চট্টগ্রামের সাতকানিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক নারীর নামে আইডি খুলে ও নারীকন্ঠ ধারণ করে প্রতারণার মাধ্যমে প্রভাবশালীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া ছাত্রলীগ নেতা জোবায়রুল হক জিয়ানকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

সাতকানিয়া থানার এসআই আনোয়ার হোসেন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতা জোবায়রুল হক উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল্লাহ এর ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জিয়ানকে প্রতারণার অভিযোগে কয়েক বছর আগে আটক করে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠান। তবে জামিনে মুক্ত হয়ে তিনি আবারও প্রতারণার পাশাপাশি মামলা বাণিজ্য শুরু করেন। আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের গ্রেপ্তার করানো ও পরবর্তীতে মামলা থেকে অব্যাহতির নামে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সর্বশেষ গত বছরের (৪ আগস্ট) সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায় অস্ত্র হাতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন তিনি।

অভিযোগ রয়েছে, যাকে শত্রু হিসেবে সন্দেহ হয় তাকে মামলায় জড়িয়ে দেয় দিতেন ছাত্রলীগ নেতা জিয়ান। এছাড়া নারীকন্ঠ ধারণ ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিতেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, গ্রেপ্তার ছাত্রলীগ নেতা জোবাইরুল হক জিয়ান ২০২০ সালে (২৯ মে) সাতকানিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হন। ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রামের এক শিল্পগ্রুপের মালিকের মেয়ের ছবি ব্যবহার করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাধিক প্রভাবশালী নেতার সঙ্গে নারীকন্ঠে প্রেমালাপ করে আসছিলেন তিনি। প্রেমালাপের একপর্যায়ে নানা অজুহাতে তাদের কাছ থেকে টাকা চাইতেন। যারা টাকা দিতে অপারগতা প্রকাশ করতেন তাদের কলরেকর্ড ফাঁস করার ভয় দেখাতেন। এভাবে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার পর একপর্যায়ে তিনি গ্রেপ্তার হর। গ্রেপ্তারের পর চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল। সে সময় প্রতারণার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাত্রলীগ নেতা জিয়ান সাতকানিয়া সার্কেলের এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে চাঁদা আদায়, সাতকানিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিএনপি নেতা মো.

সেলিমকে ব্ল্যাকমেইল করে নিয়মিত টাকা আদায়, সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনামুল কবিরের কাছ থেকে টাকা আদায় করার কথা স্বীকার করেন।

এ ছাড়াও জিয়ান উপজেলার ছদাহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাহফুজ, ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হাসান ও মো. আরিফ, ছদাহা ছমদিয়া পুকুরপাড়ের ডা. শাব্বির, ছৈয়দাবাদ মাদরাসার শিক্ষক জাকরিয়ার ছেলেকে মিথ্যা মামলায় জড়িয়ে পরে নাম চার্জশিট থেকে বাদ দেওয়ার কথা বলে এক লাখ টাকা করে আদায় করেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো.জাহেদুল ইসলাম বলেন, অভিযুক্ত ছাত্রলীগ নেতা জোবায়রুল হক জিয়ানকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণা ও মামলা বাণিজ্যসহ একাধিক অভিযোগ রয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: গ র প ত র কর এক ধ ক উপজ ল

এছাড়াও পড়ুন:

১০ টাকায় ইলিশ বিতরণ, জনতার চাপে ‘মাফ চেয়ে’ এলাকা ছাড়ালেন ‘এমপি প্রার্থী’

ফরিদপুরে সদরপুর উপজেলায় মাত্র ১০ টাকায় ইলিশ মাছ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন রায়হান জামিল নামের এক ব্যক্তি। কিন্তু বিতরণের জন্য যে পরিমাণ মাছ তিনি এনেছিলেন, তার থেকে লোকসংখ্যা কয়েক গুণ বেশি হয়। সবাইকে মাছ দিতে না পেরে জনতার বিক্ষোভের মুখে কোনোরকমে এলাকা ছাড়েন তিনি।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে। তিনি ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর ৪ আসনের একজন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে এলাকায় তৎপরতা চালাচ্ছিলেন। এরই অংশ হিসেবে ‘জনগণের মন জয় করার জন্য’ তিনি ১০ টাকায় ইলিশ মাছ বিক্রির উদ্যোগ নিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রায়হান জামিল ‘স্বতন্ত্র প্রার্থী’ পরিচয় দিয়ে সপ্তাহখানেক আগে সদরপুরের বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটান। তাতে তিনি লেখেন, ১০ টাকায় ইলিশ মাছ দেবেন। আজ মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ব জাকের মঞ্জিল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এই ইলিশ দেওয়ার কথা। এ খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার সকাল থেকে শত শত মানুষ জাকের মঞ্জিল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ভিড় জমান। বিতরণ শুরুর একপর্যায় মাছ ফুরিয়ে যায়। তখন মাছ নিতে না পারা লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে রায়হান জামিল পালিয়ে আত্মরক্ষা করেন।

‘স্বতন্ত্র এমপি প্রার্থী’ পরিচয়ে ১০ টাকায় ইলিশ বিতরণ করতে যাওয়া রায়হান জামিল

সম্পর্কিত নিবন্ধ

  • ১০ টাকায় ইলিশ বিতরণ, জনতার চাপে ‘মাফ চেয়ে’ এলাকা ছাড়ালেন ‘এমপি প্রার্থী’
  • পুকুরে প্রাণ গেল চাচাত ভাই-বোনের