ছবি: প্রথম আলো

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যাত্রাবাড়ীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্ত্রীর পর এবার স্বামীর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর এক বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ স্ত্রীর মৃত্যুর কয়েক ঘণ্টা পর স্বামীর মৃত্যু হয়েছে। তাদের তিন বছরের মেয়ের অবস্থাও বেশ আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

বুধবার রাত পৌনে ২টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে একটি ছয়তলা বাড়ির নিচতলায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে আগুনে ঝলসে যায় ইতি আক্তার (৩০), তার স্বামী রিপন (৪০) ও তাদের তিন বছরের মেয়ে রাফিয়া।

স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ১টার দিকে মারা যান ইতি। এর কয়েক ঘণ্টা পর বিকেলে তার স্বামীর মৃত্যুর খবর আসে।

আরো পড়ুন:

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এসিড নিক্ষেপ, দগ্ধ ৩

কেরাণীগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, আজ বিকেল সোয়া ৫টার দিকে রিপনের মৃত্যু হয়।

শাওন বলেন, “আগুনে শ্বাসনালিসহ ইতি আক্তারের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়। তার স্বামী রিপনের শরীরের ৭০ শতাংশ ও তাদের মেয়ে রাফিয়ার শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়।”

এ বিষয়ে নিহত রিপনের প্রতিবেশী তাসলিমা মনি জানান, গতকাল রাতে বিকট শব্দের সঙ্গে ইতিদের বাড়ি থেকে চিৎকারের শব্দ পান তিনি। ছুটে গিয়ে দেখেন, ইতি, তার স্বামী ও তাদের তিন বছরের মেয়ে রাফিয়ার শরীর আগুনে ঝলসে গেছে।বাড়ির দরজা-জানলা ভেঙে গেছে। অন্যদের সহায়তায় তখনই তিনি তাদের হাসপাতালে নিয়ে আসেন।

বিস্ফোরণের কারণ সম্পর্কে তাসলিমা বলেন, “ধারণা করা হচ্ছে, ইতিদের বাড়ির সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস জমে যায়। রাতে মশার কয়েল জ্বালানোর সময় বিস্ফোরণটি ঘটে।”

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ