রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদের নামে বইমেলা
Published: 16th, February 2025 GMT
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে শহীদ আবু সাঈদ বইমেলা। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বইমেলার আয়োজন করছে। মেলা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।
বইমেলা উপলক্ষে আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে সংবাদ সম্মেলনে উপাচার্য মো. শওকাত আলী বলেন, এবারের বইমেলা উদ্বোধন করবেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও শহীদ ফেলানীর বাবা নুর হোসেন। ঢাকায় বাংলা একাডেমিতে জাঁকজমকপূর্ণভাবে বইমেলার আয়োজন করা হয়। সেখানে উত্তরবঙ্গ থেকে সবাই যাওয়ার সুযোগ পান না। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ব্যক্তি ও সংগঠনের উদ্যোগে এর আগে বইমেলা হয়েছে। তবে এবার বিশ্ববিদ্যালয় প্রশাসন আবু সাঈদের নামে বইমেলা করার উদ্যোগ নিয়েছে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে ১৬ জুলাই নিহত হন। আর ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হন কিশোরী ফেলানী খাতুন।
সংবাদ সম্মেলনে উপাচার্য আরও জানান, ১৮ ফেব্রুয়ারি থেকে মেলা চলবে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। বইমেলায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। রংপুরের বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছাড়াও দেশের নানা প্রকাশনা সংস্থা মেলায় স্টল দেবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: বইম ল
এছাড়াও পড়ুন:
এক সেলিব্রিটিকে সবাই ধুয়ে দিচ্ছে
আগের পর্বআরও পড়ুনআজকে তুমি কোনো কথা বলবা না২২ ঘণ্টা আগে