দীর্ঘ ইনজুরি আর খারাপ সময় কাটিয়ে মাঠে ফিরেছেন নেইমার। নিজ দেশের ক্লাব সান্তোসের হয়ে এবার তিনি দেখালেন নিজের দক্ষতা। ইন্টার ডি লিমেইরার বিপক্ষে বিরল ‘অলিম্পিক গোল’ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন ৩৩ বছর বয়সী তারকা। যেন ফিরে গেছেন নিজের রূপে।

রোববার রাতে ডি লিমেইরার বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে নেইমারের সান্তোস। ম্যাচের ২৬তম মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন নেইমার। সেটা ছিল কর্নার কিক। নেইমার সেই কিক নেওয়ার আগে প্রতিপক্ষ দর্শকরা তাকে উত্যক্ত করছিল। সেটাই হয়তো তাতিয়ে দেয় নেইমারকে।

NEYMAR WHAT A GOAL ????

pic.

twitter.com/kyWUrXdunW

— Janty (@CFC_Janty) February 23, 2025

কর্নার থেকে বাঁকানো শটে সরাসরি ডি লিমেইরার গোলকিপারের মাথার ওপর দিয়ে জালে বল পাঠিয়ে দেন ব্রাজিল তারকা। কর্নার কিক থেকে অন্য কোনো খেলোয়াড়ের স্পর্শ ছাড়াই জালে বল পাঠানোকে বলে অলিম্পিক গোল। নেইমারের সেই দর্শনীয় গোলের পর গ্যালারি মেতে ওঠে তার বন্দনায়। গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর আইকনিক উদযাপন করেছেন নেইমার। 

পর্তুগাল তারকার মতই বিজ্ঞাপন বোর্ডের উপর বসে পড়েন নেইমার। রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় প্রায়ই এমন উদযাপন করতেন সিআর সেভেন। নেইমারের এই উদযাপন কিছুটা হলেও চুপ করিয়ে দিয়েছে দর্শককে। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সান্তোস। এক গোল ও এক অ্যাসিস্টের সুবাদে এই ম্যাচেও ম্যাচসেরা হয়েছেন নেইমার।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কোহলি জানালেন, তাঁর ব্যাটিংয়ে প্রভাব ফেলেছিল যে আইপিএল–সতীর্থ

২০০৮ সালে তাঁর আইপিএল অভিষেক। আইপিএলের শুরুর মৌসুমে ভারতের টপ অর্ডার এই ব্যাটসম্যান বিরাট কোহলিকে দলে ভিড়িয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই সময় তাঁর বয়স ছিল ১৯ বছর।

১৭ বছর আগের স্মৃতি হাতড়ে কোহলির মনে পড়ছে, আইপিএলে শুরুর দিনগুলোতে কোন সতীর্থ তাঁর ব্যাটিংয়ের ওপর প্রভাব ফেলেছিলেন।

বেঙ্গালুরুর এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক পডকাস্ট ভিডিওতে কোহলি কথা বলেছেন আইপিএলে নিজের শুরুর সময় নিয়ে। সেই ভিডিওতে তিনি মায়ন্তি ল্যাঙ্গারকে বলেছেন সাবেক আইপিএল সতীর্থ দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচারের কথা। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবং উইকেটকিপার–ব্যাটসম্যান কীভাবে তাঁর ব্যাটিংয়ে প্রভাব রেখেছিলেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন কোহলি।

মার্ক বাউচার

সম্পর্কিত নিবন্ধ