কুমিল্লার আদর্শ সদর উপজেলা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার বেলা দুইটার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন–১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

আটক ভারতীয় নাগরিকের নাম শাওন কর্মকার (৩৭)। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার খায়েরপুর থানার কাশিপুর মিশন রোড এলাকার বাসিন্দা।

সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গতকাল রোববার রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির আওতাধীন গোলাবাড়ি পোস্টের পাশে সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানিনগর এলাকায় বিজিবির টহল দল ভারতীয় নাগরিক শাওন কর্মকারকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ব্যক্তিগত একটি আধার কার্ড, একটি পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর কার্ড ও একটি স্টেট ব্যাংক ক্ল্যাসিক ভিসা কার্ড উদ্ধার করা হয়। ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করায় আটক শাওন কর্মকারকে রাতেই কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আজ দুপুরে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মামলা করেছে বিজিবি। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।

এদিকে আজ দুপুরে আরেকটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কুমিল্লা ব্যাটালিয়ন–১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে ৫০ লাখ ৪০ হাজার ৪৯৫ টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় মেহেদি, সিগারেট ও আতশবাজি উদ্ধার করা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রব শ

এছাড়াও পড়ুন:

১১ নাটক নিয়ে শিল্পকলায় চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’

জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ১১ দলের ১১টি নতুন প্রযোজনা নিয়ে শিল্পকলা একাডেমিতে চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’। জাতীয় নাট্যশালায় গত ৩১ জুলাই শুরু হওয়া এই নাট্যোৎসব চলবে ৮ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ উৎসবে নাট্যরূপে উঠে আসছে ইতিহাস, আন্দোলন ও সময়ের গল্প।
উৎসবের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’। তীরন্দাজ রেপার্টরি প্রযোজিত নাটকটির রচনা ও নির্দেশনায় দীপক সুমন। গতকালই ছিল এ নাটকের উদ্বোধনী প্রদর্শনী। সাপ্তাহিক ছুটির দিনে মঞ্চস্থ নতুন এ নাটক নিয়ে আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃষ্টি উপেক্ষা করে উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি ছিল। দর্শকদের অনেকেই বলছেন, এই নাটকে যেন এক নাগরিকের নির্জনতা, এক প্রেমিকের না-পাওয়া, এক বিপ্লবীর বিষণ্নতা আর এক সাধারণ মানুষের অসহায়তা একসূত্রে বাঁধা পড়েছে।

জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন ছিল। ছবি:শিল্পকলা একাডেমি

সম্পর্কিত নিবন্ধ