বইমেলায় মাহমুদুল আলম দিপুর ‘২৯৩ মিলিয়ন ডলার এবং আমি’
Published: 21st, February 2025 GMT
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ লেখক মাহমুদুল আলম দিপুর গল্পের বই ‘২৯৩ মিলিয়ন ডলার এবং আমি’। বইটি প্রকাশ করেছে মানচিত্র প্রকাশনী। বইটি বাংলার পাশাপাশি ইংরেজি ভাষাতেও অনূদিত করা হয়েছে।
লেখক জানান, লেখালেখির প্রতি প্রবল ঝোঁক তৈরি হয় একদম ছোটবেলাতেই। মামার বাসায় রাখা হুমায়ূন আহমেদের বই পড়তে পড়তেই বই পড়ার অভ্যাসটা হয়ে যায় তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে মূলত গল্পের বই। ‘জোছনা ও জননীর গল্প’ বই পড়া দিয়ে শুরু করলেও, আস্তে আস্তে হুমায়ূন আহমেদ তার অন্যতম প্রিয় লেখক হয়ে উঠেন। একই সাথে সমরেশ মজুমদার, ইমদাদুল হক মিলন থেকে শুরু করে পছন্দের লেখকের তালিকায় রয়েছেন আরো অনেকেই। বইটি উৎসর্গও করেছেন প্রিয় লেখক হুমায়ূন আহমেদ এবং মা রাজিয়া বেগমকে।
‘২৯৩ মিলিয়ন ডলার এবং আমি’-বইয়ের প্রেক্ষাপট সম্পর্কে আমেরিকা প্রবাসী এই লেখক জানিয়েছেন, প্রবাস জীবন, লটারি এবং একই সাথে ভাগ্যের গল্পই মূলত তুলে ধরা হয়েছে। লেখায় ফুটিয়ে তোলা হয়েছে প্রবাস জীবনের কষ্ট, দুঃখ বেদনা আবার একই সাথে অনুপ্রেরণা, সৌভাগ্য এবং ঘুরে দাঁড়ানোর গল্পও।
আরো পড়ুন:
বইমেলায় ডা.
একুশে ফেব্রুয়ারি বইমেলা শুরু হবে সকাল ৭টায়
জীবনে চলার পথে নানা রকম চরাই উৎরাই পার করে দিপু একজন সফল উদ্যোক্তাও। লেখকের আরও কয়েকটি বই— শিকাগোর সেই মেয়েটি, ধর্ম না কর্ম, রক্তের টানে সহ বেশ কয়েকটি বই রয়েছে প্রকাশের অপেক্ষায়।
ঢাকা/লিপি
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন