মোটরসাইকেলে ভারতে প্রবেশ, দুই বাংলাদেশি আটক
Published: 19th, March 2025 GMT
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা বিওপির জিরো পয়েন্ট এলাকায় বিজিবির চেকপোস্ট উপেক্ষা করে মোটরসাইকেলে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। তারা হলেন- মাসুম ইসলাম (১৮) এবং উৎসব চন্দ্র রায় (২১)।
এ ঘটনার পর মঙ্গলবার বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের ফেরত দেয় বিএসএফ। পরে বিজিবি তাদের তেঁতুলিয়া থানায় হস্তান্তর করে।
গ্রেপ্তার মাসুম পঞ্চগড়ের বোদা উপজেলার নয়াদিঘী এলাকার হাসিবুল ইসলামের ছেলে এবং উৎসব চন্দ্র রায় দিনাজপুর জেলার দেউর এলাকার নীপেন চন্দ্র রায়ের ছেলে।
এদিকে সোমবার রাতে তেঁতুলিয়া ইসলামপুর সীমান্ত থেকে আতিকুর রহমান (৩২) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে।
বিজিবির একটি সূত্রে জানায়, আতিকুর রহমানসহ চার বাংলাদেশি রাতে ওই সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে আতিকুরকে আটক করে। পরে তাকে মারধর করে ঘণ্টাখানেক পর বিজিবির কাছে ফেরত দেয় বিএসএফ। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা হয়েছে।
আতিকুর রহমানের বাড়ি উপজেলার তিরনইহাট ইউনিয়নের দরগাসিং এলাকায়। তিনি ওই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।
তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবীর বলেন, তিন বাংলাদেশির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দুটি মামলা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, মোটরসাইকেল নিয়ে ওই দুই তরুণ বিজিবির সিগন্যাল অমান্য করে ভারতে অনুপ্রবেশ করে। এছাড়া আরেক বাংলাদেশি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফের হাতে আটক হয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয় বিএসএফ।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশ
দ্বিতীয় বছরের মত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের কোনো সিনেমাা বা তথ্যচিত্র দেখানো হচ্ছে না। সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির তরফে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হয়ছে। পরবর্তীতে কমিটির তরফে তাদের নির্দিষ্ট ওয়েবসাইটে যে ছবি তালিকা প্রকাশ করা হয়েছে তাতে কোন ক্যাটাগরিতেই বাংলাদেশি সিনেমার নাম উল্লেখ নেই।
মূলত ভিসা জটিলতা এবং রাজনৈতিক কারণেই এই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের উপস্থিতি থাকছে না।
বিষয়টি নিয়ে গত বছরই উদ্বেগ প্রকাশ করেছিলেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন পরিচালক গৌতম ঘোষ। সেসময় তাকে বলতে শোনা গিয়েছিল, “এবারের পরিস্থিতি ভিন্ন। সেদেশে ভিসা সমস্যা রয়েছে। আর বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসতে অনেকটা সময় লাগবে। স্বাভাবিকভাবেই এই অবস্থায় চলচ্চিত্র উৎসবের তালিকায় বাংলাদেশের কোনো ছবি নেই। আমরা আশা করব চলচ্চিত্র উৎসবের পরবর্তী এডিশনের (৩১ তম) আগে প্রতিবেশী দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।”
কিন্তু এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও অবস্থার যে কোনো পরিবর্তন হয়নি তা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের অনুপস্থিতির ঘটনাটাই পরিষ্কার।
যদিও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি কমিটির এক সদস্য বলেছেন, “আন্তর্জাতিক বিভাগে বাংলাদেশ থেকে শুধুমাত্র একটি ছবি জমা দেওয়া হয়েছিল। তানভীর চৌধুরীর ‘কাফ্ফারাহ’। কিন্তু দুঃখের বিষয় এটি আমাদের কাঙ্ক্ষিত মানদণ্ড পূরণ করতে পারেনি। ফলে চলচ্চিত্র উৎসবে এই ছবিটি জায়গা পায়নি।”
চলতি বছরের ৬ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এক সপ্তাহব্যাপী এই উৎসব চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। এই উৎসবে ৩৯ টি দেশের ২১৫ টি ছবি দেখানো হবে। ভারত ছাড়াও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, বেলজিয়াম, ইতালি, ব্রাজিল, মরক্কো, অস্ট্রিয়া, তুরস্ক, বলিভিয়া, গুয়েতেমালা, শ্রীলংকা, চীন, জাপান, ইরান, সিঙ্গাপুর, তাইওয়ান, ফিলিস্তিন, ইরাক, সৌদি আরব, মিশর, সুদান, লেবানন।
সুচরিতা/শাহেদ