‘অলিম্পিক গোলে’ রোনালদোর উদযাপন করলেন নেইমার
Published: 24th, February 2025 GMT
দীর্ঘ ইনজুরি আর খারাপ সময় কাটিয়ে মাঠে ফিরেছেন নেইমার। নিজ দেশের ক্লাব সান্তোসের হয়ে এবার তিনি দেখালেন নিজের দক্ষতা। ইন্টার ডি লিমেইরার বিপক্ষে বিরল ‘অলিম্পিক গোল’ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন ৩৩ বছর বয়সী তারকা। যেন ফিরে গেছেন নিজের রূপে।
রোববার রাতে ডি লিমেইরার বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে নেইমারের সান্তোস। ম্যাচের ২৬তম মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন নেইমার। সেটা ছিল কর্নার কিক। নেইমার সেই কিক নেওয়ার আগে প্রতিপক্ষ দর্শকরা তাকে উত্যক্ত করছিল। সেটাই হয়তো তাতিয়ে দেয় নেইমারকে।
NEYMAR WHAT A GOAL ????
pic.
কর্নার থেকে বাঁকানো শটে সরাসরি ডি লিমেইরার গোলকিপারের মাথার ওপর দিয়ে জালে বল পাঠিয়ে দেন ব্রাজিল তারকা। কর্নার কিক থেকে অন্য কোনো খেলোয়াড়ের স্পর্শ ছাড়াই জালে বল পাঠানোকে বলে অলিম্পিক গোল। নেইমারের সেই দর্শনীয় গোলের পর গ্যালারি মেতে ওঠে তার বন্দনায়। গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর আইকনিক উদযাপন করেছেন নেইমার।
পর্তুগাল তারকার মতই বিজ্ঞাপন বোর্ডের উপর বসে পড়েন নেইমার। রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় প্রায়ই এমন উদযাপন করতেন সিআর সেভেন। নেইমারের এই উদযাপন কিছুটা হলেও চুপ করিয়ে দিয়েছে দর্শককে। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সান্তোস। এক গোল ও এক অ্যাসিস্টের সুবাদে এই ম্যাচেও ম্যাচসেরা হয়েছেন নেইমার।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এক সেলিব্রিটিকে সবাই ধুয়ে দিচ্ছে
আগের পর্বআরও পড়ুনআজকে তুমি কোনো কথা বলবা না২২ ঘণ্টা আগে