এবার জ্যোতিদের দায়িত্বে দেশি কোচ
Published: 11th, February 2025 GMT
বাংলাদেশ জাতীয় (পুরুষ) দলের সিনিয়র সহকারী কোচ করা হয়েছে মোহাম্মদ সালাউদ্দিনকে। এবার জাতীয় নারী ক্রিকেট দলে দেশি কোচকে দায়িত্ব দেওয়া হলো। নিগার সুলতানা জ্যোতিদের হেড কোচের দায়িত্ব পেয়েছেন স্থানীয় অভিজ্ঞ কোচ সারওয়ার ইমরান।
এর আগে নারী দলের হেড কোচ ছিলেন শ্রীলঙ্কার হাসান তিলকারত্নে। তিনি দায়িত্ব ছেড়ে দেওয়ায় সারওয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিষয়টি নিয়ে এক সংবাদ মাধ্যমকে বলেছেন, সামনে বাংলাদেশ ক্রিকেটে আরও স্থানীয় কোচ দেখা যাবে।
ফারুক আহমেদ বলেন, ‘তিলকারত্নে চলে যাওয়ায় আমরা তার জায়গায় সারওয়ারকে হেড কোচের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বোর্ডে এসেই বলেছিলাম, জাতীয় দলের সেট আপে বেশি বেশি স্থানীয় কোচ নিয়োগ দিতে চাই। আমরা এর আগে সালাউদ্দিনকে দায়িত্ব দিয়েছি। সামনে আরও মুখ আসবে।’
সারওয়ার ইমরান বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ কোচদের একজন। ১৯৮৭ থেকে দশ বছর বিকেএসপির হেড কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের কোচ ছিলেন তিনি।
প্রায় এক দশক জাতীয় ক্রিকেট একাডেমির হেড কোচ ছিলেন সারওয়ার। লম্বা সময় জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। এশিয়ান গেমসে স্বর্ণ জয়ী দলের হেড কোচ ছিলেন তিনি। এছাড়া বিপিএল, ডিপিএলেও হেড কোচের ভূমিকায় দেখা গেছে তাকে।
.
উৎস: Samakal
কীওয়ার্ড: স রওয় র
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল