নিউইয়র্কে পুলিশের গুলিতে ৭৯ বছরের বৃদ্ধ নিহত
Published: 19th, February 2025 GMT
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুলিশের গুলিতে ৭৯ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬:৪০ টার দিকে বেসাইডের ১১১তম প্রিসিঙ্কট সদর দফতরের সামনে এই ঘটনা ঘটে।
নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (NYPD) চিফ অফ প্যাট্রোল ফিলিপ রিভেরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬:৪০ টার দিকে ৭৯ বছর বয়সী ওই ব্যক্তি তার গাড়ি থেকে নেমে ১১১তম প্রিসিঙ্কট সদর দফতর, ৪৫-০৬ ২১৫তম স্ট্রিটের দিকে এগিয়ে যান এবং অফিসারদের সঙ্গে কথা বলা শুরু করেন। কথোপকথনের সময় তিনি বিল্ডিংয়ের ঠিক বাইরে পুলিশের দিকে একটি আগ্নেয়াস্ত্র তাক করেন।
তিনি আরও বলেন, অফিসাররা তাকে অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ দেন, তবে তিনি তা অমান্য করেন এবং পুলিশের দিকে বন্দুক তাক করে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে চারজন অফিসার গুলি চালান।
পুলিশ জানিয়েছে, বৃদ্ধ ব্যক্তি বুকে একাধিক গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে নিউইয়র্ক-প্রেসবিটারিয়ান-কুইন্স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বৃদ্ধ ব্যক্তির বিরুদ্ধে ১৯৮০-এর দশকের গোড়ার দিকে একটি গ্রেপ্তারের রেকর্ড রয়েছে। তবে তার সাম্প্রতিক অপরাধের কোনো রেকর্ড নেই।
ঘটনাস্থল থেকে একটি লোডেড কোবরা .
এটি ১১১তম প্রিসিঙ্কট স্টেশনহাউসে ছয় বছরের মধ্যে এই দিয়ে দ্বিতীয়বার পুলিশের গুলির ঘটনা ঘটল। ২০১৯ সালের মার্চ মাসে এক ব্যক্তি গাড়ি দুর্ঘটনার পর পুলিশের দিকে ছুরি হাতে তেড়ে গেলে পুলিশ তাকে গুলি করেছিল।
এনওয়াইপিডি জানিয়েছে, এই ঘটনায় জড়িত অফিসারদের বিরুদ্ধে কোনো কর্তব্য লঙ্ঘনের অভিযোগ উঠেছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ন উইয র ক ন উইয র ক অফ স র
এছাড়াও পড়ুন:
শনি গ্রহের একাধিক চাঁদে কার্বন ডাই–অক্সাইডের সন্ধান
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহের আটটি মাঝারি আকারের চাঁদে কার্বন ডাই–অক্সাইড শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। বর্তমানে মিমাস, এনসেলাডাস, ডায়োন, টেথিস, রিয়া, হাইপেরিয়ন, লাপেটাস ও ফিবি নামের চাঁদগুলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের তথ্য টেলিস্কোপের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি চাঁদগুলোর ওপরে নিয়মিত নজরও রাখছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের তথ্যমতে, ডায়োন ও রিয়া চাঁদে থাকা কার্বন ডাই–অক্সাইড শনির প্রধান বলয়ের বরফের অনুরূপ। ফিবি চাঁদে কার্বন ডাই–অক্সাইড জৈব পদার্থের বিকিরণের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। লাপেটাস ও হাইপেরিয়নের অন্ধকার অঞ্চলে কার্বন ডাই–অক্সাইড দেখা যায়। বরফযুক্ত এসব চাঁদে কার্বন ডাই–অক্সাইডের অবস্থা সম্পর্কে আরও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী মাইকেল ব্রাউন ও তাঁর সহকর্মীরা এক গবেষণাপত্রে লিখেছেন, কঠিন কার্বন ডাই–অক্সাইড সৌরজগতের প্রান্তসীমার বিভিন্ন জায়গায় দেখা যায়। যদিও সেই অবস্থানে কার্বন ডাই–অক্সাইড স্থিতিশীল নয়। আমরা শনির উপগ্রহে কার্বন ডাই–অক্সাইডের অবস্থান জানার মাধ্যমে ভিন্ন পরিবেশ বোঝার চেষ্টা করছি। বিভিন্ন গ্রহে কার্বন ডাই–অক্সাইড কীভাবে আটকে আছে, তা জানার সুযোগ আছে এখানে।
বিজ্ঞানীরা মনে করছেন, শনির চাঁদে আটকে থাকা কার্বন ডাই–অক্সাইড থেকে আদর্শ ল্যাবের মতো তথ্য পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, শনি গ্রহের বিভিন্ন চাঁদে কমপক্ষে দুটি পৃথক উৎস থেকে কার্বন ডাই–অক্সাইড তৈরি হয়েছে।
সূত্র: এনডিটিভি