ভৈরবে কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, যাত্রীদের চরম দুর্ভোগ
Published: 17th, March 2025 GMT
ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে ৫ ঘণ্টা ধরে ভৈরব রেলওয়ে স্টেশনে পড়ে আছে। ফলে ভোগান্তিতে পড়েছেন শতাধিক যাত্রী।
সোমবার দুপুর ১টার দিকে কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের জগন্নাথপুর-লক্ষ্মীপুর এলাকায় হঠাৎ কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়। রেলওয়ে কর্তৃপক্ষ বিকেল সাড়ে ৩টায় নাসিরাবাদ থেকে ইঞ্জিন এনে ট্রেনটি উদ্ধার করে ভৈরব স্টেশনে আনে। এ সংবাদ লেখা পর্যন্ত ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়নি।
জানা যায়, কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ১০টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে সঠিক সময়ে ভৈরব স্টেশনে পৌঁছায়। স্টেশন থেকে নির্দিষ্ট সময়ের যাত্রা বিরতির পর কিশোরগঞ্জের উদ্দেশ্যে ১২টা ৫০ মিনিটে ছেড়ে যায় ট্রেনটি। কিছুদূর যেতেই পৌর শহরের জগন্নাথপুর-লক্ষ্মীপুর এলাকায় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে ৩ ঘণ্টা কিশোরগঞ্জ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে বিজয় এক্সপ্রেস, নাসিরাবাদ ও এগারোসিন্দুর গোধূলি ট্রেনগুলো ছাড়তে বিলম্ব হয়।
এদিকে যাত্রীরা বলছেন, একে তো রোজা, তার ওপর আবার অসহনীয় গরম। ফলে ভোগান্তি বেড়েছে। স্টেশন কর্তৃপক্ষ কোনও কিছু বলছে না যাত্রীদের। এর আগেও গত সোমবার একই ট্রেন কুলিয়ারচরে হঠাৎ বিকল হয়ে যায়।
এ সময় যাত্রী বাঁধন বৈষ্ণব, জাকির মিয়া ও শাহাদাত হোসেন মিল্টন বলেন, ৫ ঘণ্টা ধরে ভৈরব রেলওয়ে স্টেশনে বসে আছি। কখন বাড়ি যাবো বলতে পারছি না। রেল কর্তৃপক্ষ কিছু বলছে না। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের ব্যর্থতা রয়েছে। তারা যাত্রী দুর্ভোগের কথা চিন্তা করে না।
এ বিষয়ে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের লোকোমাস্টার সুমন মিয়া বলেন, ট্রেনের হাওয়া জটিলতায় ইঞ্জিন চালু হলেও কাজ করছে না। নাসিরাবাদ থেকে ইঞ্জিন এনে সেটির সহযোগিতায় পুনরায় ট্রেনটি ভৈরব এনে মেরামত করা হচ্ছে। আশা করা যাচ্ছে সাড়ে পাঁচটার মধ্যে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র ল য গ য গ বন ধ র লওয়
এছাড়াও পড়ুন:
৬০ হাজার ৮০২ টন গম নিয়ে দেশে এল যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জাহাজ
যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম নিয়ে এমভি স্পার এরিস নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।
সোমবার (২ নভেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
আমি থাকাকালে তাইওয়ানে হামলার ‘পরিণতি কী হবে’ চীন জানে: ট্রাম্প
ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় দেশের সরকারে মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে জি টু জি ভিত্তিতে এ আমদানি প্রক্রিয়া শুরু হয়। বাংলাদেশের খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ) চুক্তিটি সই করে। এর আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে।
জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ২৫ অক্টোবর প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম বাংলাদেশে পৌঁছায়।
ঢাকা/আসাদ/সাইফ