লক্ষ্মীপুরের দুর্গম চরে ওয়ালটনের ফ্রি মেডিকেল ক্যাম্প
Published: 14th, February 2025 GMT
লক্ষ্মীপুরে দুর্গম চরে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে ওয়ালটন প্লাজা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে জিরো পয়েন্ট ওয়ালটন প্লাজা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওয়ালটনের ডিভিশন-৫ এর সিডিও মির মো. গোলাম ফারুক, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল, লক্ষ্মীপুর জিরো পয়েন্ট ওয়ালটন প্লাজার ম্যানেজার এস, ইউ, এম মোস্তফা কামাল, ঝুমুর ওয়ালটন প্লাজার ম্যানেজার মো.
অনুষ্ঠান সঞ্চালনা করেছেন রাইজিং বিডি’র লক্ষ্মীপুর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর লিটন।
চরের শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা পেয়েছেন।
ওয়ালটনের ডিভিশন-৫ এর সিডিও মির মো. গোলাম ফারুক জানান, চরাঞ্চলের বেশিরভাগ মানুষ চিকিৎসার অভাবে এবং দুর্গম এলাকা হওয়ায় ডাক্তারের কাছে যেতে পারেন না। এসব এলাকায় কেউ গুরুতর অসুস্থ হলে নৌকায় নদী পার হয়ে লক্ষ্মীপুরে যেতে হয়। তাদের সুবিধার্থে এই ক্যাম্পের আয়োজন।
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল বলেন, “ওয়ালটনের উদ্যোদে এমন একটি পদক্ষেপ গ্রহণ করায় চরবাসীরা আনন্দিত। মেডিকেল ক্যাম্পে ডায়াবেটিস, ব্লাড প্রেসার, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্তদের বিনামূল্যে সেবা দেওয়া হয়। চরের শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা পেয়েছেন। এমন উদ্যোগ আগামীতে আরো বেশি বেশি গ্রহণ করা দরকার।”
ঢাকা/লিটন/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় পয়:নিস্কাশন ড্রেন থেকে মরদেহ উদ্ধার
ফতুল্লায় ৪৮ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ মে) সকালে ফতুল্লার শিহাচর নূর মসজিদ সংলগ্ন পয়:নিস্কাশন ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে ড্রেন থেকে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৪৮ বছর হবে।
তার বিস্তারিত নাম পরিচয় জানার চেষ্টা চলছে। তার পড়নে লুঙ্গি ও শার্ট ছিল। প্রাথমিকভাবে শরীরের কোথাও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায় নি। ধারণা করা হচ্ছে, গতকাল রাতে কোনো একসময় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।