বিমানের টিকিটে দুর্বৃত্তপনা অনুসন্ধান করছি: স্বরাষ্ট্র সচিব
Published: 19th, February 2025 GMT
কিছু মানুষের দুর্বৃত্তপনার কারণে এয়ার টিকিটের অস্বাভাবিক দাম বৃদ্ধি ঘটে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. নাসিমুল গণি। তিনি বলেছেন, দেশের এভিয়েশন খাতে অনেক রকম সমস্যা রয়েছে। তা অনুসন্ধান করতে আমরা বসেছি।
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটির শুনানির আগে এসব কথা বলেন নাসিমুল গণি।
তিনি বলেন, আমাদের (এভিয়েশন সেক্টরে) অনেক রকম সমস্যা রয়েছে। শুধু সমস্যাটা একতরফা যে তাদের (জেনারেল সেলস এজেন্ট) সেটা নয়। বিভিন্ন সমস্যা আছে। আমরা আজকে একটা বিষয় নিয়ে অনুসন্ধানের চেষ্টা করছি। আমাদের দেশ থেকে যারা মধ্যssপ্রাচ্য যায়, তাদের টিকিটের দাম অনেক বেশি পড়ে। এই পুরো প্রক্রিয়ায় আমাদের কিছু নিয়ম আছে; বিধি আছে। এর কিছু প্রতিপালন হচ্ছে আর কিছু হচ্ছে না। কিছু ক্ষেত্রে কিছু মানুষের দুর্বৃত্তপানা রয়েছে। এটা অনুসন্ধান করতে আমরা বসেছি।
সচিব আরও বলেন, বাংলাদেশে যেসব এয়ারলাইন্স চলে, তাদের যেসব প্রতিনিধি রয়েছে (জেনারেল সেলস এজেন্ট), তাদের নিয়ে বসেছি। তাদের অভিজ্ঞতাগুলো জানতে চাচ্ছি। একই সঙ্গে আমাদের অনুসন্ধানও যাতে মানুষের কাজে লাগে, এ কারণেই এই প্রচেষ্টা। এটা আমাদের মতো করে আমরা তদন্ত করব।
তিনি বলেন, আমরা এয়ার টিকিটের ভাড়া নির্ধারণ করতে যাচ্ছি না। শুধু তদন্ত করছি। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আজ প্রথম প্রেম দিবস
বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেম পূর্ণতা পায় না। কিন্তু প্রথম প্রেমের মিষ্টিমধুর সময়টা মনে গেঁথে থাকে। কখনও কবিতায়, কখনও গানে সেই প্রেমের স্মৃতি ফিরে পায় মানুষ। আজ প্রথম প্রেম দিবস। আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি পালন করা হয়।এরপর থেকে প্রতিবছরই উদ্যাপিত হচ্ছে দিবসটি।
প্রথম প্রেম মানুষ ভোলে না কেন?
মানুষ প্রথম প্রেমে পড়ে কৈশোর কিংবা প্রথম তারুণ্যে। এ সময় শরীরে হ্যাপি হরমোনের প্রভাব থাকে প্রবল। যার ফলে ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ থাকে বেশি।
আরো পড়ুন:
আজ বিশ্ব বাঁশ দিবস
কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস
ভালো লাগার মুহূর্তগুলোত মানুষকে সুখের অনুভূতি দেয়। যাকে ভাবলে এই সুখ অনুভূতি হয়, যে কাছে থাকলে নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয়-সেই মানুষটিকে কোনো কারণে হারিয়ে ফেললেও ভোলা যায় না।
আক্ষরিক অর্থে কেউ কাউকে ভালোবাসা শেখায় না, কিন্তু ভালোবাসার উপলক্ষ্য এনে দেয়। ভালোবাসার অনুভূতিগুলো যাকে প্রথম বলা যায়, তাকে তো ভোলার কথা না!
ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে
ঢাকা/লিপি