কক্সবাজার সৈকতে পরিচ্ছন্নতা অভিযান
Published: 17th, February 2025 GMT
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কক্সবাজারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও ব্র্যাকের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
এদিন সকাল ১০টায় কক্সবাজার শহরের কলাতলী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয় পরিচ্ছন্নতা অভিযান।
কক্সবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফার ইয়াছমিন চৌধুরী সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান ও ব্র্যাকের প্রজেক্ট ম্যানেজার মাহফুজ উর রহমান প্রমুখ। পরে স্থানীয় লোকজন এবং স্বেচ্ছাসেবীরা যৌথভাবে সৈকত পরিষ্কার করে। অভিযানে স্বেচ্ছাসেবীরা প্ল্যাস্টিক বোতল, কাগজ, প্যাকেট এবং অন্যান্য ময়লা জড়ো করে সেগুলো পুনর্ব্যবহারযোগ্য জায়গায় সরিয়ে ফেলে।
ব্র্যাকের প্রজেক্ট ম্যানেজার মাহফুজ উর রহমান বলেন, এই অভিযানটির মূল উদ্দেশ্য সৈকতকে ময়লা, আবর্জনা ও প্লাস্টিকের দূষণ থেকে মুক্ত করা, যেন ভবিষ্যতে এটি আরও পরিবেশবান্ধব এবং পর্যটকদের জন্য উপযোগী থাকে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স কত
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স
পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।
ঢাকা/এনটি/ইভা