Prothomalo:
2025-11-03@13:09:34 GMT

বাড়ি তো নয়, যেন উদ্যান

Published: 14th, March 2025 GMT

পেশায় তিনি চিকিৎসক। গাছের সঙ্গে সখ্য বেশি। বাড়ির আঙিনা, ছাদ, সিঁড়ি, বারান্দা—এমনকি শোবার ঘরেও তাঁর গাছ আর গাছ। গাছের সঙ্গেই তাঁর বাস। পরিচিত সব গাছের সঙ্গে বাড়িজুড়ে ছড়িয়ে আছে বিরল ও দুষ্প্রাপ্য প্রজাতির সব বৃক্ষ। দূর থেকে দেখলে বাড়িটিকে উদ্ভিদ উদ্যান বলে ভ্রম হয়।

দুষ্প্রাপ্য গাছ শুধু নিজের কাছেই রাখেন না, ছড়িয়ে দেন পরিচিতজন ও বৃক্ষপ্রেমীদের মধ্যেও। তাঁর নাম আবু মোহাম্মদ নাঈম (৩৬)। বাড়ি কুমিল্লা আদর্শ সদর উপজেলার গুণানন্দী গ্রামে। তাঁর বাড়িটির নাম ‘আরণ্যক’। তিনি একজন অবেদনবিদ (অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ)। কুমিল্লার একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন।

চিকিৎসকদের অনেকেই যখন হাসপাতালের দায়িত্ব পালন শেষে ব্যক্তিগত চেম্বার বা বেসরকারি হাসপাতালে ব্যস্ত হয়ে পড়েন, তখন চারদিক সবুজে সাজাতে নিজেকে বিলিয়ে দেন নাঈম। তাঁর হিসাবে, বাড়িটিতে কয়েক শ প্রজাতির অন্তত ২ হাজার গাছ আছে।

জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত কুমিল্লার পরিবেশ ও কৃষি সংগঠক মতিন সৈকত প্রথম আলোকে বলেন, বাংলাদেশের প্রতিটি উপজেলায় অন্তত একজন করে হলেও এমন ‘গাছপাগল’ মানুষ দরকার। তাহলে গোটা দেশ সবুজে ভরে যাবে। চিকিৎসক নাঈমের সংগ্রহে থাকা বৃক্ষ সরকারি কোনো উদ্ভিদ উদ্যানের চেয়েও কম নয়।

নাঈমের বাড়িতে মিঠাপানির স্পর্শে বেড়ে উঠছে সুন্দরবনের সুন্দরীগাছ ও গোলপাতা বৃক্ষ। বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদ তালিকায় থাকা কুঁচ, লতাবট, বাঁশপাতা, রিঠা ফলগাছ, বৈলামের দেখাও পাওয়া যাবে ‘আরণ্যকে’।

‘আরণ্যকে’ একদিন

সম্প্রতি গুণানন্দী গ্রামে গিয়ে জিজ্ঞেস করতেই ৯-১০ বছরের এক শিশু নাঈমের বাড়ি দেখিয়ে বলল, ‘ওইটাই গাছ ডাক্তারের বাড়ি।’ ফটক থেকে বাড়িতে ঢুকতেই প্রশান্তিতে ভরে গেল মন। প্রায় ৩০ শতকের বসতভিটার পুরোটায় হরেক রকম গাছের মেলা। ফটক থেকেই শুরু ঝুমকোলতা, নীলমণিলতা, যবনিকা লতা আর বাগানবিলাসগাছের সারি। একের পর এক গাছ সাজাতে বিভিন্ন রকম স্টিলের র‌্যাক, দোলনা, পাথর ইত্যাদির ব্যবহার নজর কাড়বে যে কারও।

বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশে বিলুপ্তপ্রায় খাসি কলসি উদ্ভিদ ছাদের শোভা বাড়িয়েছে। ৬৫০-এর বেশি ছোট-বড় টবে রয়েছে ডুলিচাঁপা, কুসুমচাঁপা, ভুইচাঁপা, উদয়পদ্ম, হৈমন্তী, দোলনচাঁপাসহ নানা ফুল। কিছু বিদেশি গাছও আছে নাঈমের সংগ্রহে।

বাগানের বয়স এক যুগের বেশি

ছেলেবেলা থেকেই গাছের প্রতি ভালোবাসা আবু নাঈমের। তিনি জানান, এই বাগানের বয়স এক যুগের বেশি। একাই হাজারো গাছের যত্ন নেন তিনি। যত ব্যস্ততাই থাকুক, মধ্যরাত হলেও হাসপাতাল থেকে ফিরে গাছের যত্ন নেন। নিজের আয়ের বেশির ভাগ অংশও তিনি ব্যয় করেন গাছের পেছনে। খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, সিলেটসহ দেশের বিভিন্ন জেলা এমনকি ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ অনেক দেশ থেকেও গাছ সংগ্রহ করেছেন তিনি। কখনো পরিচিতজন ও আত্মীয়স্বজনদের মাধ্যমে বিদেশ থেকে গাছ এনেছেন।

নাঈমের বাড়িতে মিঠাপানির স্পর্শে বেড়ে উঠছে সুন্দরবনের সুন্দরীগাছ ও গোলপাতা বৃক্ষ। বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদ তালিকায় থাকা কুঁচ, লতাবট, বাঁশপাতা, রিঠা ফলগাছ, বৈলামের দেখাও পাওয়া যাবে ‘আরণ্যকে’।

কোনো কোনো সময় দেখা যায়, বেতনের চেয়ে বেশি টাকা গাছের পেছনে ব্যয় হয়ে গেছে। আমার বাবা এখনো একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। সংসারে বাবার সাপোর্ট থাকায় সমস্যা হচ্ছে না।আবু নাঈম

ছড়িয়ে যাচ্ছে চারা

আবু নাঈম এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকভিত্তিক ছাদকৃষি, বাগান ও পরিবেশ সংরক্ষণবিষয়ক প্ল্যাটফর্ম ‘কুমিল্লা গার্ডেনার্স সোসাইটি’ প্রতিষ্ঠা করেছেন। এই গ্রুপের বর্তমান সদস্য ৫৬ হাজার। সেখানে দেওয়া আছে বিরল ও দুষ্প্রাপ্য বিভিন্ন বৃক্ষের পরিচিতি। বাগান করার নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন সদস্যরা। আবু নাঈম চান শহরের ইট-ক্রংক্রিটের জঞ্জালের ভেতরেও নতুন নতুন ছাদবাগান সৃষ্টি হোক। এ জন্য মানুষকে বিনা মূল্যে গাছের চারা, বীজ উপহার দেন। তবে শর্ত থাকে গ্রহীতাকেও অন্যদের গাছ উপহার দিতে হবে।

চারদিকটা বৃক্ষে সাজাতে চান উল্লেখ করে আবু নাঈম প্রথম আলোকে বলেন, বাগানের গাছের বীজ, চারা, কাটিং সম্পূর্ণ বিনা মূল্যে কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার বাগানিদের দেওয়া হয়। এরই মধ্যে ‘কুমিল্লা গার্ডেনার্স সোসাইটি’র মাধ্যমে বিনা মূল্যে ৭০ হাজারের বেশি বীজ, চারা, কাটিং গাছ বিভিন্ন স্থানে রোপণ করা হয়েছে। যার বেশির ভাগ গাছ, চারা, বীজ তাঁর বাগানের। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রোপণ করা হয়েছে আরণ্যক থেকে উৎপাদিত চারা। এর মধ্যে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, এমনকি প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের বি এন ইসলামিক স্কুল অ্যান্ড কলেজেও বৃক্ষরোপণ করেছেন। সামাজিক বনায়নের অংশ হিসেবে বিভিন্ন সড়কের পাশে ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানেও গাছ রোপণ করেন তিনি।

আবু নাঈম বললেন, ‘কোনো কোনো সময় দেখা যায়, বেতনের চেয়ে বেশি টাকা গাছের পেছনে ব্যয় হয়ে গেছে। আমার বাবা এখনো একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। সংসারে বাবার সাপোর্ট থাকায় সমস্যা হচ্ছে না।’

গর্বিত পরিবার

আবু নাঈমের স্ত্রী কানিজ ফাতেমা একজন গৃহিণী। তিনি প্রথম আলোকে বলেন, ‘তিন বছরের একমাত্র কন্যাসন্তান আনায়াহ নাওমিকে নিয়ে আমাদের সংসার। বিয়ের পর থেকে দেখছি আমাদের চেয়ে গাছের প্রতি বেশি ভালোবাসা তাঁর। যত ব্যস্তই থাকুন, দিনে অন্তত একবার হলেও গাছগুলোর পরিচর্যা করেন তিনি। প্রথমে অন্য রকম লাগলেও এখন আমিও স্বামীর এমন কাজকে ভালোবাসি।’

নাঈম ছোটবেলা থেকেই গাছের জন্য পাগল বলে জানালেন তাঁর মা নাসরিন আক্তার। তিনি প্রথম আলোকে বলেন, ‘বাড়িতে এক ইঞ্চি খালি জায়গা রাখতে পারি না। কয়েক বছর আগে বাড়ির পেছনের ছোট্ট একটু জায়গায় মাটি ফেলেছিলাম। সেটিও এখন তাঁর গাছের দখলে চলে গেছে। বাড়ির ছাদ, বারান্দা তো বটেই, বেডরুমও গাছ দিয়ে সাজিয়ে রেখেছে ছেলেটা। আমার ছেলেটা আসলেই গাছপাগল। ছেলের এমন পাগলামিতে আমরাও গর্বিত।’

আবু নাঈমের কাজকে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবার প্রথম আলোকে বলেন, এই কাজগুলো সামাজিকভাবে আরও ছড়িয়ে দেওয়া উচিত। তাহলে পুরো সমাজই আলোকিত হবে। নিঃসন্দেহে তিনি একজন বড় মনের মানুষ। সেটা না হলে এভাবে বৃক্ষকে ভালোবাসতে পারতেন না।

বাড়িতে এক ইঞ্চি খালি জায়গা রাখতে পারি না। কয়েক বছর আগে বাড়ির পেছনের ছোট্ট একটু জায়গায় মাটি ফেলেছিলাম। সেটিও এখন তাঁর গাছের দখলে চলে গেছে। বাড়ির ছাদ, বারান্দা তো বটেই, বেডরুমও গাছ দিয়ে সাজিয়ে রেখেছে ছেলেটা। আমার ছেলেটা আসলেই গাছপাগল। ছেলের এমন পাগলামিতে আমরাও গর্বিত।মা নাসরিন আক্তার.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম আল ক ব সরক র পর চ ত পর ব শ

এছাড়াও পড়ুন:

সাইফুল ইসলাম ডিবিএ’র প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত

দেশের পুঁজিবাজারে স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) এবারের নির্বাচনে সভাপতি পদে সাইফুল ইসলাম পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক।

সোমবার (৩ নভেম্বর) ডিবিএ’র সেক্রেটারি মো. দিদারুল গনী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

ডিএসইতে ৭৫ শতাংশ শেয়ার-মিউচুয়াল ফান্ডের দরপতন

ডিএসইতে সূচক কমলেও সিএসইতে বেড়েছে

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিচালনা পর্ষদ নির্বাচনে মোট ১৫ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে রয়েছেন একজন প্রেসিডেন্ট, একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, একজন ভাইস প্রেসিডেন্ট ও ১২ জন পরিচালক।

নির্বাচিতরা আগামী ২ বছর (২০২৬ ও ২০২৭) ডিবিএ‘র নেতৃত্ব দেবেন। নির্বাচিত সদস্যরা ডিবিএ’র আসন্ন বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট পদে মো. মনিরুজ্জামান, প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও। ভাইস প্রেসিডেন্ট পদে মো. নাফিজ-আল-তারিক ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

এছাড়া পরিচালক পদে নির্বাচিত হয়েছেন–এবি অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম রাফিউজ্জামান বোখারী, এস সি এল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার জোনায়েদ, আর এন ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নাদিম, আজম সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কবির মজুমদার, নিউ এরা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরওয়াই শমসের, ওয়ান সিকিউরিটিজ লিমিটেডের সিইও আমিনুল ইসলাম, জি এম এফ সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ নাহিদ আহমেদ, কাইয়ুম সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাঈম মো. কাইয়ুম, ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইব্রাহিম, এক্সপো ট্রেডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওসমান গনি চৌধুরী, ফিনিক্স সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার শফিকুর রহিম ও এসএআর সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান।

ঢাকা/এনটি/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • সাইফুল ইসলাম ডিবিএ’র প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত
  • বগুড়ায় বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত একজন গ্রেপ্তার
  • ‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
  • যদি ঠিক পথে থাকো, সময় তোমার পক্ষে কাজ করবে: এফ আর খান
  • বিবাহবিচ্ছেদ ও খোরপোষ নিয়ে ক্ষুদ্ধ মাহি
  • ফতুল্লায় দুই ট্রাকের মাঝে পড়ে যুবকের মৃত্যু
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ২০ মামলার আসামি নিহত, গুলিবিদ্ধ ৩
  • নামতে গেলেই চালক বাস টান দিচ্ছিলেন, পরে লাফিয়ে নামেন
  • তানজানিয়ার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ফের বিজয়ী সামিয়া
  • আমার স্ত্রী খ্রিষ্টধর্ম গ্রহণ করছেন না: জেডি ভ্যান্স