সব্যসাচী প্রকাশনীর স্টলে হট্টগোল, তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়ার সময় বেড়েছে তিন দিন
Published: 17th, February 2025 GMT
অমর একুশে বইমেলায় ‘সব্যসাচী’ প্রকাশনীর স্টলে তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে বাগ্বিতণ্ডা ও হট্টগোলের ঘটনায় গঠিত তদন্ত কমিটির গতকাল রোববার প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কিন্তু কমিটি প্রতিবেদন দিতে পারেনি। এ অবস্থায় প্রতিবেদন দেওয়ার সময় আরও তিন দিন, তথা আগামী বুধবার পর্যন্ত বাড়ানো হয়েছে।
তদন্ত কমিটির সদস্যসচিব ও বাংলা একাডেমির উপপরিচালক মোহম্মদ খোরশেদ আলম আজ সোমবার প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুনবইমেলার স্টলে হট্টগোলের ঘটনায় তদন্ত কমিটি১১ ফেব্রুয়ারি ২০২৫আরও পড়ুনতসলিমা নাসরিনের বই রাখা নিয়ে বাগ্বিতণ্ডা–হট্টগোল, একটি স্টল বন্ধ১০ ফেব্রুয়ারি ২০২৫গত সোমবার সন্ধ্যায় বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে থাকা সব্যসাচীর স্টলে ওই হট্টগোলের ঘটনা ঘটে। পরে ওই স্টল বন্ধ করে দেয় পুলিশ। এর পর থেকে স্টলটি বন্ধ রয়েছে। ঘটনার পরদিন তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।
বইমেলায় ওই ঘটনার নিন্দা জানিয়ে দেওয়া এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছিলেন, অন্তর্বর্তী সরকার পুলিশ ও বাংলা একাডেমি কর্তৃপক্ষকে এ ঘটনার তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছে।
আরও পড়ুনএকুশে গ্রন্থমেলায় সব্যসাচী স্টলে আক্রমণের নিন্দা-প্রতিবাদ জানিয়ে ২০৫ নাগরিকের বিবৃতি১১ ফেব্রুয়ারি ২০২৫আরও পড়ুনবইমেলায় স্যানিটারি ন্যাপকিন বিক্রি করায় দুটি স্টল বন্ধ১৬ ফেব্রুয়ারি ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন ত কম ট
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।
ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।
লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন