অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে ফের জুটি বেঁধে অভিনয় করেছেন ভারতের দক্ষিণী সিনেমার ভার্সেটাইল অভিনেত্রী সাই পল্লবী। তেলেগু ভাষার এ সিনেমা নির্মাণ করেন চান্দু মন্ডেটি। গত ৭ ফেব্রুয়ারি ১ হাজার ৭০০ পর্দায় মুক্তি পায় সিনেমাটি।

সিনেমাটি মুক্তির পর পাইরেসির কবলে পড়ে। দর্শক-সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। তারপরও বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। ওঠানামা করছে আয়ের গ্রাফ। গত ৪ দিনে কত টাকা আয় করেছে এই সিনেমা?

বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘থান্ডেল’ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ২০.

৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে ১৬ কোটি রুপি, তৃতীয় দিনে ১৪ কোটি রুপি, চতুর্থ দিনে ৭ কোটি রুপি। ৪ দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫৭.৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৮০ কোটি ৪৮ লঅখ টাকার বেশি)।   

আরো পড়ুন:

মুক্তির পর সাই পল্লবী-নাগার সিনেমা ফাঁস

দাম বাড়ালেন সাই পল্লবী

স্যাকনিল্ক জানিয়েছে, ৪ দিনে ‘থান্ডেল’ ভারতে আয় করেছে ৪২.৬ কোটি রুপি, বিদেশে আয় করেছে ১০ কোটি রুপি। ৪ দিনে বিশ্বব্যাপী আয় করেছে ৫২.৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭৩ কোটি ৬২ লাখ টাকার বেশি)।  

চলতি বছরে তেলেগু ভাষার ৪টি সিনেমা মুক্তি পেয়েছে। প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকার শীর্ষে ‘গেম চেঞ্জার’ (৯০ কোটি রুপি), চতুর্থ অবস্থানে রয়েছে ‘থান্ডেল’।

কার্তিক নামে স্থানীয় এক যুবকের বাস্তব ঘটনা নিয়ে গড়ে উঠেছে ‘থান্ডেল’ সিনেমার কাহিনি। ঘটনাটি ২০১৮ সালে ঘটেছিল। দুই বছর ব্যয় করে সিনেমাটির চিত্রনাট্য প্রস্তুত করেন নির্মাতা। কার্তিক নামে যুবকের চরিত্র রূপায়ন করছেন নাগা। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৭৫ কোটি রুপি।

ঢাকা/শান্ত

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ