বইমেলায় ‘মন্তাজ মিয়ার স্বাধীনতা’
Published: 16th, February 2025 GMT
অমর একুশে বইমেলার ১৫তম দিনে মোড়ক উন্মোচন হলো শেখ কানিজ ফাতেমার প্রথম গল্পগ্রন্থ ‘মন্তাজ মিয়ার স্বাধীনতা’।
শনিবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে মেলার মঞ্চে এর মোড়ক উন্মোচন করেন লেখকের ছেলে অনিরুদ্ধ ইনান।
এ সময় গল্পপ্রেমী বন্ধুদের সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন লেখক শেখ কানিজ ফাতেমা নিজেও। এছাড়া উপস্থিত ছিলেন আইনজীবী মলয় সাহা, মো.
আরো পড়ুন:
বইমেলায় ‘মায়াজাল’ গ্রন্থের মোড়ক উন্মোচন
শনিবার বইমেলার সময় পরিবর্তন
শেখ কানিজ ফাতেমার লেখা নিয়ে আলোচনা করেন সংস্কৃতিকর্মী প্রশান্ত কুমার মণ্ডল ও মো. আরিফুল ইসলাম, যোগাযোগ বিশেষজ্ঞ আরিফুর রহমান।
‘মন্তাজ মিয়ার স্বাধীনতা' বইটিতে মূলত স্থান পেয়েছে বাস্তচ্যুত মানুষের ক্ষুধা-যন্ত্রণা-প্রেম-বিরহ আর ছোট ছোট স্বপ্নসাধ। তার লেখার বড় বিশেষত্ব হলো তার প্রায় সবগুলো গল্পে জৈবিক প্রেমের তাড়নাকে পেটের ভাতের তাড়নার কাছে অবধারিতভাবে পরাজিত হতে দেখা যায়।
বইটি প্রকাশ করেছে নৈঋতা ক্যাফে। প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন। ৬৪ পৃষ্ঠার এই বইটিতে গল্প রয়েছে মোট ৬টি। বইমেলায় নৈঋতা ক্যাফে স্টলে পাওয়া যাচ্ছে (স্টল নম্বর ৬১০)। দাম ২০০ টাকা।
ঢাকা/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর বইম ল বইম ল
এছাড়াও পড়ুন:
অপেক্ষায় সৌমি
শোবিজের পরিচিত মুখ সেমন্তী সৌমি। ২০১২ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সেরা ১০ জনের একজন ছিলেন সেমন্তী সৌমি। এরপর মডেল হন গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে। এর মাধ্যমে দর্শক প্রথম তাঁকে টিভিপর্দায় দেখেন। সিনেমাতেও অভিষেক হয়েছে তাঁর। জুঁতসই সিনেমা না থাকায় আলো ছড়াতে পারেননি। তবে থেমে থাকছেন না তিনি। চেষ্টায় সেরাটা দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন।
সৌমি বলেন, ‘নাটকে অভিনয় করছি নিয়মিত। ওয়েব কনটেন্টেও কাজ করছি। চলচ্চিত্রে সেভাবে নেই। আসলে চলচ্চিত্র তো বড় স্কেলের। সেখানে কাজ করলে তেমন ছবি আর গল্পের হওয়া লাগবে। আমি এখন তেমন গল্পের ছবির অপেক্ষায় আছি। আমার বিশ্বাস, ঠিকই একদিন দারুণ সুযোগ চলে আসবে।’ ভালো গল্পের সিনেমায় অপেক্ষায় থাকা সৌমির ওটিটি সিরিজে অভিনয়ের খবর চাউর হয়েছে। ভিকি জাহেদের একটি ওয়েব সিরিজে কাজ করছেন বলে গুঞ্জন উঠেছে। যেখানে সহশিল্পী হিসেবে থাকছেন আফরান নিশো ও মাসুমা রহমান নাবিলা। যদিও কাজটির বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
সিরিজটি সম্পর্কে জানতে চাইলে নীরব থেকেছেন। সৌমিকে প্রথম দেখা যায় ‘অস্তিত্ব’ সিনেমায়। পূর্ণ নায়িকা হিসেবে তাঁকে পাওয়া যায় ‘বয়ফ্রেন্ড’-এ। এতে তাঁর নায়ক ছিলেন তাসকিন রহমান। সিনেমাটি মুক্তি পায় ২০১৯ সালে।