যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুলিশের গুলিতে ৭৯ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬:৪০ টার দিকে বেসাইডের ১১১তম প্রিসিঙ্কট সদর দফতরের সামনে এই ঘটনা ঘটে।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (NYPD) চিফ অফ প্যাট্রোল ফিলিপ রিভেরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬:৪০ টার দিকে ৭৯ বছর বয়সী ওই ব্যক্তি তার গাড়ি থেকে নেমে  ১১১তম প্রিসিঙ্কট সদর দফতর, ৪৫-০৬ ২১৫তম স্ট্রিটের দিকে এগিয়ে যান এবং অফিসারদের সঙ্গে কথা বলা শুরু করেন। কথোপকথনের সময়  তিনি বিল্ডিংয়ের ঠিক বাইরে পুলিশের দিকে একটি আগ্নেয়াস্ত্র তাক করেন।

তিনি আরও বলেন, অফিসাররা তাকে অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ দেন, তবে তিনি তা অমান্য করেন এবং পুলিশের দিকে বন্দুক তাক করে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে চারজন অফিসার গুলি চালান।

পুলিশ জানিয়েছে, বৃদ্ধ ব্যক্তি বুকে একাধিক গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে নিউইয়র্ক-প্রেসবিটারিয়ান-কুইন্স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বৃদ্ধ ব্যক্তির বিরুদ্ধে ১৯৮০-এর দশকের গোড়ার দিকে একটি গ্রেপ্তারের রেকর্ড রয়েছে। তবে তার সাম্প্রতিক অপরাধের কোনো রেকর্ড নেই।

ঘটনাস্থল থেকে একটি লোডেড কোবরা .

৩৮ স্পেশাল আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে তিনি ইচ্ছাকৃতভাবে পুলিশের গুলিতে নিজের জীবন শেষ করতে চেয়েছিলেন কিনা, তা নিয়ে তদন্ত চলছে।

এটি ১১১তম প্রিসিঙ্কট স্টেশনহাউসে ছয় বছরের মধ্যে এই দিয়ে দ্বিতীয়বার পুলিশের গুলির ঘটনা ঘটল। ২০১৯ সালের মার্চ মাসে এক ব্যক্তি গাড়ি দুর্ঘটনার পর পুলিশের দিকে ছুরি হাতে তেড়ে গেলে পুলিশ তাকে গুলি করেছিল।

এনওয়াইপিডি জানিয়েছে, এই ঘটনায় জড়িত অফিসারদের বিরুদ্ধে কোনো কর্তব্য লঙ্ঘনের অভিযোগ উঠেছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ন উইয র ক ন উইয র ক অফ স র

এছাড়াও পড়ুন:

২৭ নভেম্বরই জকসু নির্বাচন চায় ছাত্রশিবির

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন চলতি মাসের ২৭ নভেম্বর আয়োজনের দাবি জানিয়েছে শাখা ইসলামী ছাত্রশিবির।

সোমবার (৩ নভেম্বর) সংগঠনটির নেতারা জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বরাবর এ দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেন।

আরো পড়ুন:

জকসু নির্বাচন নিয়ে একে অপরকে দোষারোপ ছাত্র সংগঠনগুলোর

জবি প্রশাসনের কাছে ২০ দাবি জানাল ইউটিএল

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর পর এই প্রথম জকসু নির্বাচন হতে যাচ্ছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর প্রশাসন নির্বাচন আয়োজনের রোডম্যাপ প্রকাশ করেছে। কিন্তু সম্প্রতি একটি গোষ্ঠী নির্বাচন বানচালের নীলনকশা শুরু করেছে, যা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্নের অপচেষ্টা।

এতে আরো বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন না করলে তা হবে শিক্ষার্থীদের ভোটাধিকার হরণের সামিল। কারণ ১৩ ডিসেম্বর থেকে ২১তম ব্যাচের ভর্তি পরীক্ষা, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং পরবর্তী শীতকালীন ছুটির কারণে ডিসেম্বর মাসে নির্বাচন করা সম্ভব নয়।

এ সময় সংগঠনটির নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত তারিখ অনুযায়ী ২৭ নভেম্বরই জকসু নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচন বিলম্বের কোনো যৌক্তিক কারণ নেই।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ