বিপিএলের পর ঢাকা প্রিমিয়ার লিগেও নাম লেখালেন সাকিব আল হাসান। ধানমন্ডি ক্লাব থেকে লিজেন্ডস অব রূপগঞ্জে গেলেন তিনি। গতকাল যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে দলবদলে অংশ নেন বাঁহাতি এ অলরাউন্ডার। যদিও লিগে তাঁর খেলা নিয়ে শঙ্কা আছে। মাথার ওপর খুনের মামলা থাকায় দেশে ফেরার ঝুঁকি নেননি জাতীয় দলের সিরিজ খেলতে। সেখানে ডিপিএলে খেলার জন্য দেশে ফেরার সম্ভাবনা নেই বলে মনে করেন ক্রিকেট-সংশ্লিষ্টরা।
যদিও লিজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল বলছেন, ‘আমি রাজনীতিবিদ সাকিবকে নিইনি, খেলোয়াড় সাকিবকে নিয়েছি। তিনি দেশের সম্পদ, তিনি অচিরেই ঝরে যাক আমরা চাই না। আপনারা জানেন, অলমোস্ট সাকিবের ক্যারিয়ারের শুরু থেকেই আমার সঙ্গে ছিলেন। এখনও আশা প্রকাশ করেছেন, আমার সঙ্গে থাকবেন। আমি আমাদের ক্রিকেটকে নতুনভাবে সাজাতে চাই।’
দলের ভেতরের খবর হলো, সাকিবকে খেলতে হবে হত্যা মামলা নিষ্পত্তি করে। সব কিছু জেনেও সাকিবের দলবদলে অংশগ্রহণ করার পেছনে ক্রিকেট-সংশ্লিষ্টদের ধারণা, নিজেকে মিডিয়ার আলোচনায় রাখার কৌশল হিসেবে দলবদল করে ধানমন্ডি ক্লাব থেকে রূপগঞ্জে গেছেন ৩৭ বছর বয়সী এ ক্রিকেটার।
লুৎফর রহমান বাদল জানান, রোজার ভেতরে ইংল্যান্ডে বোলিং অ্যাকশন পরীক্ষা দেবেন সাকিব। বাঁহাতি এ অলরাউন্ডার ছাড়াও গতকালের দলবদলে অনেক তারকা ক্রিকেটার অংশ নিয়েছেন। শেখ মেহেদি, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম অনিকরা রূপগঞ্জে নাম লিখিয়েছেন। মোহামেডানের তামিম ইকবাল, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, আরাফাত সানি, মুশফিক হাসানরা দলবদল করেছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স ক ব আল হ স ন ড প এল র পগঞ জ
এছাড়াও পড়ুন:
‘দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব’
ঢাকাই চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী’খ্যাত নায়িকা আরিফা পারভীন মৌসুমী। সোমবার (৩ নভেম্বর) ৫২ বছর বয়স পূর্ণ করলেন এই অভিনেত্রী। বিশেষ এই দিনে দেশে নেই, সন্তানদের সঙ্গে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী।
মৌসুমী যুক্তরাষ্ট্রে থাকলেও বাংলাদেশে অবস্থান করছেন তার স্বামী ওমর সানী। সোমবার (৩ নভেম্বর) সকালে চিত্রনায়ক ওমর সানী কয়েকটি ছবি তার ফেসবুকে পোস্ট করে স্ত্রীকে ভালোবাসার বার্তা দিয়েছেন।
আরো পড়ুন:
মৌসুমীকে বিয়ে করা কি ভুল ছিল ওমর সানীর
তারকাদের ব্যাংক হিসাব জব্দ
এসব ছবির ক্যাপশনে ওমর সানী লেখেন, “শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। দূরে থেকেও আমরা কাছে এটাই বাস্তব, আর যারা আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা নিউজ করে ওরা হচ্ছে…। শুভ জন্মদিন।”
জন্মদিনের প্রথম প্রহর থেকে ভক্ত-অনুরাগীরা প্রিয় অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন। ওমর সানীর এই পোস্টে নেটিজেনদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন মৌসুমীকে।
চিত্রনায়িকা মুনমুন লেখেন, “শুভ জন্মদিন প্রিয়দর্শিনী, প্রিয় অভিনেত্রী মৌসুমী আপা।” শাহনূর লেখেন, “শুভ জন্মদিন আপু।” আইরিন সুলতানা লেখেন, “শুভ জন্মদিন।” এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে।
১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন মৌসুমী। তার বাবার নাম নাজমুজ্জামান মনি ও মা শামীমা আখতার জামান। ছোটবেলা থেকেই অভিনেত্রী এবং গায়িকা হিসেবে কর্মজীবন শুরু করেন মৌসুমী। এরপর ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হন, যার ওপর ভিত্তি করে তিনি ১৯৯০ সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠানে কাজের সুযোগ পান।
চিত্রনায়িকা হিসেবে ঢাকাই চলচ্চিত্রে মৌসুমীর অভিষেক ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে। এ সিনেমায় সালমান শাহর সঙ্গে জুটিবদ্ধ হন এ অভিনেত্রী। প্রথম সিনেমাতে নিজেদের মেধার জানান দেন সালমান শাহ ও মৌসুমী। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। দুজনই ঢালিউডে নিজেদের অবস্থান তৈরি করে নেন। তারপর তিন দশকের বেশি সময় ধরে ঢালিউডে মেধার দ্যুতি ছড়াচ্ছেন মৌসুমী।
নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ ও চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই অভিনেত্রী পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
ঢাকা/শান্ত