আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা উপভোগ করা যাবে টফিতে
Published: 17th, February 2025 GMT
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রিকেট উন্মাদনার পারদও তুঙ্গে। ক্রিকেট–বিশ্বের অন্যতম প্রতীক্ষিত এই টুর্নামেন্ট ঘিরে উত্তেজনার যেন শেষ নেই। এ উন্মাদনাকে আরও উপভোগ্য করে তুলতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম ‘টফি’ পুরো টুর্নামেন্ট লাইভ স্ট্রিমিং করবে। ফলে যেকোনো স্থান থেকে বিরামহীনভাবে সরাসরি ম্যাচ উপভোগ করা যাবে।
১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে আগামী ৯ মার্চ পর্যন্ত চলবে এই ক্রিকেট টুর্নামেন্ট। ক্রিকেটপ্রেমীদের নিরবচ্ছিন্নভাবে খেলা উপভোগের বিষয়টিকে আরও সহজ ও সাশ্রয়ী করে তুলতে বাংলালিংক ও অন্যান্য অপারেটর ব্যবহারকারীদের জন্য বেশ কয়েক রকম সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে এসেছে টফি। ৯৯ টাকা সাবস্ক্রিপশন ফি দিয়ে পুরো টুর্নামেন্ট উপভোগ করা যাবে। এ ছাড়া এতে বিকাশ, ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্টের ব্যবস্থা রাখা হয়েছে।
এ বিষয়ে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, ‘বাংলাদেশের মানুষের জন্য ক্রিকেট কেবল একটি খেলা নয়, বিশাল এক উৎসবও বটে। টফিতে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই, ক্রিকেটপ্রেমীরা যে যেখানেই থাকুক না কেন, তাঁরা যেন খেলার একটি রোমাঞ্চকর মুহূর্তও মিস না করেন। আমরা দেশের সব ক্রিকেটপ্রেমীর জন্য নিরবচ্ছিন্ন ও উচ্চ মানসম্পন্ন স্ট্রিমিং অভিজ্ঞতা নিশ্চিত করতে বদ্ধপরিকর।’
বিস্তারিত জানা যাবে ওয়েবসাইটে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপভ গ
এছাড়াও পড়ুন:
২৭ নভেম্বরই জকসু নির্বাচন চায় ছাত্রশিবির
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন চলতি মাসের ২৭ নভেম্বর আয়োজনের দাবি জানিয়েছে শাখা ইসলামী ছাত্রশিবির।
সোমবার (৩ নভেম্বর) সংগঠনটির নেতারা জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বরাবর এ দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেন।
আরো পড়ুন:
জকসু নির্বাচন নিয়ে একে অপরকে দোষারোপ ছাত্র সংগঠনগুলোর
জবি প্রশাসনের কাছে ২০ দাবি জানাল ইউটিএল
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর পর এই প্রথম জকসু নির্বাচন হতে যাচ্ছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর প্রশাসন নির্বাচন আয়োজনের রোডম্যাপ প্রকাশ করেছে। কিন্তু সম্প্রতি একটি গোষ্ঠী নির্বাচন বানচালের নীলনকশা শুরু করেছে, যা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্নের অপচেষ্টা।
এতে আরো বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন না করলে তা হবে শিক্ষার্থীদের ভোটাধিকার হরণের সামিল। কারণ ১৩ ডিসেম্বর থেকে ২১তম ব্যাচের ভর্তি পরীক্ষা, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং পরবর্তী শীতকালীন ছুটির কারণে ডিসেম্বর মাসে নির্বাচন করা সম্ভব নয়।
এ সময় সংগঠনটির নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত তারিখ অনুযায়ী ২৭ নভেম্বরই জকসু নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচন বিলম্বের কোনো যৌক্তিক কারণ নেই।
ঢাকা/লিমন/মেহেদী