পবিত্র রমজানে দিনের বেলা রোজা না রেখে খাবার হোটেলে গিয়ে পানাহার করায় লক্ষ্মীপুরে জেলা শহরে কয়েকজন ব্যক্তিকে হেনস্তা করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে। আজ বুধবার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজ তাঁর দলবল নিয়ে শহরের চকবাজার এলাকায় বিভিন্ন দোকান গিয়ে বেশ কয়েকজনকে রোজার সময় পানাহার করায় হেনস্তা করেন।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবদুল আজিজের নেতৃত্বে বণিক সমিতির লোকজন কয়েকটি হিন্দু দোকানে গিয়ে কোনো মুসলিম পানাহার করছেন কি না, সে বিষয়ে খোঁজ নেন। পরে কয়েকজনকে পানাহার করায় তাঁদের সঙ্গে আপত্তিকর আচরণ করেন। এ ছাড়া দিনের বেলায় খাবারের হোটেল খোলা না রাখার বিষয়েও হুঁশিয়ারি দেন আবদুল আজিজ।

এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে সমালোচনা করে নানান ধরনের মন্তব্য করেছেন।

বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজ বলেন, ‘হিন্দুদের দোকানে পর্দার আড়ালে রোজা না রেখে কিছু মুসলমান পানাহার করে। এ জন্য তাদের সতর্ক করে কান ধরানো হয়। তবে হিন্দুদের জন্য খেতে কোনো বাধা নেই।’

জানতে চাইলে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। ভুক্তভোগী কেউ যদি প্রতিকার চেয়ে অভিযোগ করেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প ন হ র কর য়

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাড়ি ভাড়া না দিতে পুলিশের মাইকিং

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দেওয়ার জন্য থানা-পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। আজ বুধবার বিকেলে কর্ণফুলী থানার পক্ষ থেকে মইজ্জ্যারটেক এলাকায় এই মাইকিং করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ধরনের একটি ছড়িয়ে পড়েছে।

১ মিনিট ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি একটি সিএনজিচালিত অটোরিকশায় বসে একটি কাগজ দেখে দেখে মাইকিং করছিলেন। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘আসসালামু আলাইকুম, সকল বাড়ির মালিককে জানানো যাচ্ছে, কর্ণফুলী থানা এলাকায় নতুন কেউ ভাড়াটিয়া ভাড়া নিতে এলে, সেই ভাড়াটিয়ার ভোটার আইডি কার্ডসহ অন্যান্য ডকুমেন্টস আগে থানায় জমা দিতে হবে। কোনো নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া দেওয়া যাবে না। যদি কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হয়; তাহলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে। নির্দেশক্রমে সিএমপি, কর্ণফুলী থানা।’

মাইকিংয়ের বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শরীফ প্রথম আলোকে বলেন, সরকারঘোষিত নিষিদ্ধ সব সংগঠনকে বোঝানো হয়েছে। নির্দিষ্ট কোনো সংগঠনকে ইঙ্গিত করা হয়নি।

সম্পর্কিত নিবন্ধ

  • চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাড়ি ভাড়া না দিতে পুলিশের মাইকিং
  • এক বন্ধুর স্ক্রিনশট আরেকজনকে পাঠাতে গিয়ে ভুলে সেই বন্ধুকেই পাঠিয়ে দিলে কী করবেন