৮৭ কোটি টাকার কাজ ছিনিয়ে নেওয়ার চেষ্টা আ’লীগ নেতার, সহায়তায় বিএনপি
Published: 20th, March 2025 GMT
সিলেটে ঠিকাদারের কাছ থেকে ৮৭ কোটি টাকার একটি কাজ বাগিয়ে নিতে তাঁকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা আজাদ হোসাইনের বিরুদ্ধে। নির্যাতিত ঠিকাদার শফিকুল ইসলামের ফোনে পুলিশ এলে আজাদকে পালাতে সহযোগিতা করেন স্থানীয় বিএনপির নেতারা। গতকাল বুধবার সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার ক্রিস্টাল হোটেলে এ ঘটনা ঘটে।
আজাদ হোসাইন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তিনি তাহিরপুর উপজেলার বালুজড়ি ইউপি চেয়ারম্যানও। অন্যদিকে ঠিকাদার শফিকুল ইসলাম নগরীর সুবিদবাজারের বাসিন্দা। তাঁর মূল বাড়ি সুনামগঞ্জে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ডিসেম্বরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সুনামগঞ্জের আওতাধীন সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের উন্নয়নকাজে ৮৭ কোটি ৬০ লাখ টাকার কার্যাদেশ পায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজটি সম্পাদনের দায়িত্ব পান শফিকুল ইসলাম। তিনি সহযোগিতার জন্য আজাদ হোসাইনকে অর্ধেক অংশীদারিত্ব দিয়ে চুক্তিনামা করেন। কাজ চলা অবস্থায় বুধবার দুপুরে ক্রিস্টাল হোটেলে শফিককে ডেকে নেন আজাদ। স্ট্যাম্প পেপার বের করে অংশীদারিত্ব ছেড়ে দিতে তাতে শফিককে সই দিতে চাপ দেন আজাদ ও তাঁর সহযোগীরা। শফিক রাজি না হলে তাঁকে গালাগাল ও মারধর করা হয়। শরীরের পোশাক টেনে ছিঁড়ে ফেলেন হামলাকারীরা। খবর পেয়ে পুলিশ হোটেলে অবস্থান নেয়। বিপদ আঁচ করতে পেরে আজাদ মহানগর বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান সাদিক, দলীয় কর্মী মিলটন ও হোটেল মালিক নিশু দাসকে ফোন করেন। তারা এসে আবারও সমঝোতার কথা বলে আজাদকে কৌশলে হোটেল থেকে পালাতে সহায়তা করেন। অভিযোগ উঠেছে, মোটা অঙ্কের টাকা নিয়ে বিএনপি নেতারা আজাদকে পালাতে সহায়তা করেছেন।
এ ঘটনায় আইনি প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে ঠিকাদার শফিকুল ইসলাম সমকালকে বলেন, ‘কাজের জন্য আজাদকে অংশীদার করেছিলাম। তিনি এখন এককভাবে কাজটি কবজায় নিতে ডেকে এনে মারধর করলেন। উদ্ভূত পরিস্থিতিতে আজাদকে হোটেল থেকে পালাতে সহায়তা করেছে একটি চক্র।’
অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ নেতা আজাদ হোসাইনের মোবাইল নম্বরে কল দিলে বন্ধ পাওয়া যায়। তবে বিএনপি নেতা সাদিকুর রহমান জানান, তাঁর এলাকায় হোটেলটির অবস্থান। বের হওয়ার পথে ঝামেলা দেখে এগিয়ে যান। আওয়ামী লীগ নেতাকে পালাতে কারা সহায়তা করেছে, তা তিনি জানেন। এ বিষয়ে পুলিশ ভালো বলতে পারবে বলে জানান সাদিক।
ঘটনাস্থলে যাওয়া কোতোয়ালি থানার পরিদর্শক শামসুল হাবিব জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে বিএনপির কারা ছিলেন, তা জানেন না।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আওয় ম ল গ ব এনপ স ন মগঞ জ আজ দ হ স আওয় ম ব এনপ
এছাড়াও পড়ুন:
বিবাহবিচ্ছেদের পর আত্মহত্যা করতে চেয়েছিলেন চাহাল
এ বছরের মার্চে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। ইউটিউবার–অভিনেত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তাঁর। ভারতের ইউটিউবার রাজ শামানির সঙ্গে পডকাস্টে সংসার ভাঙা নিয়ে কথা বলেছেন চাহাল।
ভারতের হয়ে ২০২৩ সালে সর্বশেষ খেলা এই লেগ স্পিনার জানিয়েছেন, কয়েক বছর ধরেই তাঁর ও ধনশ্রীর মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছিল না। তবু তাঁরা এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগপর্যন্ত ব্যক্তিগত জীবনের ঝামেলা সামনে নিয়ে আসেননি। তিনি আরও জানিয়েছেন, বিবাহবিচ্ছেদের পর তিনি কঠিন সময়ের মধ্য দিয়ে যান এবং একপর্যায়ে আত্মহত্যা করার কথাও ভাবেন।
আরও পড়ুনকাঁধের চোটে ভারতের বিপক্ষে আর খেলতে পারবেন না ওকস১ ঘণ্টা আগেভারতের হয়ে ৭২ ওয়ানডে ও ৮০ টি–টোয়েন্টি খেলা চাহালের কাছে রাজ শামানি জানতে চেয়েছিলেন, ঠিক কী কারণে তাঁদের সম্পর্কটা ভেঙে গেল? ৩৫ বছর বয়সী চাহালের উত্তর, ‘বেশ কিছুদিন ধরে সমস্যা হচ্ছিল। কিন্তু আমরা সিদ্ধান্ত নিই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা ব্যাপারটা সামনে আনব না।’
২০১৬ সালের জুনে ভারতের হয়ে অভিষেক চাহালের। চার বছর পর ধনশ্রীকে বিয়ে করেন তিনি। চাহাল জানিয়েছেন, জাতীয় দলে হয়ে খেলায় তাঁর ব্যস্ত হয়ে পড়া এবং ধনশ্রীরও নিজ ক্যারিয়ার নিয়ে মনোযোগী হয়ে পড়ায় কেউ কাউকে সময় দিতে পারেননি। সাংসারিক ঝামেলার এটাই মূল কারণ বলে মনে করেন চাহাল।
যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা