চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের হাটহাজারীতে বাসের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও তিনজন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহসংলগ্ন জমজম হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম কামরুল ইবনে হাসান। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার চাড়ালিয়াহাট এলাকার বড়বাড়ির মোহাম্মদ হাসানের ছেলে। একটি বেসরকারি ব্যাংকের চট্টগ্রাম নগরের ইপিজেড শাখায় কর্মরত ছিলেন তিনি।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সকালে ফটিকছড়ির নাজিরহাট থেকে অটোরিকশাটিতে চট্টগ্রাম নগরের কর্মস্থলের উদ্দেশে যাচ্ছিলেন কামরুল। অটোরিকশায় চালকসহ আরও তিনজন ছিলেন। হাটহাজারীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এলাকায় আসার পর সেখানে দ্রুতগতির একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় কামরুলসহ অটোরিকশায় থাকা চারজন আহত হন। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক কামরুলকে মৃত ঘোষণা করেছেন। বাকি তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান হাওলাদার প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর গাড়ি নিয়ে পালিয়েছেন বাসচালক। তাই তাঁকে আটক করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের মনোহরগঞ্জ উপজেলার ̄খিলা দক্ষিণ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর বাস রেখে চালক পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ। লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল আকবর জানান, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন:

নিম্নমানের সরঞ্জাম দিয়ে সড়ক সংস্কার, দুদকের অভিযান

আখাউড়ায় অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ২ 

প্রতক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খিলা বাজার এলাকায় মালবাহী ট্রাক ডানদিকে ইউটার্ন নিচ্ছিল। এ সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেপরোয়া গতির নীলাচল পরিবহণের যাত্রীবাহী বাস পিছন থেকে ওভারটেক করার সময় খিলা অভিমুখে যাওয়া অটোরিকশাকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় চালকসহ অটোরিকশায় থাকা দুই যাত্রী ছিটকে পড়ে। ঘটনাস্থলে যাত্রী শাহ আলম (৬৫) মারা যায়। তিনি খিলা ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।

ঘটনাস্থল থেকে গুরুতর আহত অটোরিকশা চালক বাদলকে (১৫) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আরেক যাত্রী অটোরিকশাচালক বাদলের বাবা গুরুতর আহত শফিকুর রহমানকে (৬২) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 

ঢাকা/রুবেল/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • অকার্যকর ডেমু ট্রেন কেনায় রেলওয়ের সাবেক মহাপরিচালকসহ সাতজনের বিরুদ্ধে মামলা
  • কুমিল্লায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২