ময়লার ভাগাড়ে পড়ে ছিল হাত-পা বাঁধা পোড়া মরদেহ
Published: 9th, March 2025 GMT
রশিতে বাঁধা হাত-পা। দেহের একটা অংশ পোড়া। দেখে বোঝার উপায় নেই যে, ময়লার ভাগাড়ে পড়ে থাকা মরদেহটি পুরুষ নাকি নারীর। গাজীপুরের শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের ময়লার ভাগাড় থেকে গলিত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যায় শ্রীপুর থানা পুলিশ পরিচয়হীন মরদেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, এক পথচারী ময়লার ভাগাড়ে কলা গাছের গোঁড়ায় কিছু একটা পড়ে আছে দেখতে পান। এগিয়ে গিয়ে দেখেন পচে যাওয়া ও আংশিক পোড়া মরদেহ পড়ে আছে। তাৎক্ষণিক তিনি বিষয়টি স্থানীয়দের জানান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।
তারা আরও জানান, বেশ কয়েকটি কলাগাছের গোঁড়ায় পড়ে ছিল পোড়া মরদেহটি। হাত-পা রশি দিয়ে বাঁধা। বিবস্ত্র অবস্থায় পড়ে থাকা লাশটি পচেও গেছে।
শ্রীপুর থানার এসআই সুজন কুমার পণ্ডিত বলেন, লাশটির পরিচয় পাওয়া যায়নি। লাশটি কোনো নারী নাকি পুরুষের তা বোঝা যাচ্ছে না। তবে মাথার চুল দেখে ধারণা করা হচ্ছে, সেটি পুরুষের।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ময়ল র ভ গ ড় মরদ হ
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//