জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের নামানুসারে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বইমেলার উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে বিজয় ২৪ হল এবং শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের পরিবর্তে শহীদ ফেলানী হল উদ্বোধন করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের হল প্রাঙ্গণে এগুলোর উদ্বোধন করেন উপাচার্য ড.

শওকাত আলী, শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের বাবা নূর ইসলাম ও মা জাহানারা বেগম উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ, ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াছ  প্রামাণিক, প্রক্টর ফেরদৌস রহমান প্রমুখ।
বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে প্রথমবারের মতো আয়োজিত এ বইমেলা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় রয়েছে ৪০টি স্টল। মেলায় আলোচনা সভা, লেখক-পাঠক আড্ডা, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকবে। মেলার মিডিয়া পার্টনার হিসেবে আছে দৈনিক আমার দেশ ও এখন টেলিভিশন। 
উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য ড. শওকাত আলী বলেন, শহীদ আবু সাঈদের আত্মাহুতির মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে এই বইমেলা সাংস্কৃতিক অভিযাত্রার সূচনা করবে। প্রতিবছর এই বইমেলার মাধ্যমে উত্তরাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি গোটা জাতির সামনে তুলে ধরা হবে।
নতুন নামে হল উদ্বোধন বিষয়ে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান রেখে আমরা এ হলগুলো উদ্বোধন করছি। তিনি কিশোরী ফেলানীর আত্মার শান্তি কামনা করেন।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: বইম ল বইম ল

এছাড়াও পড়ুন:

এক সেলিব্রিটিকে সবাই ধুয়ে দিচ্ছে

আগের পর্বআরও পড়ুনআজকে তুমি কোনো কথা বলবা না২২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ