ট মল থেকে মাত্র কয়েক ব্লক দূরে এই দুর্ঘটনাটি ঘটে। যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে সেখানে বাড়িঘর ও দোকানপাট রয়েছে।
ফিলাডেলফিয়ার মেয়র চেরেল পার্কার বলেছেন, বিমানটি শহরের জনবহুল অংশে আছড়ে পড়ার পর মাটিতে কতজন মারা গেছে তা এখনো কর্মকর্তারা নিশ্চিত করতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই দুর্ঘটনায় একট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাস্তায় বিমানের জ্বলন্ত ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ায় বেশ কিছু গাড়ি পুড়ে গেছে।
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যানুসারে, মেড জেটস কোম্পানির পরিচালিত লিয়ারজেট৫৫ বিমানটি স্থানীয় সময় প্রায় সাড়ে ৫টার দিকে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং চার মাইলেরও কম দূরে বিধ্বস্ত হয়।
এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “ফিলাডেলফিয়ায় বিমান বিধ্বস্ত হওয়ার খবর অত্যন্ত দুঃখজনক। আরও নিরীহ প্রাণ হারাল। আমাদের উদ্ধারকর্মীরা সর্বাত্মকভাবে কাজ করছে।”
ওয়াশিংটন ডিসিতে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের মাত্র দুই দিন পর পেনসিলভানিয়ায় বিমান দুর্ঘটনা ঘটল। ওয়াশিংটনে গত বুধবার ওই দুর্ঘটনায় উভয় বিমানের ৬৭ জন আরোহীর সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ৪০টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর দ র ঘটন ঘটন য়
এছাড়াও পড়ুন:
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে ব্যবসায়ীদের প্রতি বাণিজ্য উপদেষ্টার আহ্বান
পাকিস্তান ও বাংলাদেশ জনবহুল দেশ হওয়া সত্ত্বেও দুদেশের মধ্যে যে বাণিজ্য তা প্রত্যাশিত নয়। কাঙ্ক্ষিত বাণিজ্য লক্ষ্য অর্জনে দুদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
সোমবার ঢাকায় একটি হোটেলে পাকিস্তান-বাংলাদেশ বিজনেস ফোরাম-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
অনুষ্ঠানে শেখ বশিরউদ্দীন বলেন, পাকিস্তান-বাংলাদেশ বিজনেস ফোরাম দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক শক্তিশালী এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বাণিজ্য সংস্থাগুলির মধ্যে সংযোগ স্থাপন, বাণিজ্য প্রসার এবং বিনিয়োগের সুযোগ অন্বেষণের প্ল্যাটফর্ম হিসেবে এটি কাজ করবে। এ সময় তিনি দুদেশের জনগণের মধ্যে সংযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, পাকিস্তান ও বাংলাদেশ জনবহুল দেশ হওয়া সত্ত্বেও দুদেশের মধ্যে যে বাণিজ্য তা প্রত্যাশিত নয়। কাঙ্ক্ষিত বাণিজ্য লক্ষ্য অর্জনে দুদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। দুই দেশের মধ্যে শুল্ক ও অশুল্ক বাধা নিয়ে আলোচনার পাশাপাশি সেগুলো কীভাবে যৌক্তিক করা যায় সেটি আমাদের বের করতে হবে।
অনুষ্ঠানে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার করতে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সঙ্গে পাকিস্তান রেডিমেড গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (পিআরজিএমইএ) সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
বিজিএমইএ-এর পক্ষে প্রশাসক ও বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন এবং পিআরজিএমইএ ভাইস চেয়ারম্যান আমির রিয়াজ ছোট্টানি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ, এফবিসিসিআইর প্রশাসক মো. হাফিজুর রহমান ও বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম উপস্থিত ছিলেন।