একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে কবি ও কথাশিল্পী সালাহ উদ্দিন মাহমুদের গল্পগ্রন্থ ‘বিষণ্ন সন্ধ্যা কিংবা বিভ্রম’। বইটি প্রকাশ করছে কিংবদন্তী পাবলিকেশন। প্রচ্ছদ করেছেন সাদিয়া তারান্নুম। এটি সালাহ উদ্দিন মাহমুদের পঞ্চম গল্পগ্রন্থ এবং ১৫তম বই।

‘বিষণ্ন সন্ধ্যা কিংবা বিভ্রম’ বইটিতে মোট ১৩টি গল্প স্থান পেয়েছে। গল্পসমূহ হলো-‘বিষণ্ন সন্ধ্যা কিংবা বিভ্রম’, ‘হালিমে আঙুলের হদিস’, ‘জলের ভেতর অনল’, ‘রবিতনের অন্তিম সংযম’, ‘নুন আনতে জীবন ফুরায়’, ‘একটি মসজিদের ইতিবৃত্ত’, ‘কাঁচ ভাঙা স্বপ্ন’, ‘আঁচলে বাঁধা চিরকুট’, ‘আদিম লালসার খদ্দের’, ‘কলেরাকালের দিনলিপি’, ‘অন্ধকারের শেষ সীমান্তে’, ‘মায়ের হাতের মলিদা’ এবং ‘মুঠোফোন এবং মমতাময়ী মা’।

প্রকাশক অঞ্জন হাসান পবন জানান, সালাহ উদ্দিন মাহমুদের গল্প বরাবরই জীবনের কথা বলে। নানাবিধ সংকট উঠে আসে তার লেখনীতে। তার গল্পে ভালোবাসা, হিংসা, মানবিকতা, জীবনযুদ্ধ, রহস্য, নিম্নবিত্ত জীবন, স্বপ্ন, সম্ভাবনা, প্রবৃত্তি, হতাশা এবং জীবন-স্মৃতি মিলেমিশে একাকার হয়ে যায়। আশা করি এবারের গল্পগুলোও পাঠকের হৃদয়কে স্পর্শ করবে।

আরো পড়ুন:

বইমেলায় ওয়ালিদ আহমেদের দুই বই

বইমেলায় নতুন উপন্যাস ‘তিতাসের বুনো হাঁস’ 

গল্পগ্রন্থ সম্পর্কে সালাহ উদ্দিন মাহমুদ বলেন, “দুই বছর বিরতির পর নতুন গল্পগ্রন্থ প্রকাশিত হলো। বইটির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। বইটি বইমেলায় কিংবদন্তী পাবলিকেশনের ৭৫-৭৬-৭৭ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। একই সঙ্গে দেশের অনলাইন বুকশপগুলোতেও পাওয়া যাচ্ছে।”

ঢাকা/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বইম ল বইম ল

এছাড়াও পড়ুন:

নোয়াখালীতে পলাতক আওয়ামী লীগ নেতাকে আশ্রয় দেওয়ায় তাঁতী দলের নেতা বহিষ্কার

নোয়াখালীর হাতিয়া উপজেলায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিনকে নিজ বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগে জাতীয়তাবাদী তাঁতী দলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত মোহাম্মদ সৈকত উপজেলার বুড়িরচর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি ছিলেন। আজ শুক্রবার বিকেলে জেলা তাঁতী দলের সদস্যসচিব মোরশেদ আলম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে জেলা তাঁতী দলের আহ্বায়ক ইকবাল করিম সোহেল ও সদস্যসচিব মোরশেদ আলমের যৌথ স্বাক্ষরিত চিঠিতে বহিষ্কারের আদেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ সৈকতকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন পর্যায়ে কমিটি মূল্যায়নে ব্যর্থ হওয়ায় হাতিয়া উপজেলা তাঁতী দলের দক্ষিণ কমিটিকে সতর্ক করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামে সৈকতের বাড়ি থেকে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিনকে গ্রেপ্তার করে হাতিয়া থানা–পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়। আলাউদ্দিন ও মোহাম্মদ সৈকত সম্পর্কে ফুফা–ভাগনে।

এ বিষয়ে মোহাম্মদ সৈকত প্রথম আলোকে বলেন, ‘আমাদের বাড়িতে অনেকগুলো পরিবার থাকে। আমি ব্যবসার কাজে দিনের বেশির ভাগ সময় বাইরে থাকি। আলাউদ্দিন কখন বাড়িতে এসেছেন, তা আমার জানা নেই। আমাদের ঘর থেকে তাঁর শ্বশুরদের ঘর অনেক দূরে। উদ্দেশ্যমূলকভাবে আমাকে জড়ানো হয়েছে।’

নোয়াখালী জেলা তাঁতী দলের সদস্যসচিব মোরশেদ আলম বলেন, আওয়ামী লীগের পলাতক নেতাকে আত্মগোপনে থাকার সুযোগ করে দেওয়ায় মোহাম্মদ সৈকতকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি উপজেলার দক্ষিণাঞ্চলের তাঁতী দল কমিটিকেও সতর্ক করা হয়েছে।

আরও পড়ুনহাতিয়ায় শ্বশুরবাড়িতে পালিয়ে থাকা সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার৩১ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ