অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ লেখক মাহমুদুল আলম দিপুর গল্পের বই ‘২৯৩ মিলিয়ন ডলার এবং আমি’। বইটি প্রকাশ করেছে মানচিত্র প্রকাশনী। বইটি বাংলার পাশাপাশি ইংরেজি ভাষাতেও অনূদিত করা হয়েছে।

লেখক জানান, লেখালেখির প্রতি প্রবল ঝোঁক তৈরি হয় একদম ছোটবেলাতেই। মামার বাসায় রাখা হুমায়ূন আহমেদের বই পড়তে পড়তেই বই পড়ার অভ্যাসটা হয়ে যায় তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে মূলত গল্পের বই। ‘জোছনা ও জননীর গল্প’ বই পড়া দিয়ে শুরু করলেও, আস্তে আস্তে হুমায়ূন আহমেদ তার অন্যতম প্রিয় লেখক হয়ে উঠেন। একই সাথে সমরেশ মজুমদার, ইমদাদুল হক মিলন থেকে শুরু করে পছন্দের লেখকের তালিকায় রয়েছেন আরো অনেকেই। বইটি উৎসর্গও করেছেন প্রিয় লেখক হুমায়ূন আহমেদ এবং মা রাজিয়া বেগমকে।

‘২৯৩ মিলিয়ন ডলার এবং আমি’-বইয়ের প্রেক্ষাপট সম্পর্কে আমেরিকা প্রবাসী এই লেখক জানিয়েছেন, প্রবাস জীবন, লটারি এবং একই সাথে ভাগ্যের গল্পই মূলত তুলে ধরা হয়েছে। লেখায় ফুটিয়ে তোলা হয়েছে প্রবাস জীবনের কষ্ট, দুঃখ বেদনা আবার একই সাথে অনুপ্রেরণা, সৌভাগ্য এবং ঘুরে দাঁড়ানোর গল্পও।

আরো পড়ুন:

বইমেলায় ডা.

প্রিন্স ঘোষের ‘বিবর্ণ’

একুশে ফেব্রুয়ারি বইমেলা শুরু হবে সকাল ৭টায়

জীবনে চলার পথে নানা রকম চরাই উৎরাই পার করে দিপু একজন সফল উদ্যোক্তাও। লেখকের আরও কয়েকটি বই— শিকাগোর সেই মেয়েটি, ধর্ম না কর্ম, রক্তের টানে সহ বেশ কয়েকটি বই রয়েছে প্রকাশের অপেক্ষায়।  

ঢাকা/লিপি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বইম ল

এছাড়াও পড়ুন:

ক্ষমতায় গেলে নারীদের মর্যাদা, নিরাপত্তা নিশ্চিত করা হবে: জামায়াত আমির

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার সকালে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন। ঢাকার পুরানা পল্টনে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

সমাবেশে জামায়াতের আমির বলেন, ‘প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা বোনদের নিশ্চয়তা দিচ্ছি, তাঁরা তাঁদের যোগ্যতা অনুযায়ী পছন্দের কর্মক্ষেত্রে কাজ করবেন।’ এখন দেশে নারীদের কোনো সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নেই, বলেন জামায়াতের আমির।

শ্রমিক দিবসের সমাবেশেশফিকুর রহমান বলেন, ‘মিল-ফ্যাক্টরির উদ্যোক্তারা (মালিকপক্ষ) সহকর্মী শ্রমিক-কর্মচারীদের উপযুক্ত মূল্যায়ন করেন না, তাঁদের শ্রমের মর্যাদা দেন না। এটি যেমন বাস্তবতা, আরেকটি বাস্তবতা হলো, তাঁরা নির্যাতনের শিকার হন চাঁদাবাজদের হাতে। চাঁদাবাজরা বিভিন্ন রূপে, বিভিন্ন দিবস পালনের জন্য তাঁদের কাছে হাজির হয়। আমরা এটি চাই না।’

বাংলাদেশে কর্ম-উপযোগী ৭০ শতাংশ মানুষ শ্রমজীবী। তাঁদের উপেক্ষা করে কোনো সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারে না বলেন জামায়াতের আমির। তিনি বলেন, ‘আমরা পারস্পরিক বোঝাপড়ায় যে টেকসই সমাজ গড়ার কথা বলছি, সে সমাজ আল্লাহর আইন ছাড়া কোনো কিছু দিয়েই গড়ে তোলা সম্ভব নয়।’

ঢাকার পুরানা পল্টনে আজ বৃহস্পতিবার সকালে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন

সম্পর্কিত নিবন্ধ