চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের হাটহাজারীতে বাসের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও তিনজন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহসংলগ্ন জমজম হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম কামরুল ইবনে হাসান। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার চাড়ালিয়াহাট এলাকার বড়বাড়ির মোহাম্মদ হাসানের ছেলে। একটি বেসরকারি ব্যাংকের চট্টগ্রাম নগরের ইপিজেড শাখায় কর্মরত ছিলেন তিনি।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সকালে ফটিকছড়ির নাজিরহাট থেকে অটোরিকশাটিতে চট্টগ্রাম নগরের কর্মস্থলের উদ্দেশে যাচ্ছিলেন কামরুল। অটোরিকশায় চালকসহ আরও তিনজন ছিলেন। হাটহাজারীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এলাকায় আসার পর সেখানে দ্রুতগতির একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় কামরুলসহ অটোরিকশায় থাকা চারজন আহত হন। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক কামরুলকে মৃত ঘোষণা করেছেন। বাকি তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান হাওলাদার প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর গাড়ি নিয়ে পালিয়েছেন বাসচালক। তাই তাঁকে আটক করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বরিশালে মাদকবিরোধী অভিযানে যুবদল নেতা গ্রেপ্তার

মাদকবিরোধী অভিযানে বরিশালের গৌরনদী পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাবকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের পর সোমবার (৩ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলার টরকী বাসস্ট্যান্ডের ঈগল কাউন্টারের পেছনে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিন পিস ইয়াবা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাবকে গ্রেপ্তার করা হয়। 

ওসি জানান, গোলাম মাহতাবের কাছে ইয়াবা পাওয়া না গেলেও মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় থানার এসআই মো. জুয়েল বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে গৌরনদী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মনির হোসেন বলেছেন, আমি শুনেছি, মাদক সেবনকালে গোলাম মাহতাবকে পুলিশ গ্রেপ্তার করেছে। দল মাদক সেবন, বিক্রি বা সেল্টার কোনোটাতেই প্রশ্রয় দেয় না। কেউ যদি দলের নাম ব্যবহার করে অপকর্মে জড়িত থাকে এবং তা প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/পলাশ/রফিক

সম্পর্কিত নিবন্ধ