ঢাকা প্রিমিয়ার লিগ খেলবেন এরকম সরগোল তুলে দলবদলের প্রক্রিয়াও সম্পন্ন করে ফেলেছিলেন সাকিব আল হাসান। শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে তাকে লুফে নেয় লিজেন্ডস অব রূপগঞ্জ। কিন্তু আলোচনা থেকেই যাচ্ছিল, মামলা ও গ্রেফতারি পরোয়ানায় থাকা সাকিব কি দেশে ফিরবেন?
২৪ ঘণ্টা যেতে না যেতেই বাস্তবতার মুখোমুখি সাকিব। নিজের সিদ্ধান্ত থেকে সরে এসে জানিয়ে দিয়েছেন, তার দলবদল স্থগিত করতে। গতকাল অনলাইনে দলবদল করে নেওয়ায় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এখন পুরো প্রক্রিয়া বাতিল করতে লিজেন্ডস অব রূপগঞ্জ চিঠি দিয়েছে ঢাকা লিগের আয়োজক সিসিডিমকে।
দলটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টিটু মিরপুরে গণমাধ্যমে বলেছেন, ‘‘সাকিব আল হাসানকে লিজেন্ডস অব রূপগঞ্জে খেলানোর জন্য দলবদল প্রক্রিয়ায় অংশ নিয়েছিলাম। কিন্তু আজকে সাকিবের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি আমাদের অনুরোধ করেছেন তার দলবদলটা স্থগিত রাখার জন্য। সিসিডিএমকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি। সাকিবের অনুরোধের প্রতি সম্পূর্ণ সম্মান বজায় রেখে তার আবেদনটা আমাদের ক্লাব থেকে সিসিডিএমকে জানিয়ে দিয়েছি। তিনি বলেছেন, যখনই দেশে আসতে পারেন.
আরো পড়ুন:
সাকিবকে দলে ভিড়িয়ে আলোচনায় রূপগঞ্জ
‘যারা আছে তারা যোগ্য’- সাকিবের না থাকার মন্তব্যে লিপু
ক্ষমতার পালাবদলের পর সাকিবের দেশে ফেরা এবং খেলায় অংশ নেওয়ার পদক্ষেপ তৃতীয়বারের মতো আটকে গেল। প্রথমবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে নিজের শেষ ম্যাচ মিরপুরে খেলতে চেয়েছিলেন। এজন্য দুবাই পর্যন্ত চলেও এসেছিলেন। কিন্তু সরকার থেকে অনুমতি না পাওয়ায় তার দেশে ফেরা হয়নি। এরপর বিপিএলেও খেলতে পারেননি চিটাগং কিংসের হয়ে। এবারও তার ফেরা আটকে গেল।
রাজনৈতিক কারণে তার খেলা নিয়ে সংশয় ছিল। যদিও লিজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল বলেছিলেন, ‘‘আমরা রাজনীতিবিদ সাকিবকে নেইনি। খেলোয়াড় সাকিবকে নিয়েছি। ও যদি খেলতে না পারে তাহলে ওকে আমরা নেব কেন?’’ কিন্তু একদিন না যেতেই সাকিবকে পাওয়ার সব আশায় গুড়েবালি।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ক ব আল হ স ন আম দ র
এছাড়াও পড়ুন:
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।
কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে প্রাথমিকভাবে বিএনপি নেতা ফজলুর রহমানের নাম ঘোষণা করেছে দলটি।
মির্জা ফখরুল বলেন, ‘‘আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে ভোটের মাঠে লড়বেন অ্যাডভোকেট ফজলুর রহমান। তবে, ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে।’’
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা/রাজীব