গাজীপুরের শ্রীপুরে মো. মাইজ উদ্দিন (৫০) নামের এক বিএনপির নেতার বিরুদ্ধে মাদ্রাসার আধা পাকা ভবন ও নিলামে গাছ বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। রোববার (৯ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে উপজেলার নান্দিয়া সাঙ্গুন আদর্শ দাখিল মাদ্রাসার সহ সুপার আবু হায়দার মো. নোমান লিখিত অভিযোগ করেন।

অভিযুক্ত মাইজ উদ্দিন উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের আব্দুল কাদিরের ছেলে ও কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি মাদ্রাসার আধা পাকা পুরনো টিনশেড ঘর ও গাছ বিক্রির নিলাম অনুষ্ঠিত হয়। এ সময় নিলামের জামানতের টাকাগুলো মাদ্রাসার মাওলানা নূরুল হকের কাছে জমা রাখা হয়। বিএনপির নেতা লোকজন নিয়ে এসে শিক্ষকের কাছে রাখা টাকাগুলো নিয়ে যান।

আরো পড়ুন:

নারী-শিশুদের প্রতি বাড়তে থাকা সহিংসতা উদ্বেগজনক: সালাহউদ্দিন

আ.

লীগ নেতাকে গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ

নান্দিয়া সাঙ্গুন আদর্শ দাখিল মাদ্রাসার সহ সুপার আবু হায়দার মো. নোমান অভিযোগ করে জানান, উপজেলা শিক্ষা কর্মকর্তার সামনে খোলা নিলাম হয়। সেখানে ৬ জন জামানত জমা দেন। তাদের মধ্যে প্রথম ও দ্বিতীয় ব্যক্তির টাকা জামা রাখা হয় মৌলভী শিক্ষকের কাছে। শিক্ষা কর্মকর্তা চলে যাওয়ার পর বিএনপির নেতা লোকজন নিয়ে এসে নিলামের টাকা নিয়ে যান। টাকা ফেরত চাইতে গেলে হুমকি দেন।

শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘‘মাদ্রাসার নিলামের টাকা লুটের বিষয়টি তাৎক্ষণিকভাবে আমাকে জানানো হয়েছে। লুট হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।’’ 

এ ব্যাপারে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, ‘‘মাদ্রাসার নিলামের জামানতের টাকা আত্মসাতের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’’
 

ঢাকা/রফিক/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ কর মকর ত ব এনপ র উপজ ল

এছাড়াও পড়ুন:

এক সেলিব্রিটিকে সবাই ধুয়ে দিচ্ছে

আগের পর্বআরও পড়ুনআজকে তুমি কোনো কথা বলবা না২২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ