‘বন্দিশ ব্যান্ডিটস’ তাঁকে দুহাত ভরে দিয়েছে
Published: 16th, February 2025 GMT
‘বন্দিশ ব্যান্ডিটস’ সিরিজের সফলতা প্রসঙ্গে এই গুণী অভিনেত্রীর ভাষ্য, ‘প্রথম সিজনের পর দ্বিতীয় সিজনেও মানুষ আমাদের একই রকম ভালোবাসা দিচ্ছেন। আমাকে অনেকে বড় বড় মেসেজ লিখে পাঠিয়েছেন। মেসেজগুলো পড়ে বোঝা যাচ্ছে, সবাই সিরিজটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন। “বন্দিশ ব্যান্ডিটস” আমাকে অনুভব করিয়েছে যে আমি একজন অভিনেত্রী। আমি আপ্লুত।’একটু থামলেন। যোগ করলেন, ‘এই সিরিজ আমাকে দুহাত ভরে দিয়েছে। আর সবচেয়ে ভালো দিক যে “বন্দিশ ব্যান্ডিটস”-এর প্রভাব সাধারণ মানুষের ওপর পড়েছে। এই সিরিজের প্রথম সিজন মুক্তি পাওয়ার পর অনেকে তাঁদের সন্তানদের শাস্ত্রীয় সংগীত শেখানো শুরু করেছিলেন। একজন শিল্পী হিসেবে এটা অনেক আনন্দের বিষয়। আর এই সিরিজের অংশ হতে পেরে আমি সত্যি গর্ব অনুভব করি।’
নিজের মায়ের একটি কথাও প্রসঙ্গক্রমে শোনান শ্রেয়া, ‘মা আমায় বলেছেন, এই সিরিজ করার সময় যা কিছু আমি শিখেছি, তা যেন সারা জীবন আগলে রাখি। আর আনন্দ (তিওয়ারি) স্যার বলেছিলেন, পুরো জনসংখ্যার মধ্যে আমরা সেই ১ শতাংশ মানুষ, যাঁরা এই সিরিজের অংশ হওয়ার সুযোগ পেয়েছি।
শ্রেয়া চৌধুরী। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এই স র জ
এছাড়াও পড়ুন:
গাজীপুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, হাতুড়িপেটায় একজন নিহত
প্রতীকী ছবি