Prothomalo:
2025-09-18@09:00:48 GMT

টিকটকে ভাইরাল গানটি শুনেছেন?

Published: 19th, February 2025 GMT

‘আমার লাগি তোমার বাড়ি গোলাপও লাগাইও’ গান শুনতে হুমড়ি খেয়ে পড়ছেন শ্রোতারা। গানটি টিকটকে রীতিমতো ভাইরাল হয়েছে। অনেকে গানটি জুড়ে দিয়ে টিকটকে ভিডিও বানাচ্ছেন।

আলোচিত গানটি গেয়েছেন, লিখেছেন ও সুর করেছেন তরুণ সংগীতশিল্পী তাফসির। গত ২৫ জানুয়ারি নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন এই শিল্পী।

গানের অংশবিশেষ ছড়িয়ে পড়েছে টিকটকে। আঁখি নামের এক টিকটকার গানটি নিয়ে টিকটকে ভিডিও বানিয়েছেন। ভিডিওটি প্রায় ৫ লাখবার দেখা হয়েছে। ১৩ হাজারের বেশি মন্তব্য এসেছে।

টিকটকে ভাইরাল হওয়ার পর ইউটিউবেও গানটির শ্রোতা বাড়তে থাকে। অনেকে টিকটক থেকে ইউটিউবে গিয়ে পুরো গানটি শুনছেন।

ইউটিউবে সংগীত ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে শীর্ষে রয়েছে ‘আমার লাগি তোমার বাড়ি গোলাপও লাগাইও’। গানের ভিডিওটি তিন সপ্তাহের ব্যবধানে ইউটিউবে ১ কোটি ১০ লাখের বেশিবার দেখা হয়েছে।

ইউটিউবে প্রায় সাড়ে ৪ হাজার মন্তব্য জমা পড়েছে। এর মধ্যে মৌ নামের আরেক শ্রোতা লিখেছেন, ‘টিকটক না থাকলে তো এত সুন্দর গানের সাথে পরিচয় হতো না। গানটা যে দিনে কতবার শুনি, হিসাব নেই।’

নিঝুম আক্তার নামের এক শ্রোতা লিখেছেন, ‘কেন জানি না, শিল্পীর মায়ায় পড়ে গেলাম।’ রাসেল রহমান নামের আরেক শ্রোতা লিখেছেন, ‘আমার মনে হয়, এখনকার সময়ের সাথে গানটার অনেক মিল আছে। গানটার মধ্যে না–বলা অনেক জীবনকাহিনি রয়েছে।’

এর আগে ‘সোনার তরী’, ‘সখীর প্রেমে পাগল হয়ে গেছি’সহ বেশ কয়েকটি গান প্রকাশ করেছেন তাফসির।

আরও পড়ুনচলো ভুলে যাই: কোটা সংস্কার আন্দোলন নিয়ে পারশার গানটি ‘ভাইরাল’০১ আগস্ট ২০২৪.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ট কটক

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স

পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ