দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সবচেয়ে পুরোনো সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতিতে (বিসিএস) ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (ই-ক্যাব) প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আদেশে বলা হয়েছে, প্রশাসক ১২০ দিনের মধ্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবে। তবে ১২০ দিন পার হয়ে গেলেও এখনো কোনো নির্বাচনের ঘোষণা আসেনি। দুই সংগঠনই বলছে, সময় বাড়ানো হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০ আগস্ট বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) কার্যনির্বাহী কমিটির সব সদস্য একযোগে পদত্যাগ করেন। এরপর ২ সেপ্টেম্বর এক তলবি সভার মাধ্যমে স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামকে অন্তর্বর্তীকালীন আহ্বায়ক নির্বাচিত করা হয়। এ সভায় বিসিএসের বেশ কয়েকজন সাবেক সভাপতিসহ সদস্যদের অনেকেই উপস্থিত ছিলেন। সমিতির এ সিদ্ধান্ত অনুমোদনের জন্য পরিচালক, বাণিজ্য সংগঠনে (ডিটিও) পাঠানো হয়। তবে ডিটিও বিষয়টি অনুমোদন করেনি। পরে সংগঠনে প্রশাসক নিয়োগের অফিস আদেশ দেওয়া হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর বিসিএসে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাহিদ আফরোজকে প্রশাসক নিয়োগ করা হয়। এই প্রশাসকের দায়িত্ব ছিল ১২০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা। কিন্তু ডিসেম্বরের ২৪ তারিখে সময়সীমা অতিক্রম করলেও এখন পর্যন্ত নির্বাচন আয়োজনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

নাহিদ আফরোজকে আজ রোববার মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি একটু বাইরে আছি, ৩০ মিনিট পরে ফোন দেন।’ এরপর ৩০ মিনিট পরে তাঁকে ফোন দিলে তিনি আর ফোন ধরেননি। এর আগে ৮ ফেব্রুয়ারি বিসিএসের সভা ডাকলেও সেটি স্থগিত করা হয়।

স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘আমাদের এখানে অনেক ভুতুড়ে সদস‍্য রয়েছেন, যাঁদের কোনো কাগজপত্র ঠিক নেই। সেগুলোকে আমরা বাদ দিতে বলেছি। কিন্তু সেটাও সম্ভব হয়নি। আমরা বলেছি, যেহেতু লোকবল কম, তাহলে বিসিএসের একটা সহায়ক কমিটি করে দিতে।’

এদিকে একই অবস্থা ই–ক্যাবেও। ই-ক্যাবের ২০২২-২৪ মেয়াদের পরিচালনা পর্ষদের সভাপতির পদ থেকে শমী কায়সার পদত্যাগ করেন ১৩ আগস্ট। এরপর ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (ই-ক্যাব) সরকার প্রশাসক নিয়োগ দিয়েছে গত বছরের ১১ সেপ্টেম্বর। তখন বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলীকে ই-ক্যাবের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত বুধবার তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা খুব দ্রুতই নির্বাচনের তফসিল ঘোষণা করব আশা করছি, আগামী রোববার ঘোষণা হতে পারে।’

১২০ দিন বেঁধে দেওয়ার পরেও কেন এত দেরি হলো, এই প্রশ্নের জবাবে মুহাম্মদ সাঈদ আলী আরও বলেন, ‘এটা এক্সটেন্ড করা হয়েছে, মানে সময়টা বাড়ানো হয়েছে। আশা করছি কোনো জটিলতা না থাকলে রোববারই তফসিল ঘোষণা হবে।’

এ ব্যাপারে আজ রোববার আবার প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আগামী মে মাসের প্রথম সপ্তাহে ই-ক্যাবের নির্বাচন অনুষ্ঠিত হবে।’ তবে বিস্তারিত তফসিল এখনো ঘােষণা করা হয়নি।

ই-ক্যাবের সদ্যবিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন বলেন, একজন ব‍্যবসায়ীই একজন ব‍্যবসায়ীর পালস বুঝবেন। যেহেতু এটা বাণিজ্য সংগঠন, সেহেতু একটা নির্বাচনের মাধ্যমে তাঁদের হাতেই ছেড়ে দেওয়া উচিত।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ১২০ দ ন ব স এস প রথম স গঠন

এছাড়াও পড়ুন:

নাজমুলই থাকছেন টেস্ট অধিনায়ক

গত জুনে টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন নাজমুল হোসেন। এরপর বাংলাদেশ আর টেস্ট খেলেনি। মাঝে নানা ঘটনাপ্রবাহের পর সিদ্ধান্ত পাল্টেছেন নাজমুল, টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে যেতে রাজি হয়েছেন তিনি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ২০২৫-২০২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের শেষ পর্যন্ত টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল।

২০২৩ সালে প্রথমবারের মতো টেস্ট দলের নেতৃত্ব পান নাজমুল। এখন পর্যন্ত তিনি ১৪টি টেস্ট ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর অধীনে বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে ওদেরই মাঠে দুটি টেস্ট জিতেছে। সব মিলিয়ে নাজমুলের নেতৃত্বে ৪ টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ, ড্র করেছে ১টি, হেরেছে ৯টি।

গত বছর তিন সংস্করণেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাজমুল। টি-টোয়েন্টিতে ব্যাট হাতে সময় ভালো না যাওয়ায় এ বছরের শুরুতে সেই সংস্করণের নেতৃত্ব থেকে নিজেই সরে যান। এরপর গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে হুট করেই নাজমুলকে ওয়ানডে নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়। এই ঘটনার রেশ ধরে নাজমুল টেস্ট সংস্করণের অধিনায়কত্বও ছাড়ার ঘোষণা দিয়েছিলেন।

বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন

সম্পর্কিত নিবন্ধ

  • চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা
  • ‘দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব’
  • বিলাসবহুল প্রমোদতরিতে খুন, এরপর...
  • ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত
  • শাহরুখকে ‘কুৎসিত’ বলেছিলেন হেমা মালিনী, এরপর...
  • প্রথম দেখায় প্রেম নাকি ঝগড়া? আসছে ইয়াশ–তটিনীর ‘তোমার জন্য মন’
  • জেমিনিতে যুক্ত হলো গুগল স্লাইডস তৈরির সুবিধা, করবেন যেভাবে
  • নড়াইলে ৩ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ
  • রোহিতের পর কোহলির রেকর্ডও কাড়লেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়
  • নাজমুলই থাকছেন টেস্ট অধিনায়ক