আজ ভোররাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানী। এত কম বয়সে তার চলে যাওয়া কেউই মেনে নিতে পারছেন। সানীর মৃত্যুর খবরে বিস্মিত অভিনেতা অপূর্ব থেকে শুরু করে সহকর্মী-নির্মাতারা।

গতকাল দিবাগত রাতে সানীর ঠিক কী হয়েছিল? এ প্রশ্ন যেমন তার সহকর্মীদের তেমনি ভক্ত-অনুরাগীরাও জানতে উদগ্রীব।

নাট্যনির্মাতা ইমরাউল রাফাত জানিয়েছেন, গতকাল রাত ১১টার দিকে বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন শাহবাজ সানী। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান তিনি। দ্রুত তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরো পড়ুন:

সেই নির্মাতাকে বিয়ে করছেন মেহজাবীন চৌধুরী!

তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন

সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা সানীকে উন্নত চিকিৎসার পরামর্শ দিলে আরেকটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই রাত সাড়ে তিনটায় মারা যান সানী। কর্তব্যরত চিকিৎসকেরা জানান, হার্ট অ্যাটাকে সানীর মৃত্যু হয়েছে।

ইমরাউল রাফাত পরিচালিত ‘কাছে আসার পর’ নাটকে অভিনয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন শাহবাজ সানী। তার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ইমরাউল রাফাত। তা জানিয়ে এই পরিচালক বলেন, “বন্ধুদের সঙ্গে আড্ডার মাঝেই অসুস্থ হয়ে পড়েন সানী। আমি রাত দেড়টার দিকে খবর পেয়ে হাসপাতালে পৌঁছাই। কর্তব্যরত চিকিৎসকেরা চেষ্টা করেছেন। কিন্তু সানীকে ফেরানো গেল না।”

শাহবাজ সানীর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর। সোমবার (১৭ ফেব্রুয়ারি) তার মরদেহ সেখানে নেওয়া হয়। বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাবার কবরের পাশেই তাকে সমাহিত করা হয়।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক

এছাড়াও পড়ুন:

অফিসে প্রেম করার আগে জেনে রাখুন

আমরা যাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি, তাঁদের দিনের বড় একটি অংশ সহকর্মীদের সঙ্গেই কাটে। আসা–যাওয়া আর ঘুমের সময়টুকু বাদ দিলে দেখা যাবে, পরিবারের সদস্যদের চেয়ে তাঁদের সঙ্গেই কাটছে বেশি সময়। স্বাভাবিকভাবেই সহকর্মীদের সঙ্গে একধরনের সম্পর্ক তৈরি হয়ে যায়, তাঁরা হয়ে ওঠেন বন্ধু, মনের কথা ভাগ করে নেওয়ার সঙ্গী। কখনো কখনো এই সম্পর্ক পেশাগত সীমারেখাও ছাড়িয়ে যায়।

প্রশ্ন হলো, সহকর্মীদের সঙ্গে আচরণের ক্ষেত্রে এই সীমারেখা কোথায় টানতে হবে? অফিসে বা বাইরে বিপরীত লিঙ্গের সহকর্মীর সঙ্গে কোন কথাটা বলা যাবে, কোন ঠাট্টাটা করা যাবে, মোটের ওপর কতটা মেলামেশা করা যাবে?

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বোস্টনে কোল্ডপ্লের কনসার্ট দেখতে গিয়ে অন্তরঙ্গ অবস্থায় ক্যামেরায় ধরা পড়েন মার্কিন সফটওয়্যার সংস্থা অ্যাস্ট্রোনোমার প্রধান নির্বাহী অ্যান্ডি বায়রন ও সংস্থাটির এইচআর প্রধান ক্রিস্টিন ক্যাবট। যাঁদের দুজনেরই রয়েছে আলাদা পরিবার। তাঁদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসতেই অফিসের ক্ষেত্রে সহকর্মীর সঙ্গে সম্পর্ক কেমন হবে, একটি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের মধ্যের সম্পর্ক নৈতিকতার কোন মানদণ্ড মেনে চলবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

সহকর্মীর সঙ্গে কেমন আচরণ করবেন সেসব নিয়ে প্রতিটি ভালো অফিসেই আচরণবিধি থাকে

সম্পর্কিত নিবন্ধ

  • কর্মক্ষেত্রে বুলিং: শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব
  • অফিসে প্রেম করার আগে জেনে রাখুন